এখনিই আপনার স্বপ্নের ডোমেইন কিনে ফেলুন ! ! কোনো রকম ঝামেলা ছাড়া ….

আপনার ভালবাসার ওয়েবসাইট নিয়ে আপনার স্বপ্ন অনেক। আপনার ওয়েবসাইট এর ডিজাইন, নাম, ডোমেইন নাম, হোস্টিং সবগুলো নির্বাচন আপনাকেই করতে হবে। কারন এসব ব্যাপারে সামান্য ভুলের জন্য অনেক বড় মাশুল দিতে হয়। আফসোস করতে হয় সব সময়। ডোমেইন হলো আপনার ওয়েবসাইট এর ঠিকানা। প্রতিটি ওয়েবসাইট এর জন্য নির্দিষ্ট একটি ডোমেইন থাকে। এতে ইন্টারনেট ব্যবহারকারী সহজে নিজের পছন্দের ওয়েবসাইট এ সরাসরি ভিজিট করতে পারে। তাহলে বুঝতেই পারছেন, ওয়েবসাইট এর ডোমেইন ওয়েবসাইট এর জন্য অনেক গুরুত্তপূর্ণ। আপনার শখের ওয়েবসাইট এর জন্য ডোমেইন সঠিক ভাবে নির্বাচন করা অত্যন্ত জরুরী। সঠিক ভাবে ডোমেইন নির্বাচন না করা হলে, আপনি আপনার ওয়েবসাইট এ ভালো ভিজিটর পাবেন না।

 সঠিক ডোমেইন নাম নির্বাচনের কৌশল নিচে আলোচনা করা হলোঃ

  • আপনার ওয়েবসাইট এর ডোমেইন নাম, আপনার ওয়েবসাইট এর মূল নামের সাথে মিলিয়ে রাখা উচিত। এতে ভিজিটররা সহজেই আপনার ওয়েবসাইট এর ডোমেইন মনে রাখতে পারবে। আপনিও অনেক ভিজিটর পাবে।
  • ছোটো ডোমেইন নাম ভিজিটর দের জন্য মনে রাখা সহজ। তাই ওয়েবসাইট এর নামের সাথে মানানসই ছোটো ডোমেইন নাম নির্বাচন করুন।
  • বেশির ভাগ ইন্টারনেট ভিজিটর ডট কম ডোমেইন পছন্দ করেন। তাই আপনার ওয়েবসাইট এর জন্য ডট কম ডোমেইন নির্বাচনের চেস্টা করুন।
  • আপনার ওয়েবসাইট এর কী-ওয়ার্ড চিহ্নিত করে, তার পর সামঞ্জস্যপূর্ণ ডোমেইন নাম নির্বাচন করুন।
  • আপনার ওয়েবসাইট এর বিষয়বস্তু যেন ডোমেইন নামের মাধ্যমে ফুটে উঠে। তাহলে সবচেয়ে ভালো হয়।
  • ডট কম ডোমেইন না পেলে ডট নেট বা ডট ওআরজি চেস্টা করুন।

নিজের পছন্দ অনুযায়ী ডোমেইন নাম নির্বাচন করার পর আপনাকে আপনার ডোমেইনটি ইন্টারনেট এ রেজিস্ট্রেশন করতে হবে। এখানেও আছে নানা সমস্যা। ডোমেইন রেজিস্ট্রেশন এর জন্য দেশি বিদেশি বহু প্রতিষ্ঠান রয়েছে। এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একটি কোম্পানি নির্বাচন করতে হবে। নয়তো পরবর্তীতে নানা সমস্যা দেখা দিবে।

 ডোমেইন রেজিস্ট্রেশন এর সময় যেসব জিনিস লক্ষ্য রাখবেনঃ

  • ডলার এর সমস্যা না থাকলে চেষ্টা করুন বিদেশি সুনামধারি কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করার। ডলার কেনার সময়, ডলার বাটপার থেকে সাবধান থাকবেন।
  • বিদেশি কোনো কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করার সময় অন্য কারো ভিসা/মাস্টার কার্ড ব্যাবহার করবেন না। নয়তো কার্ড এর কাগজ পত্র নিয়ে পরে সমস্যা হবে। কার্ড ব্যাবহার না করে পেপাল ব্যাবহার করুন।
  • বাংলাদেশিদের জন্য বাংলাদশি কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করা সুবিধা জনক। কারন এতে টাকা-পয়সা নিয়ে তেমন ঝামেলা হয় না।
  • বাংলাদশি যেসব কোম্পানি বিনামুল্যে বা সস্তায় ডোমেইন রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়, তাদের কাছ থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করবেন না। তারা ডোমেইন রেজিস্ট্রেশন এর পূর্ণ কন্ট্রোল প্যানেল দেয় না। এছাড়া তারা বছর শেষে আপনাকে জিম্মি করে আপনার শখের ডোমেইন রিনিউ বাবদ মোটা টাকা হাসিল করবে।
  • ডোমেইন রেজিস্ট্রেশন করার আগে জেনে নিন, তারা আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশন এর পূর্ণ কন্ট্রোল প্যানেল দিবে কিনা। যদি সামান্য বেতিক্রম দেখেন, তবে ঝামেলা না করে ঐ কোম্পানি থেকে সরে আসুন।
  • প্রিমিয়াম ডোমেইন এর ঝামেলা বা অফারে নিজেকে জড়াবেন না। এতে আপনি এবং আপনার ডোমেইন নিরাপদ থাকবেন।
  • ডোমেইন রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম, ই-মেইল, মোবাইল, ঠিকানা ব্যাবহার করবেন। নিজেই ডোমেইন রেজিস্ট্রেশন করার চেস্টা করুন। আপনার ডোমেইন রেজিস্ট্রেশন করার পাসওয়ার্ড যেন কেউ না জানে।
  • যেসব কোম্পানি ডোমেইন রেজিস্ট্রেশন করার সাথে সাথে ফ্রি প্রাইভেসি গার্ড, হুইস গার্ড সুবিধা দেয়, তাদের কাছ থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করুন।

আশা করি আপনারা ডোমেইন রেজিস্ট্রেশন করার সময় আর বড় কোনো সমস্যায় পড়বেন না। আমার এই টিউনটা যদি ভালো লাগে তবে নিচে মতামত জানবেন। ডোমেইন রেজিস্ট্রেশন সম্পর্কে যে কোনো তথ্য যদি আপনার জানতে ইচ্ছে হয়, তবে কমেন্ট করুন। আমি আমার সাধ্য মত উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটু সময় পেলে আপনারা আমার "ওয়েবসাইট" থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।

Level 0

আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসংখ ধন্যবাদ।

Level 0

টিউনারকে ধন্যবাদ।
“ডোমেইন রেজিস্ট্রেশন করার আগে জেনে নিন, তারা আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশন এর পূর্ণ কন্ট্রোল প্যানেল দিবে কিনা। ” — দয়া করে “পূর্ণ কন্ট্রোল” ব্যাখ্যা করবেন কি? পূর্ণ কন্ট্রোল পাওয়া যাচ্ছে কিনা তা বোঝার জন্য কোন কোন ফিচার লক্ষ্য করতে হবে? কাউকে কাউকে ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল হিসেবে cPanel ব্যবহার করার কথা বিজ্ঞাপনে বলতে দেখেছি, এর ফিচারগুলোই বা কি?

    @limaj: cPanel ও ডোমেইন কন্ট্রোল প্যানেল এর ভেতর তফাৎ আছে। “ডোমেইন কন্ট্রোল প্যানেল” এ আপনি আপনার ডোমেইন কে আপনার একাউন্ট এর সাথে যুক্ত করতে পারবেন। ডিএনএস, নেইম সার্ভার ও সাব ডোমেইন তৈরি করতে পারবেন। আপনি আপনার কেনা ডোমেইন কে নিজের মত করে ব্যাবহার করতে হলে তা শুধু মাত্র “ডোমেইন কন্ট্রোল প্যানেল” থেকে আপনি করতে পারবেন। “ডোমেইন কন্ট্রোল প্যানেল” থেকে আপনি আপনার ডোমেইন কে কনফিগার করতে পারবেন। বিভিন্ন ফিচার কে এক্টিভেট ও ডি-এক্টিভেট করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনার ডোমেইন আপনার অনুমতি ছাড়া অন্য কেউ রিনিউ করতে পারবে না। বিক্রি ও করতে পারবে না। একেই বলে “ডোমেইন কন্ট্রোল প্যানেল”। আর “ডোমেইন কন্ট্রোল প্যানেল” এর পাসওয়ার্ড কাউকে দিবেন না। এতে আপনি নিরাপদে থাকবেন।

      Level 0

      @ভাস্কর বনিক: বাংলাদেশে কারা কারা পূর্ণ “ডোমেইন কন্ট্রোল প্যানেল” দেয়? আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে কিংবা ভাল জানাশোনা থেকে যদি এ সম্পরকে একটু বিস্তারিত বলতেন তো আমার মত নবীনরা উপকৃত হই। আপনার জবাবের অপেক্ষায় রইলাম…

        @mrbhuyan: অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে পূর্ণ “ডোমেইন কন্ট্রোল প্যানেল” দেয়। আপনি এই লিঙ্ক টি একবার দেখতে পারেন। এটা আমার নিজের হোস্টিং কোম্পানি। আমরা “ডোমেইন কন্ট্রোল প্যানেল” দিই। দুঃখিত, অন্য কোম্পানি গুলোর বিজ্ঞাপন করলাম না।
        http://clients.greenseotools.com/cart.php?a=add&domain=register

        গ্রীন হোস্টিংঃ ০১৮৪০৩৩৭৯৬৯
        ওয়েবসাইট: http://www.greenseotools.com/greenhosting

Level 0

কিছু শিখলাম ধন্যবাদ

আমি নেইমচিপ থেকে একটা ডোমেইন কিনে ছিলাম আমার নিজের একাউন্ট ব্যবহার করে,এখন ডোমেইন রিনিউ করা দরকার কিন্তু আমার পেপালে কোন ডলার নেই ৷ এক্ষেত্রে কি বাংলাদেশি কোন ডোমেইন রিসেলারের কাছ থেকে রিনিউ করার কোন উপায় আছে?

    @এন.এম_রূপকথা®: অনেকেই এই ধরনের সমস্যায় পরেন। আপনি “গ্রীন হোস্টিং” থেকে আপনার ডোমেইন টি রিনিউ করতে পারেন। এটা বাংলাদেশি ওয়েবসাইট। রিনিউ করার টাকা আপনি বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন। প্রথমে আপনাকে নেইম চিপ ওয়েবসাইট এ ঢুকে আপনার ডোমেইন টা আন-লক করতে হবে। এরপর আপনাকে সেখান থেকে “ইপিপি” কোড সংগ্রহ করতে হবে। এই কোড টি আপনার ডোমেইন রিনিউ করার সময় লাগবে। এখন আপনার ডোমেইন ট্রান্সফার এর জন্য প্রস্তুত। এবার আপনি “গ্রীন হোস্টিং” ওয়েবসাইট এ ঢুকে আপনার ডোমেইন ট্রান্সফার করুন। ১ বছরের জন্য রিনিউ হয়ে যাবে।
    গ্রীন হোস্টিংঃ http://www.greenseotools.com/greenhosting
    ডোমেইন রিনিউ লিঙ্কঃ http://clients.greenseotools.com/cart.php?a=add&domain=register
    ০১৮৪০৩৩৭৯৬৯

    @এন.এম_রূপকথা®: আপনি গ্রীনহোস্টিং থেকে এটা রিনিউ নয়, ট্রান্সফার করতে পারবেন। এটাকে রিনিউ বলে না, বলে ট্রান্সফার।

      @অতৃপ্ত কোডার: @এন.এম_রূপকথা® আপনি যদি নেইম চিপ থেকে রিনিউ করতে চান তাহলে আপনার ডোমেইন ট্রান্সফার করতে হবে না। ডলার কিনে রিনিউ করতে পারবেন। কিন্তু আপনি যদি বাংলাদেশি কন রিসেলার থেকে ডোমেওন রিনিউ করতে চান, তবে আপনি তাদের ওয়েবসাইট এ আপনার ডোমেইন ট্রান্সফার করলেই আপনার ডোমেইন ১ বছর এর জন্য রিনিউ হয়ে যাবে।

        @ভাস্কর বনিক: আমাকে মেনশান করার দরকার ছিল না, এ বিষয়ে আমি অবগত।

শিক্ষামূলক টিউন, ধন্যবাদ