এটা কি হলো? হ্যাকিং এর দুনিয়া!!!!

আজ আমি যে বিষয়টি লিখছি এটি দুঃখের বিষয় কিন্তু সতর্ক হওয়ারও বিষয়। সবাই সতর্ক হন। হ্যাকিং থেকে নিজেকে রক্ষা করতে। নিজের ব্লগ বা সাইটের সিকিউরিটি আরো উন্নত করুন। নিচের ছবি দুটি দেখুন॥

ekushey.org

ekushey.org

freecchost

freecchost.com

যারা wordpress ব্যবহার করেন তাদের কে জানাই আপনারা নিচের দুটি প্লাগইন ব্যবহার করতে পারেন।

Login LockDown

এবং

WassUp

আর একটি টিপস

অনেকসময় হ্যাকাররা ওর্য়াডপ্রেসের ভার্সন জেনে নিয়ে সেই অনুযায়ী ওই ভার্সনের খুঁত ধরে আপনার ওয়েবসাইট হ্যাক করতে পারে। তাই Apperance > Editor এ গিয়ে Header.php ফাইলটি সিলেক্ট করে

content="WordPress ” />

লাইনটি ডিলিট করে দিন।

এবং পাসওয়ার্ড জটিল করে রাখুন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিয়মিত http://zcwbd.com এই ঠিকানায় ব্লগ লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সতর্কবাণী প্রদান করায় ধন্যবাদ জাহিদ ভাই।

Level 0

ধন্যবাদ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

Level 0

ঢন্যভাড…………………………………..।

ধ………..ন্য……….বা…………….দ

এই কথা বলেইনা ভাই গরীবের ওয়েব সাইট(http://bloggerbd.com/) খানাও হ্যাকার ব্যাটার হ্যাক করেছিল…..এই খানে দেখতে পাবেন, আপনার ওয়েব সাইটের তো একাউন্ট সাসপেন্ড দেখাচ্ছে ভাইয়া।
http://www.prothom-aloblog.com/posts/47/98498

    আমার সাইট না কি সার্ভারে বেশি লোড ফেলেছে তাই আমার হোস্টিং একাউন্ট সাসপেন্ড করেছে। অতি শিঘ্রই ঠিক করা হবে ইনশাল্লাহ।

    যেখান থেকে হোষ্টিং নিয়েছেন সেখানে এরকম সমস্যা মাঝে মাঝেই হবে ইনশাল্লাহ। আমি একবার ওদের কাছ থেকে রিসেলার নিয়েছিলাম। ১ বছরের পে করে ১ মাস ব্যবহার করে ছেড়ে দিয়েছি।
    যাই হোক আপনাকে ১ জি.বি. একটা হোষ্টিং দিতে পারি। লাগলে যোগাযোগ করেন। অন্তত সাসস্পেন্ড বা বিশাল ডাউনটাইমে যাবে না।

    তন্ময় ভাই,
    আপনি 1gb হোস্টিং এর ডিটেইলস জানিয়ে আমাকে একটি মেইল করেন। আমি আপনাকে মেইলে জানাবো সব কিছু। আমার মেইল
    zcwkln2 {at} gmail {dot} com

ধন্যবাদ……………গরুত্বপূন তথ্যটি শেয়ার করার জন্য……

যারা ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েবসাইট হ্যাক করেন, তাদের বেশীর ভাগই SQL Injection ব্যাবহার করেন। ফলে Login LockDown দিয়ে নিশ্চিন্ত হওয়ার উপায় নাই। কিছুদিন আগে আমার sahityo.com এ রকম অবস্থায় পড়েছিল। অবশ্য রিকভার করতে বড়জোড় মিনিট পাঁচেক লেগেছিল।

ধন্যবাদ জাহিদ ভাই।

Level 0

ধন্নবাদ

Level 0

ধন্যবাদ আপনাকে এমন একটা বিষয় শেয়ার করার জন্য।