পাসপোর্ট করা নিয়ে আমাদের অনেকেরই অনেক সমস্যা এবং বিভিন্ন ঝামেলায় পড়তে হয়.......
যারা যারা নতুন পাসপোর্ট আবেদন করেছেন তারা এখন থেকে অনলাইনেই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না।
প্রথমে আপনাকে নিচের ঠিকানায় যেতে হবে:
http://www.immi.gov.bd/passport_verify.php
তার পর নিচের মত একটি পেইজ আসবে।
Passport Office Slip No: এর যায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি
এবং Date of Birth: এর যায়গায় আপনার জন্ম তারিখটি দিন।
তার পর Submit এ ক্লিক করুন। আপনার তথ্যটি পেয়ে যাবেন সাথে সাথেই।
আমি সাইফুল কালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চেষ্টা করি কিছু শিখতে.....ভাল লাগে কিছু শেখাতে.......তাইতো সামান্য প্রচেষ্টা........ আমাদের ফেসবুক https://www.facebook.com/shopnomelaa/ যদি সময় হয় একবার ঘুরে আসবেন..........
ভাই আমি জানেত চাই কোন দালাল বা ঘুষ ছারায় পাসপোট করতে চাই। নিজে ফোরাম পুরন করে জমা দিলে জমা নেয় না ভুল না থাকায় সত্যও। আসলে আমাদের মত আম জনতা তো বড় ম্যাড় নাই তাই ঐ দালাল হচ্ছে ১০০০টাকার ম্যাড়।