ফেইসবুকের সবগুলো বন্ধু কে একসাথে ইনভাইট করুন নিজের ফেইসবুক পেইজে, বার বার ইনভাইটে ক্লিক না করে

অনেক দিন পরে আবার টিউন করছি, টেকটিউনসে আছি অনেক দিন থেকে, প্রায় বছর তিনেক তো হবেই। কিন্তু রেগুলার টিউন ও করা হয়না, আবার কিছুদিন যাবত টিউন পড়াও হয়না।

যাই হোক বেশি ক্যাচাল করলে আবার পাবলিক মাইর দিব, আসল কথায় আসি, বসে বসে জাভা কোডিং করছিলাম, কিভাবে জাভা দিয়ে মাইক্রো কন্ট্রোলার কে কনট্রোল করা যায়, সি এস ই এর মানুষ সফটওয়্যার ছেড়ে হার্ডওয়্যারের ভুত মাথায় চাপলে যা হয় আরকি 😛 হটাত এক ছোট ভাই ফেইসবুকে নক করল, পেইজে ইনভাইট করা লাগবে,

এখন মেজাজ হইলো খারাপ, ছোট ভাই বলছে না করা ও যায় না, মাগার একটা একটা করে ১০টা ইনভাইট দিতে গেলেই দশটা টিপা দিতে হইব মাউসে, লগে আবার মাউস স্ক্রোল করা লাগবে ওইটা বোনাস 😛 চরম বিরক্তিকর  👿

কি করবো ভাবছিলাম, হটাত মাথায় আসল , আমার ভাই একটা পাওয়ার আছে - Jquery, Web Developing এ যেখানেই মনে হয় ফাইসা গেছি, ওইখানে আমার অস্ত্র রেডী, এক লাইনে ১০০ লাইনের কাজ হয়ে যায়। আমার অনেক ফেভারিট একটা জিনিস Jquery। তো ভাবলাম দেখি ফেইসবুকে Jquery আছে কি না, যদি থাকে তাইলে দুই একটা কোড Browser Console  লিখে ,ট্রাই করলে একটা না একটা ব্যবস্থা হবে। ওমা...!! এ কি ফেবু মামা তো Jquery লাইব্রেরী ইউজ করে নাই, Console তো jQuery("selector").click(); চিনে না।

শেষ সব আশা ভরসা ফিনিশ 😥

আবার মাথায় আইলো Jquery নাই তো কি হইলো Jquery এর আব্বাজান Javascript তো আছেই। যেই কাজ Jquery দিয়া হয় ওইটা Javascript দিয়াও হইব, পার্থক্য হইলো একটু বেশি লাইনের কোড লিখতে হবে। কি আর করার কোড লিখলাম এন্ড কেল্লাফতে  😆 :mrgreen:

এবার আসি কিভাবে কাজ করবেন, বেশি বকবক করে ফেলছি মাইর ও খাইতে পারি  😛

Step 1: যে পেইজে ইনভাইট দিতে চান অই পেইজে যান।

Step 2: এবার নিচের চিত্রের মতো "Invite Your Friends to Like This Page" এর পাশে "See All " এ ক্লিক করুন।

Step 3 : এবার নিচের মতো একটি Popup বক্স ওপেন হবে।

Step 4:  এবার বক্স টিকে Scroll করে একে বারে নিচে নিয়ে আসুন, যাতে আপনার সবগুলো ফ্রেন্ডের নাম লোড হয়।

Step 5 এবং Step 6 দুই ধরনের browser এর জন্য দুইটা ScreenShot দেওয়া হইছে।

Google Chrome :

Step 5 :

Step 6:

Firefox :

Step 5 :

Step 6:

উপরের দুইটা স্টেপ দিয়ে আমরা Browser এর console বার ওপেন করি।

এবং এখানেই আমরা কোড লিখব।

আমি Google Chrome এর জন্য Code লিখে দেখাবো,

Firefox এ একই ভাবে Code কাজ করবে,

শুধু দুইটার ডিজাইন ভিন্ন।

Step 7 :এবার নিচের কোডটি Copy করে চিত্রের মতো কাজ করতে হবে।

Code 1 :->

var tj1= document.getElementsByClassName("_1sy");for(i=0;i<tj1.length;i++){tj1[i].parentNode.parentNode.parentNode.parentNode.style.display="none";}

এইটা দিয়ে আমাদের যেই ফেবু Friend গুলো Already Invited/Liked তাদের নাম বাদ দিব।

যার ফলে আমরা সহজে বুঝতে পারবো কাদের কে ইনভাইট করার বাকি আছে।

Step 8 (Last Step ): এবার নিচের কোড টি কপি করুন,

Code ২ :->

var tj2= document.getElementsByClassName("_1sm");for(i=0;i<tj2.length;i++){tj2[i].click();}

এবং আবার আগের মতো মতো মতো Console এ গিয়ে Paste করুন এবং এন্টার চাপুন।

কিছুক্ষণ অপেক্ষা করুন, কারো যদি ফ্রেন্ড সংখ্যা বেশী থাকে মানে ৭০০+ ফ্রেন্ড থাকে তাদের একটু বেশি সময় অপেক্ষা করতে হতে পারে, কিছুক্ষণ পর দেখবেন আপনার সব বন্ধুর কাছে ইনভাইট চলে গেছে।

*সতর্কীকরণ : ফ্রেন্ডলিস্টের সবাইরে বার বার পেইজ ইনভাইট পাটাইলে বিরক্ত হইয়া কিছু বন্ধু যদি আপনাগো মাইর দে, অথবা ব্লক মাইরা দে, তাইলে আমি দায়ী না 😛 lolz 😛

আমার টিউনটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন নাহ,

আর যদি পারেন তাইলে আমার একটা ক্ষুদ্র Web & Software Development Firm আছে, ওইটার অফিশিয়াল পেইজে একটা লাইক দিয়ে আসবেন 🙂
পেইজের লিঙ্ক :- Frndzit.com

সবাইরে কষ্ট করে পড়ার জন্য ধইন্যাপাতা 😀

Level 0

আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই
এক সংগে অনেক ফেইসবুক পেজ এ পোষ্ট করার নিয়ম কি??
জানা থাকলে দয়া করে জানাবেন ।

    @zaman: আপি ইচ্ছা করলে সিডুল পোস্ট করতে পারেন কিন্তু এক সাথে অনেক পোস্ট করতে পারবেন না আপনি ইচ্ছা করলে এক সাথে অনেক পোস্ট পেডিং করে এক এক করে নিজ সময় মতো পোস্ট করতে পারেন আর এই নিয়ম পোস্ট এর নিচে ঘড়ির আকৃতি আই কোন এ ক্লিক করলেই বুঝতে পারবেন

Level 0

খুব ভালো লো পোস্ট

দরকারি একটা পোষ্ট।

Level 0

আমার পেজে কি ভাবে ইনভিতে অপশন আসবে bolte parbe

Level 2

Thanks