উইন্ডোজ ৮ এর TakeOwnership সমস্যার জটিল সমাধান। এখন উইন্ডোজ ৮ থাকবে আপনার হাতে। এটা উইন্ডোজ ৮ ব্যবহারকারি সবার সমস্যা।

উইন্ডোজ ৮ যারা ব্যবহার করেন তাদের কাছে TakeOwnership খুব পরিচিত একটি সমস্যা। এটির ফলে আমাদের নানা রকম সমস্যায় পরতে হয়। যেমন আপনি যদি HOST ফাইলটি এডিট করতে যান পারবেন না। কারন এটি আপনার হাতে নেই। কিন্তু উইন্ডোজ ৭ বা এক্সপি তে আছে। নিরাপত্তা বাড়ানোর জন্য আরও অনেক ফাইল উইন্ডোজ ৮ তাদের সিস্টেম কন্ট্রোল এ রেখেছে। আপনার হাতে দেই নাই। আপনি হয়তো অনেক ফাইল Properites /Security থেকে এডিট করে ইউজার এর কন্ট্রোলে করে নিয়েছেন কিন্তু এমন অনেক ফাইল আছে যেটা এবাবে করা যায় না বা করলেও হয় না। আমি কিছু দিন আগে ফেসবুক এ দেখলাম একজন উইন্ডোজ ৮ এর WindowsApps এ যেতে পেরে লম্বা স্ক্রীনসট দিয়ে টিউন করছে “আমি অনেক কষ্টের পর আজ WindowsApps এ ডুকতে পারলাম” এইটা দেখে আমার আজকে এই টিউনটি করতে হল। দুই ক্লিক এর কাজ আর উনি নাজানি কত কষ্টই না করেছেন। যাইহোক আসল কাজে আসি।প্রথমে নিছে থেকে ফাইল টি ডাউনলোড করে নিন এবং ভিডিও টিওটোরিয়াল টা দেখে নিন। কাজ শেষ আপনি মাত্র দুই ক্লিক এ পুরা C ড্রাইভ আপনার হাতে নিয়ে নিতে পারবেন। যেকোন ফোল্ডার এ আপনি যেতে পারবেন।

Download =  Box
Video = Tutorial
Password = Motaleb248

TakeOwnership

ফাইল গুলোতে কোন ভাইরাস নেই এটি একটি reg ফাইল। এটি আপনার পিসিতে কোন ক্ষতি করবে না। আর আপনার যখন দরকার সেটআপ দিন আর না দরকার হলে রিমুভ করে দিন মাত্র দুই ক্লিক এ।

আপনাদের যদি ভিডিও দেখতে কোন সমস্যা হয় তাহলে নিচের সেটিং দেখে আপনার ইন্টারনেট স্পীড এর উপর নির্ভর করে পিক্সেল ঠিক করে নিন।

ফেসবুকে আমি - Abdul Motaleb

Level 0

আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস