বন্ধুরা বেশ কিছু দিন পর আবার এলাম খুব ছোট একটা ট্রিকস নিযে।বিষযটি খুব সহজ যারা ওযেব ডিজাইনের কাজ করেন তাদেরকে বিভিন্ন সময বিভিন্ন সাইটের সোর্স কোড দেখতে হয ।তো মনে করুন আপনার হতের কাছে এখন কম্পিউটার বা ল্যাপটপ কোনটাই নেই।তাহলে আপনি এখন কি করবেন। এন্ড্রযেডের কোন ব্রাউসারে কি এর ব্যবস্হা আছে ? আমি তো জানি না ।।।।।।। আপনি জানেন কি ।।।।।। জানলে কমেন্টে জানান ।।।।।। যদি না জানেন ,তাহলে ছোট একটা জিনিষ জেনে নিন ।
যে পেজের সোর্স কোড দেখতে চান সেই পেজটা UC BROWSER দিযে খুলুন ।ওই পেজের যে কোন হাইপার লিঙ্ক টাচ করে থাকুন অনেক গুলো অপসান দেখাবে ।এখান থেকে SAVE LINK বলে একটি অপসান পাবেন।সেটিতে ক্লিক করুন ।লিঙ্কটি সেভ হবে।ডাউনলোড ফোল্ডারে গেলে দেখবেন একটি .htm ফাইল ডাউনলোড হযেছে ।এবার সেটিকে কোন টেক্স এডিটার দিযে খুলুন পুরো html সোর্স কোড দেখতে পাবেন ।বিষযটি খুব সহজ তবুও সবার সাথে শেযার করলাম ।।।।। ধন্যবাদ ।।।।
আমি Debashis Sinha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।