গত ৮ মে ২০১৪ তারিখে টেকটিউনসে টেকি ভাইদের নিকট সহযোগিতা চেয়ে একটি টিউন করেছিলাম। ছোট সহযোগিতার আকুতিটা ছিল এরকমঃ
“পাসপোর্টের পৃষ্ঠা লেগে গেছে, খুলতে পারছিনা, টেকি ভাইদের কাছে কার্যকর, নিরাপদ পরামর্শ ও সহযোগিতা চাচ্ছি।
পাসপোর্টের পৃষ্ঠা লেগে গেছে, খুলতে পারছিনা, আমার জরুরী দরকার। নতুন মেশিন রিডেবল পাসপোর্ট নেব, তাই আমার পুরানো হাতেলেখা পাসপোর্ট সারেন্ডার করতে হবে। কিন্তু পাসপোর্টে যে পেজে ছবি আছে ঐ পেজটা তার সামনের পেজের সাথে খুব শক্ত করে লেগে গেছে। কোন ভাবেই খুলতে পারছিনা। জোরাজুরি করলে ছিড়ে যাওয়ার উপক্রম হচ্ছে।
পদার্থবিদ্যার অনেক ধরনের কৌশল প্রয়োগ করলাম, কাজ হচ্ছেনা। মনে হচ্ছে এখানে রসায়ন ও পদার্থ বিদ্যার হাইব্রীড শক্তি ও কৌশল প্রয়োজন।
আমার টেকি ভাইদের কাছে দ্রুত পরামর্শ ও সহযোগিতা চাচ্ছি। কার্যকর এবং নিরাপদ সমাধান প্রয়োজন।”
টেকি ভাইদের কাছে বিশেষ সাড়া না পেলেও, কাজল নামে এক ভাই মন্তব্য অংশে তার অভিজ্ঞতা বর্ননা করল ঠিক এই ভাবে, “আমার ছোট ভাইয়ের পাসপোট এর ছবির পাতা এরকম আটকে গিয়েছিল। আগাঁরগাঁও পাসপোট অফিসের পাশ্বে এক লন্ড্রি দোকানে ঐ ব্যাটা ইস্ত্রি গরম করে ঐ পাতার উপর রেখে, তারপর বড় সুই দিয়ে ঐ পাতা দুটি সুন্দর করে আলাদা করল ফিস 50 টাকা।”
কাজল ভাই এর অভিজ্ঞতা থেকে মনে হলো একটা কার্যকর আইডিয়া পেয়ে গেলাম, পাসপোর্ট অফিসে যাওয়া এবং ৫০ টাকা খরচ করার মত বোকামি আমি করবনা। নিজেই ইলেক্ট্রিক আয়রন নিয়ে লেগে পড়লাম ১০০% আন্তবিশ্বাস নিয়ে।
কিন্তু কি নিয়তি, গরম আয়রন দিয়ে ডলা দিতেই মনে হয় এই বুঝি খুলে গেল, ৪-৫ সেকেন্ড পরেই আরো শক্ত করে লেগে যায়, এরকম বার বার করতে করতে পাসপোর্টের পাতা দুটি খুবই শক্ত পোক্ত করে লেগে গেল। ঘেমে টেমে একাকার।
সমস্যা গুরুতর হয়ে গেল, এখন আর পেশাদার লোক দিয়েও কোন কাজ হবে বলে মনে হয় না, সন্ধায় মিরপুর-১ এ আসলাম, দেখি রাস্তার লোহার ডিভাইডারের সাথে বিজ্ঞাপন লাগানো, “পাসপোর্টের জয়েন্ট পেজ খোলা হয় 01711017407”
নাম্বারটা তারাতারি টুকে নিয়ে ফোন দিলাম, ওপার থেকে আমাকে বলল “পাসপোর্টের জয়েন্ট পেজ খোলার ফি এবং আমাদের ঠিকানা আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি”
কিছুক্ষন পর মেসেজ আসলোঃ joint passport opening address. World information centre. (motijheel area) 2.R.K. Mission road. Motalab mansion 5th floor. Room#600 {middle point of ittafaq and inqilub building~holding agrani bank} Duration# one hour. Service Charge#tk.900 pls. cont. 01711017407 or 01919017407 before coming. Shamim
মেসেজে ৯০০ টাকা সার্ভিস চার্জ দেখে আমি হতভম্ব! বাদ দিলাম এই সার্ভিস নেয়া।
মিরপুর-১ এ বিভিন্ন ফটোকপির দোকান বই বাইন্ডিং এর দোকান ঘুরে হতাশ হলাম। সবাই বলল, এখানে এ ধরনের কাজ কেউ করেনা, আপনি নীলক্ষেত যান, ওরা খুলে দিবে ৩০ টাকার বিনিময়ে। সেখানে নাকি এ বিষয়ে এক্সপার্ট লোক আছে।
তার পরদিন নীলক্ষেত গেলাম, সেখানে কম্পিউটার কোম্পজের সব দোকানেই এই কাজ করে, কেউ দুইশত টাকা, কেউ দেরশত টাকা চায়, অবশেষে এক দোকানে একশ টাকায় চুক্তি করলাম পাসপোর্টের জয়েন্ট পেজ খোলার জন্য।
ব্যাস অতি নিপুণ হাতে ইলেক্ট্রিক আয়রন দিয়ে আস্তে আস্তে খুলে দিল। কত সহজ। কিন্তু আমি পারি নাই। সত্যিকার অর্থে আমার কৌশলের অভাব ছিল। তবে এখন সব ধরনের জয়েন্ট পাসপোর্ট খুলতে পারবো।
এরপর আমি আমার বন্ধু-স্বজনদের আরো তিনটি পাসপোর্ট খুলেছি।
আপনাদের কারো পাসপোর্টে এই সমস্যা থাকলে, আমার কাছে নিয়ে আসতে পারেন, বিনামূল্যে খুলে দেব।
জয়েন্ট পাসপোর্ট খোলার পদ্ধতিঃ ইলেক্ট্রিক আয়রনে বৈদ্যুতিক সংযোগের জন্য প্লাগ ইন করুন, এবার আয়রন গরম হয়ে গেলে পাসপোর্টের জয়েন্ট পেজের এক কোনা আয়রনের সাথে চেপে ধরুন, গরমে আঠা আলগা হয়ে যাবে, সাথে সাথে সুইএর গোড়া দিয়ে পেজ দুটির কোনা আলাদা করে দিবেন। এবার আলাদা হওয়া কোনা কোনভাবেই আর এক হতে দিবেননা। এবার আস্তে আস্তে খুলে যাওয়া কোনার শেষ প্রান্ত থেকে আয়রনের শংস্পর্শে আনতে হবে, গরমে আঠা মরম হবে, আর দুই কোনা ধরে টেনে খুলবেন। এভাবে পুরোপুরি খোলা হয়ে গেলে দুই পেজের মাঝখানে বেশি করে গায়ে মাখা পাউডার দিন যাতে আবার পূনরায় লেগে না যায়।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।
আমার পেজটি ঘুরে দেখার আমন্ত্রন রইলো
স্কাইপিতে আমাকে পাবেনঃ rasalmahfuj
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৩ বছর পূর্বে এই বিপদে পরেছিলাম। যাই হোক জানা রইল। ধন্যবাদ।