আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আশা করি ভাল আছেন। 😆
চমৎকার একটি টিপস আপনাদের কাছে শেয়ার করছি । 16 GB পর্যন্ত Pendrive পাসওয়ার্ড Protect করতে পারবেন । আমরা সাধারণত পেন ড্রাইভের মধ্যে ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য সংরক্ষণ করি । তাই মনে হয় পেনড্রাইভ এ একটা পাসওয়ার্ড দিয়ে দেই যাতে অন্য কেউ তা খুলতে না পারে । এই কাজটি আপনি অতি সহজে করতে পারবেন Portable USB Safeguard সফটওয়্যার দিয়ে । মাত্র 120 KB এর একটি সফটওয়্যার । আপনি USB Safeguard সফটওয়্যার দিয়ে 16 GB পর্যন্ত Pendrive এ পাসওয়ার্ড দিতে পারবেন ।
প্রথমে এই লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন -
“Do You want to store your password in a file? “ আপনি যদি পাসওয়ার্ড টি টেক্সট ফাইল আকারে কম্পিউটার এ সেভ করতে চান তাহলে YES দিন আর
না করতে চাইলে NO দিন ।
Protect হয়ে গেল । বিঃদ্রঃ পাসওয়ার্ড টি মনে রাখুন ।
যেভাবে আবার আগের মত Unprotected করবেনঃ এবার পেনড্রাইভ এর ফাইল টি দেখতে হলে আপনি পেনড্রাইভ ওপেন করে USB Safeguard_ 2 তে Double
Click করুন ।
তারপর বক্সে আপনার পাসওয়ার্ড চাবে । আপনার পাসওয়ার্ড দিয়ে OK দিন । তারপর একটি Dialogue Box ওপেন হবে । এখানে Decrypt All এ ক্লিক করুন । অথবা যে কোন একটি ফাইল Decrypt করতে ফাইল সিলেক্ট করে Decrypt এ ক্লিক করুন । ব্যাস আপনার পেনড্রাইভ টি আবার
আগের মত Unprotected হয়ে গেল ।
কোন সমস্যা হলে কমেন্ট করুণ।
আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাইল টি Unzip করবো কি ভাবে?