ডায়েরী আমরা একান্ত ব্যক্তিগত কাজে ব্যবহার করি। মনের কথা, ঘটনার উল্লেখ থাকে এই ডায়েরীতে। যদিও ডায়েরী নিজের ব্যক্তিগত বিষয়। তারপরও মাঝে মাঝে এর প্রাইভেসি আপনাকে ভাবিয়ে তোলে। এবার এর সমাধান নিয়ে আসলো ডিজিটাল ডায়েরী।
এবার আপনার মনের কথা, ঘটনা লিখে রাখবেন অনলাইনে। ব্যক্তিগত পাসওয়ার্ড, ঘটনা ইত্যাদি সাজিয়ে রাখতে পারেন এখানে নিজের মতো করে আজীবনের জন্য।
উপরের ছবির মতো পেজ আসবে।
উপরের ছবির মতো হোমপেজ আসবে।
কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
এখানে ছোট্ট একটা উৎসাহ মুলক লেখা পড়ে আসতে পারেন।এবং এখানে
ধন্যবাদ সবাইকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
thanks to share.