আইটি কর্নার [পর্ব-০৩] আপনার ফেসবুক আইডি এবার আপনি নিজেই ভেরিফাই করুন

আসসালামু আলাইকুম।

কেমন আছেন? আশা করি ভাল আছেন। 😆 আপনার পছন্দের আইডি ফটো ভ্যারিফিকেশন হয়েছে নো প্রবলেম মন দিয়ে পড়ুন।

আপনাকে যা করতে হবেঃ

  •  খাতা কলম নিয়ে যেসকল ছবি দেখাবে তারবর্ননা হেড লাইনে দিয়ে ছবি বরাবরযে নামদেখাবে তা লিখে ফেলুন।
  •  এরকম ভাবে আপনি কমপক্ষে 30-40 টা ছবি সংগ্রহ করে ছবির বরাবর যে নাম দেখাবে সেগুলো লিখে ফেলুন।
    ছবি সংগ্রহকালে আপনি দেখবেন যে, আপনাকে ফেসবুক সেই ছবি গুলোইবারে বারে দেখাচ্ছে যে গুলো আপনি খাতায় সংগ্রহ করেছেন।
  • এরপর যে ছবিটা আপনার খাতায় লেখা হেডলাইনের সাথে মিলে যাবে তত্খনাতআপনি খাতার সাথে মিলিয়ে দেখলে দেখবেনযে মাত্র একটা নাম ব্যতিত বাকি নাম গুলারসাথে খাতায় লেখা নামের সাথে মিল নেই। তখন আপনি বুঝবেন যে একটিমাত্র নাম মিল আছে এবং এ নামটিই হচ্ছে আপনার প্রদত্ত ছবি গুলোর সঠিক উত্তর।
  • এভাবে 40 টা ফটোর মধ্যে কমপক্ষে 20টা ফটোর কারকশান করে নিন।
  •  যখন আপনি বারে বারে লগিন করবেন তখনদেখবেন আপনার দেখা ছবি গুলো পুনঃরায় দেখাচ্ছে এতে সঠিক উত্তরটি সাবমিটকরে আইডি খুলে ফেলতে পারবেন।
  •  যে 5 টা ছবি দেখাবে তার মধ্যে 4 টি উত্তরসঠিক হলেও আপনার আইডি খুলে যাবে। মনে রাখবেন এর জন্য আপনি 15 থেকে 20 দিনসময় পাবেন।

আশা করি ভাল লেগেছে।

ভাল লাগলে কমেন্ট এবং লাইক দিতে ভুলবেননা।

Level 3

আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক জটিল।