এবার হ্যাক হল অরেঞ্জ ! সেদিন দেখিয়েছিলাম কিভাবে লেবু হ্যাক করেতে হয় তারপর দেখিয়েছিলাম কিভাবে আলু হ্যাক করবেন। আজ তাহলে দেখে জান কিভাবে অরেঞ্জ হ্যাক করবেন। আমি সে দিন কিন্তু হ্যাকিং এর সংজ্ঞা দি্যেছিলাম। আজ আবার দেই ।
হ্যাকিং কি ?
Answer:Hacking is the practice of modifying the features of a system, in order to accomplish a goal outside of the creator's original purpose.
- See more at: http://whatishacking.org/
এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। আজ কাল যে ভাবে লোডসেডিং হচ্ছে তাতে এই ভাবে মোমবাতি বানালে খারাপ হবে না।
আমাদের কি কি লাগবে।
কিভাবে কাজ করবেন
প্রথমে অরেঞ্জের মাজখান থেকে শুধু চামড়াটা কাটেন ।পুরা অরেঞ্জ কাটবেন না। আবারো বলছি শুধু চামড়া ।
এখোণ মাঝখান থেকে চামড়াটা তুলার চেস্টা করেন জাতে নিচের বোটাটার লম্বা অংশটা থাকে। নিচের পিক গুলা দেখেন।
খুব সাবধানে চামড়া উঠাবেন ।
এখানে যে লম্বা বোটার অংশ দেখছেন অইটা যেন না ছিড়ে। বি কেয়ারফুল !
এখন অলিভ অইয়েল ঢালেন
এবার অই লম্বা অংশে আগুন ধরান । ৩ /৪ মিনিট আগুন ধরে রাখলে আগুন ধরবে ।
এখন আপনি এই ভাবে ৬/৭ ঘন্টা নির্ধিদায় continuously জ্বালাইতে পারেন। আশা করি হ্যাক করে ফেলেছেন । এর পর আর কি হ্যাক করব, চিন্তায় আছি !
Just wait and see. We are hacker But not a lamer. Stay with me , be a fruit Hacker 😛 .
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
দারুন ।