আজ আমি দেখাবো কিভাবে আমরা আলু হ্যাক করবো । 😆
আগে বুঝেন হ্যাকিং কি ?
Answer:Hacking is the practice of modifying the features of a system, in order to accomplish a goal outside of the creator's original purpose.
- See more at: http://whatishacking.org/
এর মানে হল কোন কিছুর বা কোন সিস্টেমের ফিচার মোডিফাই করা । এখন আমরা যদি আলুর ফিচার মডিফাই করি তাইলে কি আলু হ্যাক করা হয় না !
:roll:
ইউকে আসার পর কিছুদিন নিজে নিজে রান্না করতে হয়েছিল। অই তখন আমি প্রায়ই আলু বা ডিম রান্না করতাম। কারন এগুলা ইযি। যেহেতু আলু নিয়ে কথা তাইলে অন্য কোন কথা নাই।
আসেন মুল কথায় !
আলু সিদ্ধ দিলে অইটা পিলিং করা আরো অনেক কঠিন কাজ। এক দিকে আলু থাকে খুব গরম, অন্য দিকে আলু ছুলাইতে হপে। আমি নিজেকে খাপ খাওয়াইতে পারতাম না। তারপর মাথায় কিছু পাকনামি এলো । এখন আমি মাত্র এক সেকেন্ডে একটা আলু ছুলাইতে পারি !
এবার আসেন মূল কথায় !
আলু গরম করেন ।
এখন এই সিধ্য করা গরম আলুকে ১০ থেকে ২০ সেকেন্ডের জন্য বরফের পানিতে রাখেন।
এখন শুধু মচকা মারেন, দেখবেন আপনার আলু হ্যাকড। আপনার আলুর ফিচার পরিবর্তন করে আপনি জাস্ট একটা মোচকার সাহায্যে আলু পিল করে ফেলেছেন ।
আলু ইয হ্যাকড জাস্ট উইথ ইন ওয়ান সেকেন্ড !
আজ আলু হ্যাক করা দেখাইলাম। আরেক দিন কি হ্যাক করা যে দেখামু ! সেই চিন্তা করতেছি। দেখি কি দেখানো যায়। ওয়াইট। বি উইথ মি । বি এ হ্যাকার লোল । আমার সাথে থাকলে হ্যাকার হইবেন না, লোল হইপেন !
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
nice……..