আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আশা করি ভাল আছেন। 😆 youtube থেকে 1080P video pC তে নামাতে পারছেন না ? ???? কনো চিন্তা নাই। এখন থেকে পারবেন। আজ আমি আপনাদের শেখাব কি করে youtube থেকে 1080P video pC তে নামাতে হয়। প্রথমে আপনি এখান http://www.ytddownloader.com/download.html থেকে YTD file টা Download করেন।
তার পর এটিকে PRO vresion করার জন্য এখান http://www.2shared.com/file/QmT7Khy4/YTD_Universal_Crack.html থেকে উনিভারসেল file টা নামান। এবং ফুল্ল ভার্সনে আপগ্রেড করেন।
আপনার PCতে contrll panel এর proxy and port বসান, (আপনি যে proxy nd port ব্যাবহার করছেন) এইবার http://www.youtube.com এ যান, আপনার পছন্দ মতো ভিডিও ওপেন করেন। ভিডিও পেজ টা ওপেন হলে, এই পেজ এর লিঙ্কটা কপি করেন। এইবার YTD soft টা ওপেন করেন। দেখেন আপনার কপি করা লিং YTD তে চলে আসছে।
এইবার Download quality: best available করে দিন।
এখন Download এ click করে কিছুক্ষণ অপেক্ষা করেন। দেখবেন আপনার ফাইল Download হয়া শুরু হয়ে গেছে...... অস্থির স্পীডে এর কাছে IDM কিছুই না আপনি ইচ্ছা কোরলে এই YTD দাউনলোডার এর মাধ্যমে d.load করা ভিডিও প্লে করতে পারবেন।
আশা করি ভাল লেগেছে।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেননা।
আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Chai na