আপনি কি জানেন BuySellAds গুগল অ্যাডসেন্স এর সবচেয়ে ভাল বিকল্প ? আপনি কি জানেন কিভাবে এটা পাওয়া যায় ? তাহলে ধৈর্য ধরে পড়ুন আর জানুন কিভাবে পাবেন BuySellAds এপ্রোভাল। এটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। BuySellAds এ সাধারনত অনুমোদিত পাবলিশাররা তাদের ব্লগে একটা এড স্পেস তৈরি করেন এবং BuySellAds এর মাধ্যমে তা এক মাস বা নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি করেন। আর এডভারটইজারেরা তা নির্দিষ্ট দামে তা কিনে নেন। এই পদ্ধতিতে আপনি খুব ভাল পরিমানে আয় করতে পারবেন, এমন কি অ্যাডসেন্স এর চেয়েও অনেক বেশি। BuySellAds বিভিন্ন সাইজের এড স্পেস দিয়ে থাকে যেমনঃ ১২৫x১২৫, ২৫০x৩০০, ৭২৮x৯০।
১) সাইটের বয়সঃ আপনার সাইটের বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে।
২) উচু মানের ডোমেইনঃ আপনাকে অবশ্যই উচু মানের ডোমেইন (.com, .net. .co, .org) ব্যবহার করতে হবে। ফ্রি ডোমেইনে খাওয়া নাই।
৩) ভিজিটর সংখ্যাঃ আপনার সাইটের ভিজিটর সংখ্যা মাসে কমপক্ষে ৫০,০০০ হতে হবে। (৫০,০০০ পেজ ভিউ হলেই চলবে)
৪) সাইটের ভাষাঃ আপনার সাইটের ভাষা অবশ্যই ইংরেজি হতে হবে।
৫) এলেক্সা র্যাঙ্কিংঃ আপনার সাইটের এলেক্সা র্যাঙ্ক অবশ্যই ১ লাখের নিচে হতে হবে।
৬) ইউনিক কন্টেন্টঃ আপনার সাইটের কন্টেন্ট ইউনিক হতে হবে অবশ্যই। ইউনিক কন্টেন্ট ছাড়া BuySellAds এর এপ্রোভালের আশা করা অনুচিত।
৭) অবৈধ বা অশ্লীল কন্টেন্টঃ আপনার সাইটে যদি অবৈধ বা অশ্লীল কন্টেন্ থাকে তাহলে আপনি জীবনেও BuySellAds এর এপ্রোভাল পাবেন না। সুতরাং, সাবধান এটা থেকে।
৮) আপনার ব্লগের থিমঃ আপনার সাইটের থিমটি খুব সুন্দর হলে ভাল হয়। অবশ্যই নেভিগেশন ভাল হতে হবে। থিমের ব্যাক গ্রাউন্ড সাদা হলেই ভাল।
৯) নিশ ব্লগঃ নিশ ব্লগ লিখুন, এপ্রোভাল পাওয়া সহজ হবে। আপনি যদি টেকনোলোজি, ট্যুরিজম, ওয়েব ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর উপরে ব্লগ তৈরি করেন তাহলে এপ্রোভালের সম্ভাবনা বেশি।
১০) অন্যদের এড সরিয়ে ফেলুনঃ উপরের সব কিছু ঠিক থাকলে, BuySellAds এর জন্য এপ্লাই করার পূর্বেই আপনার অন্য সকল এড সরিয়ে ফেলুন।
আপনি যদি উপরুক্ত বিষয় গুলো ভাল ভাবে ফলো করে থাকেন তাহলে আপনার BuySellAds এর এপ্রোভাল সুনিশ্চিত। সবাই ভাল থাকেন, সুস্থ্য থাকেন, এই আশা রেখে আজকে বিদায়।
Source: BuySellAds Approval
আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।
aro bistartit jante visit korun http://infozone24.com