আজ আপনাদের একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনারা আপনার আপনার ব্লগ পোস্ট অটোমেটিক ফেসবুক পেজ/প্রোফাইল অথবা টুইটারে শেয়ার করতে পারবেন।
এটা অনেক সহজ। আসুন শুরু করা যাক ।
- পরের পেজ এ আপনি "Please login with your Facebook account to continue. (Login)." এ ক্লিক করে লগিন করুন ফেসবুক এর মাধ্যমে।
আপনি চাইলে ইমেইল দিয়ে ও রেজিট্রেশন করতে পারবেন। উপরের ডান দিকে কোনায় Sign UP আসে। ওখান থেকে।
- লগিন এ ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো আসবে যাতে আপনাকে NetworkBlog এর অ্যাপ্লিকেশান টি ব্যাবহার এর অনুমতি চাইবে। আপনি Okay দিন। ফেসবুক এ লগিন করা না থাকলে লগিন করে নিন।
- Okay দেওয়ার পর নতুন একটি উইন্ডো আসবে।
- “Grow my blog followers - Add it on NetworkedBlogs এ ক্লিক করুন ।
- এখন আপনার ব্লগ এর ঠিকানা টাইপ করুন এবং OK দিন .
- এখন সব গুলো তথ্য পুরন করুন (Blog Link, Blog Name, Tag Line, Feed Link, Topics, Language, Description, Email) এবং Next এ ক্লিক করুন।
**(মনে করে "This blog doesn't contain nudity or other adult content" মার্ক করুন).
(এরপর আপনার ইমেইল ভেরিফি করার জন্য আপনার ইমেইল এ লিঙ্ক পাঠানো হবে। ইমেইল এ লগিন করে ভেরিফি করুন।)
- নতুন উইন্ডো টি আসলে আপনি ব্লগ এর লেখক কিনা তা জানতে চাওয়া হবে। আপনি Yes এ ক্লিক করুন ।
- কনফার্ম করার জন্য দুটি অপশন দেওয়া হবে।
- Ask friends to confirm you
- Install the widget.
- আপনি “Install the widget” এ ক্লিক করুন. (এটি আপনার জন্য সহজ হবে।কনফার্ম করার পর আপনি Widget টি রিমুভ করে দিতে পারবেন), আপনি চাইলে “ask friends to conform you option” অপশনটি ব্যাবহার করতে পারেন)
- এরপর আপনাকে আবার দুটি অপশন দেওয়া হবে।
Option 1: For blogs that support JavaScript widgets, such as Blogger, self-hosted WordPress, tumbler, etc.
Option 2: If you are on wordpress.com, drupal.com, posterous.com, or blogs that don't support JavaScript widget.
**আপনার ব্লগ এর জন্য যেটি উপযুক্ত সেটি কপি করুন।
- Widget সেট করার পর Verify Now তে ক্লিক করুন।
- আপনি ঠিক মত Widget টি সেট করে থাকলে “You are verified as the author” মেসেজ টি পাবেন।
- এখন "Refresh the page to see changes" এ ক্লিক করুন।
- এখন ডান পাশ থেকে “Syndication” এ ক্লিক করুন
- নতুন উইন্ডো আসলে Grand Permission এ ক্লিক করুন।
- ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো আসবে যাতে আপনাকে NetworkBlog এর অ্যাপ্লিকেশান টি ব্যাবহার এর অনুমতি চাইবে। আপনি Okay দিন।তিন বার এর মত Okay দিতে হতে পারে।
- Choose a blog to syndicate (কোন ব্লগ টি syndicate করবেন তা সিলেক্ট করুন।
- Choose where you'd like to publish posts to (কোথায় পোস্ট করতে চান তা সিলেক্ট করুন)
- আপনি ফেসবুক এ পোস্ট করতে চাইলে "Add Facebook target" এ ক্লিক করুন।
- এই উইন্ডো তে আপনি কোন প্রোফাইল এবং কোন কোন পেজ এ অটোমেটিক পোস্ট শেয়ার অথবা পোস্ট করতে চান তা ADD করুন।
- এরপর Close এ এ ক্লিক করুন।
ব্যাস !! আপনার কাজ শেষ । এখন ব্লগ এ পোস্ট করুন। ফেসবুক পেইজে/প্রোফাইল অথবা টুইটার এ শেয়ার শেয়ার করার কাজ NetworkBlog এর 😀
**একই ভাবে টুইটার এ ও পোস্ট করতে পারবেন । চেষ্টা করে দেখুন 😛
কোন ভুল হলে ক্ষমা করবেন।
আমার একটি ব্লগ আছে যেখানে এটি পূর্বে প্রকাশিত হয়েছে । ব্লগটি নতুন । কিছুদিন হল প্রকাশিত হয়েছে । চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে।
ধন্যবাদ।
thanks for share!!!!