বাংলাদেশে ছয়টি মোবাইল ফোন অপারেটর কাজ করছে এবং অনেকেই ৪/৫ টি বা আরও বেশি সংখ্যক মোবাইল ফোন সিম কার্ড ব্যবহার করছেন। এতগুলো সিম কার্ডের নম্বর (ফোন নম্বর) মনে রাখা বেশ কঠিন এবং ভুলে গেলে ব্যালান্স ফুরোনোর পর একাউন্ট রিচার্জ বা ‘টপ আপ’ করতে গিয়ে সমস্যা হয়, কাগজপত্র হাতের কাছে না থাকলে রিচার্জ কার্ড কেনা ছাড়া উপায় থাকে না।
কিন্তু বিনা পয়সায় ফোন নম্বর জানার সুযোগ আছে প্রায় সব অপারেটরের ক্ষেত্রেই। নিচের কোডগুলো ডায়াল করলে সাথে সাথেই ডিসপ্লেতে ফোন নম্বর প্রদর্শিত হবে।
আমি সাইফুল কালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চেষ্টা করি কিছু শিখতে.....ভাল লাগে কিছু শেখাতে.......তাইতো সামান্য প্রচেষ্টা........ আমাদের ফেসবুক https://www.facebook.com/shopnomelaa/ যদি সময় হয় একবার ঘুরে আসবেন..........
কাজে লাগবে।