পার্ট-টাইম চাকুরি জন্য টাকা নয়, একটা ভালো প্রোফাইলেই তো যথেষ্ট… পার্ট-টাইম চাকুরি অনলাইনেই করা যায়

"পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!" এই টিউনটির ২য় পর্ব। এটি না পড়লে টিউনটি বুঝতে হয়তো আপনার কষ্ট হতে পারে...

আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন।পার্ট-টাইম চাকুরি করতে টাকা কি জন্য? একটা ভালো প্রোফাইলেই তো যথেষ্ট... পার্ট-টাইম চাকুরি অনলাইনেই করা যায়। অলস সময়টার সাথে অভিমান করলেই আপনি পারবেন পার্ট টাইম চাকুরি করতে এই অন লাইনে। অখুব কঠিন স্কিল থাকলে যেমন অন-লাইনে উপার্জন করা যায়, ঠিক তেমনি সামান্য স্কিল থাকলেও সেখান থেকে উপার্জন করা যায়। At this moment , আমার টার্গেট নতুনরা । কেননা এখন আমি শুধুমাত্র অনলাইনে উপার্জনের বেসিক টা নিয়ে আলাপ করব। তাই যারা হাই র‌্যাঙ্ক এর ফ্রী-ল্যান্সার বা যাদের খুব ভালো এই-সব ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদের জন্য এই পোষ্ট-টি নয়। তবে তারা আমার পোষ্ট-টির সমালোচনা করতে পারেন । এতে সকলের হয়তো উপকার হবে। আমি এই টিউনে জাস্ট আপনাদের কে কিছু গুরুত্বপূর্ন ব্যাপার বোঝাতে চাই এবং সেটা স্রেফ মাইন্ড সেটাপ এর ব্যাপারে।

উপার্জনের হাতে খড়ি ধরতে চান যারা তাদের কে বলি- দয়া করে অযথা আপনাদের সময় নষ্ট করবেন না । নিজের সময় এর দাম নিতে শিখুন। নিচে আমি একটা ভিডিও টিউটরিয়াল করেছি এই ব্যাপারে (নতুন ফ্রী-ল্যান্সার দের জন্য) . After then আমার নিজেরেই সেই ভিডিওটা ভালো লাগেনি । কিন্তু আমি তাইবলে সেটা ডিলিট করে নতুন ভিডিও করতে যাই নি। কারন লুকিং এ না কাজে বিশ্বাসি।এই সব প্যাচাল কেন পারতেছি জানেন? আপনাদের জন্য। কারন , আপনারা যদি আপনাদের সময়টার মুল্য দিতে জানেন তবে সেটা আপনাদের জন্য ভালো।

চিন্তা করুন যে আপনি কি কি কাজ জানেন এবং সেই সাথে যদি একটা ডায়েরি বা খাতা এবং কলম নিয়ে বসেন সেটা আরো ভালো। মানুষিক ভাবে প্রস্তুত হন যে আপনি আপানার ডায়েরিতে লেখা স্কিল গুল অনলাইনে তুলে ধরবেন আপনার উপার্জনের জন্য।

সময় নিন মিনিমাম ৫ দিন । শুধুমাত্র আপনার অনলাইন মার্কেটপ্লেস এর একটা ভালো প্রোফাইল তৈরীর জন্য। সেই সাথে কভারলেটার সহ সকল জিনিস টেক্স বা ওয়ার্ড ফাইলে সেভ করে নিন।

নিজের জন্য একটা প্রোফাইল পিচকচার সিলেক্ট করে নিন। এটা অবশ্যই ফ্রেন্ডলি লুকিং টাপের হলে ভালো হয়।

নানা রকম প্রোফাইল ঘাটা-ঘাটি করুন এই সব মার্কেট প্লেস গুলোতে। যারা অন লাইনে মার্কেট প্লেস এর ব্যাপারে জানেন না তারা এখানে ইন্টারনেটে খোজ করতে পারেন। যেমন এখানে কিছু মার্কেট-প্লেস এর ব্যাপারে লেখা আছে যাদের জানা দরকার দেখে নিন।

ইউ-টিউবে এই ভিডিও টি নতুনদের জন্য কাজে আসতে পারে। দেখে নিন

আমার টিটিতে অন্য পোষ্টগুলোঃ

পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!

অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার গোপন রহস্য। কয়েক দিনের মধ্যে কাজের অফার পেতে পারেন…

সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স – গুগল এডসেন্স থেকে টাকা তুলুন সরাসরি আপনার ব্যাংকে

(উপার্জনের শীর্ষ ওয়ে) গুগল এডসেন্স পাওয়ার সহজ নিয়ম ও তার পর করণীয় (ওয়ার্ডপ্রেস-এড রিপ্লেস, প্লেস সেটাপ এর সঠিক জায়গা)

অনলাইনে উপার্জনের কিছু-কথা সহ কিছু জ্ঞান হয়তো আপনার অনলাইনের প্রথম উপার্জনের জন্য কাজে দিবে

ও গানটা কিন্তু খারাপ না । দেখুন কোন কাজে আসে কিনা( সরাসরি এক জিনিস আর influence অন্য জিনিস।গান উপহার দেয়া and related song  আভ্যাসটা আমার part of life)

ধন্যবাদ সকলকে

Level 2

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Tik bojha te parlan na

    Level 2

    @felu da: পোষ্ট-টির শুরুতে এই লাইনটি এড করা ছিলো না।
    “পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!” এই টিউনটির ২য় পর্ব। এটি না পড়লে টিউনটি বুঝতে হয়তো আপনার কষ্ট হতে পারে…

Level 2

Thik dhoresen @felu da

আমি বুঝিনাই কিচ্ছু!!!

    Level 2

    @prince sarker: পোষ্ট-টির শুরুতে এই লাইনটি এড করা ছিলো না।
    “পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!” এই টিউনটির ২য় পর্ব। এটি না পড়লে টিউনটি বুঝতে হয়তো আপনার কষ্ট হতে পারে…

@ shuvonill: আপনার অনেক গুলো টিউন দেখলেও আজ আমি প্রথম আপনার কোন টিউনে টিউনমেন্ট করলাম।
প্রথম কথা হল আপনি অনেক গুরোত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করছেন (তাও আবার নতুনদের জন্য)। কিন্তু ভাই আপনি ঠিক মত বাংলা কথা গুলোও গুছিয়ে লিখতে পারেন না। এই ব্যাপারটায় আপনাকে আরেকটু মনযোগী হতে হবে। কেননা, আপনার টিউনগুলি নতুন ফ্রীল্যান্সারদের জন্য। যারা ফ্রীল্যান্সিং পেশায় আসতে চাচ্ছে তারা আপনার টিউন পড়ে কিছুই বুঝতে পারবে না আশা করি। টিউনমেন্ট গুলি দেখলে তা বুঝা যায়। তাছাড়া সত্যি যদি সাহায্যের জন্য আপনি টিউন করে থাকেন তাহলে, টিউনমেন্টের উত্তর আরেকটু নমনীয় ভাষা দিবেন বলে আশা করছি।
আপনার দু-একটি ভিডিও আমি দেখেছি সেগুলো দেখেও খুব ভাল করে কিছুই বুঝা যায় না। এবং সেই সাথে বলব আপনার ইংরেজি বলার ধরনও একটু অন্য রকম আমি নিজেও আপনার ভিডিও দেখে কিছুই বুঝি নাই।
আরেক টা দরকারি কথা, সেটা হল আমি আগে জানতাম ক্রিয়েটিভ লোকেরা একটু পাগল টাইপের ও আগোছাল হয়, কিন্তু আপনার বেলায় দেখলাম আপনি একটু অভদ্রও বটে। দয়া করে আপনার প্রোফাই পিকটা একটু লক্ষ্য করবেন।

Level 2

প্রথম লাইনে এড করিনি যে এটা “পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই” এই টিউনটির ২য় পর্ব।

আমি আসলে এই ব্যাপারগুলোয় জানতে চাচ্ছিলাম এবং তাই আমি আমার টিউনে এই লাইনটি এড করেছি- “যারা হাই র‌্যাঙ্ক এর ফ্রী-ল্যান্সার বা যাদের খুব ভালো এই-সব ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদের জন্য এই পোষ্ট-টি নয়। তবে তারা আমার পোষ্ট-টির সমালোচনা করতে পারেন”

আপনার এই সমালোচনার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই একটা ব্যাপার কি, আমার বাস্তব লাইফে কেউই আমার কোন দোষ সরাসরি ধরে দেয় না। কেন তা আমি নিজেও জানিনা। আমি মনে করি আপনার কমেন্টস টি আমার জন্য চরম একটা ভালো লাগা বা ভালোবাসার অংশ বলতে পারেন। ভালোবাসা রইল আপানার জন্য প্রচুর।

আসলে একটু খেয়াল করবেন। আমি টিটিতে সাধারনত আমার টিউন গুলো রাত্রে বেলা টিউন করেছি । প্রত্যেক টা সময় আমি হয়তো একটানা জাগনা ছিলাম। কাজের ফাকে ফাকে সময় টাকে একটু একটিভ করতে নানা কাজে বসি, এটাই আমি আর এটাই আমার চলাফেরা (কাজে ব্রেক দিয়ে আবার অন্য কাজ)। ইভেন, এখন বাজে ভোর ৫ টা ৩০ মিনিট । ঘুমতে যাওয়ারও বুদ্ধি নাই। এদিকে ক্লাইন্ট আর অপরদিকে আপনার একটা গুরুত্বপুর্ন কমেন্টস। অন্য কোন কমেন্টস হলে সেটা আমাকে ইগ্নোর করতে হত এই সময় এ , কিন্তু আপানার কমেন্টস টি ইগ্নর করার মত নয় তাই ক্লাইন্ট কে হোল্ড এ রেখে আপানার কমেন্টস এর জন্য রিপ্লে দিচ্ছি। মাঝে-মাঝে আমার ব্রাউজারের ট্যাব গুলো গুনে দিয়ে যায় খুব কাছের এক বড় ভাই।
যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আপানার কমেন্টস টি খুব গুরুত্বর সাথে নিলাম। আসলে পুরো ব্যাপারটা আমি যে ভাবে বোঝাতে চাচ্ছিলাম সে ভাবে পাচ্ছি না । কারন আমার মাইন্ডটা দুইদিকে কাজ করছে। তবে ভালোবাসার সুচনার শেষে উপসংহারে আপনার লাস্টের লাইনটির সাথে একমত হতে পারলাম না। কারনটা হয়তো হতে পারে যে আমি ভদ্র নই আর তাই আমার কাছে স্রেফ আপনার কমেন্টস এর উপসংহারের লাস্টের টুকু দেখে মনে হল যে আপনি এই স্বভাবের ” আপনাকে চান্স দিলে মেবি আপনি সকলের মাথায় উঠে বসেন”
যাই হোক ভাইয়া , কিছু মনে করবেন না । আপনি যেমন আমার একটা উপকার করলেন ঠিক তেমনি আমিও আপানার জন্য উপকার করার চেষ্টা করালাম। জানিনা এর গ্রহন যোগ্যতাটা আপনার কাছে কতটুকু। তবে আমার কাছে এটা ১০০% । আর আমি মনে করি, আপনার কমেন্টস টিকে দুটি অংশে বিভক্ত করতে পারতেন। প্রথম টা দিয়ে সুচনা এবং পরের টা দিয়ে উপসংহার । (ভালোবাসা সব জায়গায় বিনা মুল্যে পাওয়া যায়, কিন্তু ওপেন সমালোচনা কিন্তু উপহার)

মন থেকে শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রইল আপনার জন্য।

আর একটু ভালে লিখলে ভালো হত।

Level 2

I will try… ব্লগার ভাই 🙂