প্রায় বছরখানেক পর টিউন করতে বসলাম। আশাকরি আপনারা ভাল আছেন।
আপনারা অনেকেই হয়তো এই ইরর ম্যাসেজটি পেয়ে থাকবেন। এটা কতটা বিরক্তিকর নিজে ভুক্তভুগি না হলে বুঝা কঠিন। কারন আপনি যতবার পপআপ টি ক্লোজ করবেন ততবার বার বার একইভাবে আসতে থাকবে। এমনকি পিসি রিস্টার্ট দিলেও ঠিক হবে না।
অনেকে মনে করেন এটা ভাইরাস। আসলে তা নয়। উইন্ডোজ ড্রাইভের সমস্যার কারনে এটা হয়। সাধারনত ফ্লপি ড্রাইভে এই সমস্যাটা হয়।
ভাবতেসেন আপনার তো ফ্লপি ড্রাইভ নাই, তাইলে এটা দেখায় কেন!!!?
*প্রায় সব পিসিতেই ফ্লপি লাগানোর ব্যাবস্থা থাকে। তাই উইন্ডোজ নির্মাতারাও অপারেটিং সিস্টেমে ফ্লপির অপশন দিয়ে রাখে। তাই পিসিতে ফ্লপি ড্রাইভ থাকা না থাকা এখানে কোন ফ্যাক্টর না। চলেন সমাধান করি...।
আমার জানা মতে এর দুইটা সমাধান আছে।
১। নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়া। অথবা আগের কোন সময়ে সিস্টেম রিস্টোর করা যখন এই সমস্যা ছিল না।
২। ডিভাইস ম্যানেজারে কাজ করা
প্রথমটা আশাকরি সবাই পারবেন। আমি ২য় পদ্ধতিটা দেখাচ্ছিঃ
(১) প্রথমে স্টার্ট মেনুতে devmgmt.msc লিখুন এবং এন্টার চাপুন। অথবা Control Panel > Hardware & Sound > Device Manager –এ যান।
(২)চিত্রের মত Standerd Floppy Disk Controller –এ রাইট ক্লিক করে Disable করে দিন।
চিত্রের মত ওয়ার্নিং ম্যাসেজ আসলে ইয়েস দিন।
এখন পিসি রিস্টার্ট দিয়ে দেখুন আর আসবে না।
**যে কোন সমস্যায় আমাকে ফেবুতে পাবেন। পারি বা না পারি যথাসাধ্য চেষ্টা করব সমাধান দিতে। আর কোন ভুল ত্রুতি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন।
ফেসবুকে আমিঃ http://facebook.com/darkrotbd
আমি তাল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাইয়া