মাইক্রোসফটের ই-মেইল সেবা Outlook.com এ আসলো নতুন অনেক ফিচার/পরিবর্তন (ব্যবহারকারী বান্ধব)

মাইক্রোসফটের Outlook.com তাদের সেবাই অনেক নতুন ফিচার যোগ করছে।

তার মধ্যে অন্যতম email অরগানাইজ করা, UNDO অপশন যোগ করা, Inline reply এবং Chat এ উন্নতি সাধন।

Outlook.com কে পূর্বে Hotmail নামে পরিচিত ছিল।

  • Outlook.com সবথেকে বড় পরিবর্তন আসছে inbox এ। আপনি এখন inbox message অরগানাইজ করতে পারবেন।

কোনটা Unread বুঝতে পারবেন।

নিচের ছবিতে দেখুন কীভাবে inbox অরগানাইজ করতে পারবেন তার রুল।

  • Chat অপশনে আসছে অনেক বেশি পরিবর্তন। এখন Facebook, Skype, messenger থেকেও আপনাকে ম্যাসেজ করতে পারবে।

  • তাছাড়া নতুন reply বাটন আসছে।
  • Ctrl+Z দ্বারা Undo করতে পারবেন।

প্রতিনিয়ত মাইক্রোসফট ব্যবহারকারীদের চাহিদা মেটাতে অনেক নতুন ফিচার আনছে outlook.com এ।

আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম খুব ভালই ফিচার আছে দেখছি। তবে মজার বিষয় হল এটাতে এখনও আমার ইয়াহু মেইল আইডি কনফিগার করতে পারিনি। আমি যতদুর জানি ইয়াহু পেইড ইউজার ছাড়া তাদের POP3 সার্ভিস ফ্রি দেয় না। এ বিষয়ে কিছু করতে পারলে উপকৃত হতাম।