উইন্ডোজ ৮ এ My Computer এর শর্টকাট ডেক্সটপ এ আনার সহজ উপায়

সকল বন্ধুদের শুভেচ্ছা ও সালাম জানি আজকের এই লেখা সুরু করতেছি। আশা রাখি সবাই এত গরমের মাঝেও ভালো ও সুস্থ আছেন। আজকে ছোট একটা জিনিস নিয়ে লিখবো। আমি জানি মোটামুটি সবাই এটি জানেন তবে যারা নতুন উইন্ডোজ ৮ ইন্সটল দেন তারা অনেকেই এই ঝামেলায় পরেন। উইন্ডোজ ৮ ইন্সটল দেয়ার পর My Computer এর শর্টকাট ডেক্সটপ আনতে পারেন না। আমিও এই ঝামেলায় পরেছিলাম। পরে অনেক খোঁজা খুজির পর পেয়েছি। তাই ভাবলাম ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করি জাতে আমার মতো আর কেউ এই ঝামেলায় না পরেন। যাহোক কাজের কথায় আসি।
প্রথমে ডেক্সটপ এ মাউস রেখে রাইট বাটন এ ক্লিক করে অপশন থেকে Personalize এ ক্লিক করুন।
এরপর নিছের মতো উইন্ডো দেখতে পাবেন। এখন দাগ দেয়া জায়গায় ক্লিক করুন মানে হল Change desktop icons এ ক্লিক করুন।


এরপর দেখবেন desktop icon settings নামে একটা উইন্ডো ওপেন হবে। এখন এখান থেকে যে জিনিস আপনি ডেক্সটপ এ দেখতে চান তার বাম দিকে টিক দিন। সবশেষে OK বাটন এ ক্লিক করে বের হয়ে আসুন।


দেখবেন এখন আপনার পিসির ডেক্সটপ এ My Computer এর শর্টকাট শো করতেছে।

প্রথম প্রকাশিত হয়েছিল অ্যানিটেক এ। ভালো লাগলে একবার ঘুরে আসতে পারেন।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Many thanks bro…really helpful.