পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!

যারা অনলাইনে পার্ট-টাইম কাজ করেতে আগ্রহী তাদের জন্য এই টিউন-টি। বলতে পারেন নবীন দের জন্য। নানা রকম প্রাইভেট,কোচিং যারা করাতে আগ্রহী বা যারা চাকরির পাশাপাশি কিছু সময় পান তাদের কে ট্যাগ করলাম আমার এই টিউন-টি। কাজে লাগলেও লাগতে পারেন।

মানুষিক প্রিপারেশন ও ইচ্ছা এবং সেই সাথে চাহিদা সহ শেখার আগ্রহ হল উপার্জনের প্রথম স্টেপ। তাই মানুষিক ভাবে আগে প্রস্তুতি নিন যে আমি অনলাইনে পার্ট-টাইম কাজ করবোই। লেখার মাঝে ছোট একটা প্রশ্ন করি... ধৈর্য্য আছে তো? না, থাকলে বাকি টুকু পড়া আপনার জন্য ভালো প্যারার ব্যাপার। তাই বলিকি, ধৈর্য্য না থাকলে আপনি আসতে পারেন। লাভ নাই সারাদিন নেটে ঘুতা-ঘুতি কইরা।

যাই হোক, আমরা অযথাই নানারকম সময় নেটে ব্যয় করি। ফেসবুকে,টুইটারে বা আরো কোন সোশাল মিডিয়াতে। তাছাড়া লাইফের অনেক ... কাজে ব্যয় করি এই নেটে। এই মজা গুলোকে সেক্রিফাইজ করতে পারলে আপনি পারবেন নেটে পার্ট-টাইম কাজ করতে। কেউ আপনাকে আপনা-আপনি কাজ দিবে না। কাজ বের করার কৌশল টা হল মেইন। দেখুন চেস্টা করে কিছু অন-লাইন মার্কেটপ্লেসে কাজ পান কি না। অযথা কাজের পেছনে নেটে না ছুটে আপনার নিজের প্রোফাইল ও নিজের কোয়ালিটির পেছনে ছুটলে ভালো করবেন। আপনি যদি সি,জাভা,পিএইচপি,এইচটিএমএল সহ নানা রকম কন্টেন্টম্যানেজমেন্ট সিস্টেম এ পারদর্শী হন, তবে হাত পা গুটে না বসে থেকে একটু দুনিয়াটা ঘুরুন এই নেটেই। নেটে সেই রকম প্রচুর মার্কেটপ্লেস আছে যেখানে প্রচুর জব টিউন হয়। সেখানে গিয়ে আপনার প্রফাইল টি তৈরী করুন এবং জবের মায়া জালে না ঘুরে সর্বপ্রথম আপনার প্রফাইল টি সুন্দর করে এই জব গুলোর মায়া জাল কে বুড়ি আংগুল দেখান। দেখবেন কাজ আপনার পেছনে আপনাআপনি দৈড়াবে।

যারা সামান্যতম কাজ জানেন, যেমন ডাটা-এন্ট্রি তারাও পারেন এই মার্কেটপ্লেস থেকে উপার্জন করতে। প্রতি দিন ফেসবুকে চ্যাটিং না করে মাইক্রোসফট অফিস বা অন্য কোন প্লাটফর্মে শুধু লেখালেখি করেই যদি উপার্জন করা যায়, তবে বসে আছেন কেন? কেনই বা ঢাকা-শহরের বুকে থেকে ভুয়া পার্ট-টাইম চাকুরি বা নানা জায়গাই ইনভেস্ট করে উপার্জনের ব্যার্থ চেস্টা চালান। ভাই বিলিভ করেন, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে এই অনলাইন থেকে কি পরিমান উপার্জন আপনি করতে পারবেন।

আশা করি টিউনটি ভালো লাগলে নিচের টিউমেন্টস এ লিখবেন এই লাইনটি (এতে আপনার উপাকার হবে ভাই)

"সর্বপ্রথম আমার প্রফাইল টি সুন্দর করে এই জব গুলোর মায়া জাল কে বুড়ি আংগুল দেখাবো"

নতুনরা আমার এই ২৮ সেকেন্ড এর ভিডিওটা দেখে নিন প্লিজঃ ক্লিক করুন (ভিডিওর নিচের ডিস্ক্রিপশনে চোখ দিয়েন)

আমার অন্যান্য টিউন

মোটামুটি অংকের CybrCoin/টাকা উপার্জন করুন নতুন এক ওয়েবসাইট থেকে

পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!

পার্ট-টাইম চাকুরি জন্য টাকা নয়, একটা ভালো প্রোফাইলেই তো যথেষ্ট… পার্ট-টাইম চাকুরি অনলাইনেই করা যায়

অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার গোপন রহস্য। কয়েক দিনের মধ্যে কাজের অফার পেতে পারেন…

আউটসোর্সিং/ফ্রী-ল্যান্সিং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারন ও এর সঠিক

সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স – গুগল এডসেন্স থেকে টাকা তুলুন সরাসরি আপনার ব্যাংকে

আউটসোর্সিং এর কিছু অজানা তথ্য যা হয়তো আপনাকে অনেক সাহায্য করবে।

অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার গোপন রহস্য। কয়েক দিনের মধ্যে কাজের অফার পেতে পারেন…

সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স – গুগল এডসেন্স থেকে টাকা তুলুন সরাসরি আপনার ব্যাংকে

(উপার্জনের শীর্ষ ওয়ে) গুগল এডসেন্স পাওয়ার সহজ নিয়ম ও তার পর করণীয় (ওয়ার্ডপ্রেস-এড রিপ্লেস, প্লেস সেটাপ এর সঠিক জায়গা)

অনলাইনে উপার্জনের কিছু-কথা সহ কিছু জ্ঞান হয়তো আপনার অনলাইনের প্রথম উপার্জনের জন্য কাজে দিবে

এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন

 

Level 2

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“সর্বপ্রথম আমার প্রফাইল টি সুন্দর করে এই জব গুলোর মায়া জাল কে বুড়ি আংগুল দেখাবো” 😀

ধন্যবাদ ভাই । শেয়ার করার জন্য ।

Level 2

🙂 @pankha kazi

ভাইয়া এর পরের পোস্ট এ প্রোফাইল সুন্দর করার পদ্ধতি আলোচনা করার জন্য অনুরধ রইল

ভাই আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের জন্য আরো টিউন করতে অনুরোধ রইল।