আশা করি সকলেই ভাল আছেন।
ছোট্ট একটি প্লাগিন দিয়ে আপনার এক্সপির ডেস্কটপ কে র্ভাচুয়াল রূপ দিতে পারেন খুব সহজেই। এর জন্য প্রথমে আপনাকে "এখানে ক্লিক করে " 550 kb এর প্লাগিন'টি সরাসরি নামিয়ে নিন। ইন্সটল করা শেষ হলে আপনার পিসি বা ল্যাপটপের ডেস্কটপে গিয়ে ট্যাস্ক বার থেকে রাইট বাটন ক্লিক করুন। অথবা নিচের ছবিটি লক্ষ্য করুন।
এবার প্রদর্শিত ম্যানু থেকে Toolbars থেকে Desktop Manager এ ক্লিক করুন। তারপর এ্যাপ্লিকেশন'টি চালু হবে এবার ৪টি ভাগে ভাগ হবে আপনার ডেস্কটপ, পছন্দমত ওয়ালপেপার থিম, স্ক্রিন সেভার সেট করে নিন। ব্যাস হয়ে গেল এবার ৪ টি পার্ট হতে আপনি ইচ্ছেমত যে কোনটায় প্রবেশ করতে পারবেন কোন সমস্যা নেই।
ট্যাস্কবার থেকে আপনি পছন্দমত পার্টে প্রবেশ করতে পারবেন। আশা করি অনেকের ভাল লাগবে টিউন'টি।।।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সত্যিই ভাল লেগেছে টিউনটি 😀 ধন্যবাদ নাবিল ভাই 🙂