গুগল ড্রাইভ দিয়ে যে ৮ টি অজানা কাজ আমরা করতে পারি।

গুগল ড্রাইভ আমাদের জীবনকে করেছে সহজ কিন্তু আমরা দেখব এটা দিয়ে জীবনকে কীভাবে আরও সহজ করা যায়।

গুগল ড্রাইভ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, এটার আপডেট ভার্সন দিয়ে আমরা আরও কতো কি করতে পারি তা  দেখবো।

অজানা ৮ টি টিপস-

১।  Crop ফটোসঃ গুগল ড্রাইভে আছে ফটো Cropping অপশন। আপনি আপনার ইচ্ছা মতো ছবি Crop করতে পারবেন।

আপনি একটা ছবি open  করে Crop Icon সিলেক্ট করে আপনি ইচ্ছামতো রিসাইজ করতে পারবেন।

২। Add-Ons যোগ করাঃ ডকুমেন্টস এবং Spreadsheets এ আপনি পাবেন অনেক Add-Ons; যার মাধ্যমে আপনি দ্রুত বায়োগ্রাফি, Twitter Tweets doc আকারে সেভ করতে পারবেন।

নিচের ভিডিওতে দেখে নিতে পারেন--

আপনি Add-Ons, doc অথবা Spreadsheets ওপেন করলে পাবেন।

৩।  আপনার Activity চেক করুনঃ ড্রাইভ ওপেন করে Small “i” আইকনে ক্লিক করলে আপনার সকল চেঞ্জ POP-UP দেখতে পাবেন।

৪। রিভিশন হিস্ট্রি দেখুনঃ File-“See Revision History “ থেকে ১০০ রিভিশন হিস্ট্রি দেখতে পারেন।

নিচের ভিডিওতে দেখে নিতে পারেন--

৫। Spreadsheets অফলাইনে ব্যবহার করুনঃ নতুন ড্রাইভে আপনি আপনার Spreadsheets ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনে দেখতে পারেন।

৬। Keyboard Shortcuts ব্যবহার করুনঃ সকল Keyboard Shortcuts জানতে Hit “Shift” এবং “?” এবং ড্রাইভে Pop-Up আপনাকে সকল Shortcut for your Shortcut দেখাবে।

নিচের ভিডিওতে দেখে নিতে পারেন--

৭। Customize করুন কে, কি দেখবে? Setting থেকে আপনি কে Comments বা edits করতে পারবে তা ঠিক করে দিতে পারবেন।

৮। আপনার Email লাইফ আরও সহজতর করুনঃ 25MB এর বেশি আপনি GMAIL এ Attachment দিতে পারেন না, কিন্তু ড্রাইভের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

আশা করি কারও বুঝতে সমস্যা হবে না। তারপরও সমস্যা হলে আমাকে  কমেন্ট করবেন।

তাছাড়া আমার ৪০ তম টিউন এটি। ভালো লাগলে   "নির্বাচিতটিউন মনোনয়ন"  ভোট করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo.

    Level 2

    @onlinesaumen: ধন্যবাদ ভাই।

Level 2

অনেকে গুগল ড্রাইভ ডাউনলোড লিঙ্ক চাচ্চেন, তাদের জন্য নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন—
https://tools.google.com/dlpage/drive/index.html?hl=en
ধন্যবাদ।

sadar @ vi ami ekta problem le porchi taholo ami amar yahoo id khulte gele bole amar password vul tarpor ami forget password e jokhon dite tokhon amar gamail id te reset password sent kore dey.. tobe ami bujhtachi na keno amar reset pasword gmail account sent dekhacche na. bt ora dekhai je sucessful ur sent conframation Code … r ekta proshonno .. ami ekhjon r dekhe chi tar yahoo id te dhukte first e bole invalid ur id or password tarpor jokho ami return again dei tokhon dekhi tarta duke jai ei problem ta ki karone hoy ..eita sho kaare jodi amar problem er somadan den tahole khuib upokkrito hobe pls vi answer ashai thaklam….

    Level 2

    @সপ্নীল সাগর: ans,1: apni koyek ghonta por por try koren, majhe majhe technical karone emon hoi, ar gmail sent korbe na emon kono kotha na, problem na hole gmail thik i code reset code pathiye dibe.
    Ans,2: Asole majhe majhe emon hote pare, tobe password prothom ei thik dile prothom bar-e yahoo te dhoka jabe bole mone hoi–tobe somossa jehetu hosse na, sehetu second time login hole problem kothai? Technical karone emon hote pare.

    Tarporo problem hole 1 din pore try koren, dhire dhire sob tottho sothik vabe deyor cesta korben.

    Thanks

    Level 2

    @সপ্নীল সাগর: উপরের পরামর্শ অনুসারে চেষ্টা করুন, সমধান পাবেন আশা করি। তবে টেকনিকাল সমস্যা হলে, একটু দেরি করে করে চেষ্টা করুন।
    ধন্যবাদ।

তথ্য বহুল, পরিপাটি, নির্ভুল বানান, প্রয়োজনীয় স্ক্রিন সট সহ চমৎকার একটি টিউন। আপনাকে ধন্যবাদ । এরকম আরও টিউন চাই।

    Level 2

    @ফ্রীওয়্যার সিজান: ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। ধন্যবাদ আবারও।

কাজের জিনিস ভাই ;D

    Level 2

    @Onno Manush Foysal: ধন্যবাদ ভাই।

কাজের ১ তা টিউন……