ভাইরাস সংক্রমণের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে পেনড্রাইভ । আর আপনার পিসি যদি আপনি ছাড়াও আরো অনেকে ব্যবহার করে তাহলে তো কথাই নেই । তবে আপনি যদি 'Windows 7/Vista/XP' ইউজার হন, তবে সহজেই আপনার পিসিতে পেনড্রাইভ Disable করতে পারবেন এবং প্রয়োজন হলে আবার Enable করতে পারবেন । অর্থাৎ আপনার পিসিতে আপনি ছাড়া কেউ পেনড্রাইভ ব্যবহার করতে পারবে না ...!!
Windows 7/Vista তে পেনড্রাইভ Disable করতে প্রথমে আপনার 'Start Menu'র 'Search' অপশনে গিয়ে 'regedit' লিখে Enter চাপুন । XP ইউজার রা Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন । তাহলে 'Registry Editor' উইন্ডো টি ওপেন হবে ।
এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\services\USBSTOR এ প্রবেশ করুন । এবার 'Start' নামের ফাইলের উপর ডাবল ক্লিক করে এর ভ্যালু 4 করে দিন । তাহলে আপনার পিসিতে আর কোন পেনড্রাইভ কাজ করবেনা । আবারো পেন ড্রাইভ অপশন Enable করতে চাইলে 'Start' এ পূর্বের ভ্যালু অর্থাৎ 3 সেট করুন ।
আমি Tanvir Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am student of Electrical and Electronic Engineering(EEE) studying in Bangladesh University of Engineering and Technology (BUET). I passed HSC from Notre Dame College in 2006 and SSC from Kishoreganj Govt. Boys' High School.
তানভীর ভাই,আপনাকে ধন্যবাদ জানাই শেযার করার জন্য, কিন্তু আমি xp-2 ব্যবহার করি xp-2 দিলে ভাল হত………..