আপনার পিসিতে পেনড্রাইভ Disable করুন ….. !!!

ভাইরাস সংক্রমণের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে পেনড্রাইভ । আর আপনার পিসি যদি আপনি ছাড়াও আরো অনেকে ব্যবহার করে তাহলে তো কথাই নেই । তবে আপনি যদি 'Windows 7/Vista/XP' ইউজার হন, তবে সহজেই আপনার পিসিতে পেনড্রাইভ Disable করতে পারবেন এবং প্রয়োজন হলে আবার Enable করতে পারবেন । অর্থাৎ আপনার পিসিতে আপনি ছাড়া কেউ পেনড্রাইভ ব্যবহার করতে পারবে না ...!!

Windows 7/Vista তে পেনড্রাইভ Disable করতে প্রথমে আপনার 'Start Menu'র 'Search' অপশনে গিয়ে  'regedit' লিখে Enter চাপুন । XP ইউজার রা Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন । তাহলে  'Registry Editor' উইন্ডো টি ওপেন হবে ।

এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\services\USBSTOR এ প্রবেশ করুন । এবার 'Start' নামের ফাইলের উপর ডাবল ক্লিক করে এর ভ্যালু  4 করে দিন । তাহলে আপনার পিসিতে আর কোন পেনড্রাইভ কাজ করবেনা । আবারো পেন ড্রাইভ অপশন Enable করতে চাইলে 'Start' এ পূর্বের ভ্যালু অর্থাৎ 3 সেট করুন ।

Level 0

আমি Tanvir Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am student of Electrical and Electronic Engineering(EEE) studying in Bangladesh University of Engineering and Technology (BUET). I passed HSC from Notre Dame College in 2006 and SSC from Kishoreganj Govt. Boys' High School.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তানভীর ভাই,আপনাকে ধন্যবাদ জানাই শেযার করার জন্য, কিন্তু আমি xp-2 ব্যবহার করি xp-2 দিলে ভাল হত………..

Level 0

তানভীর ভাই, স্যরি xp তে কাজ করে… ধন্যবাদ ।

হুমম… XP তেও কাজ করে… একটু আগে চেক করে দেখলাম… জানানোর জন্য ধন্যবাদ… 🙂

পোস্ট টা একটু এডিট করলাম । valobashe ভাইকে আবারো ধন্যবাদ …… 🙂

তথ্যটি ভাল ধন্যবাদ,আশা করছি সামনে আরো ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে।

    আপনাকেও ধন্যবাদ । এটা আমার প্রথম টিউন । ভালো কিছু পেলে শেয়ার করার চেষ্টা করব…

প্রায় সবার জন্য দরকারী একটি টিউন।
”আপনার পিসিতে আপনি ছাড়া কেউ পেনড্রাইভ ব্যবহার করতে পারবে না” এর স্থলে ”অপশন এনাবল না করে পিসি-তে পেন ড্রাইভ ব্যবহার করা যাবে না”- আপডেট দিলে ভালো হতো।

    ঠিকই বলেছেন ।
    তবে আমার পিসিতে সত্যি সত্যিই শুধুমাত্র আমিই পেনড্রাইভ ব্যবহার করতে পারি । আমি হলে থাকি, তাই আমার পিসিতে বিভিন্ন জনের পেনড্রাইভ ব্যবহার রোধ করতে আমি পিসিতে দুটো একাউন্ট ( প্রোফাইল ) রেখেছি । একটা একাউন্ট পাসওয়ার্ড প্রটেকটেড (administrator password), যেটা শুধু আমি ব্যবহার করি । অন্যটা গেস্ট একাউন্ট, যেটা অন্যরা ব্যবহার করে । পেনড্রাইভ অপশন enable করার পদ্ধতি জানলেও গেস্ট একাউন্ট থেকে enable করা সম্ভব না … 🙂

দরকারী টিউন। বিশেষ করে যে পিসিতে একাধিক ব্যবহারকারীর প্রবেশ ঘটে। :d

    টেকটিউন্সে আপনাকে স্বাগতম। থেমে থাকবেন না যেন!!!!!!!!!!!!!!!