কিছু দিন আগে মাথায় চট করে একটি আইডিয়া আসলো কি ভাবে অনলাইন টিউনার দেখতে পারবো । চেস্টার শেষ নেই অবশেষে আল্লাহ রহমতে সফল হলাম ।
ধরুন আমি একটা টিউন করেছি, এটাতে ধরুন আমি একটা লিঙ্ক দিলাম কিন্তু লিঙ্কটা অনেক টিউনার এর কাজে লাগাতে পারছে না । বা লিঙ্ক হতে কোন ফাইল ডাউনলোড করতে পারছে না । এখন টিউনার সভাবতই কি করবে । এটা যদি আমার বেলায় হয় তবে আমি লিখবো যে ভাই লিঙ্কটা কাজ করছে না ।
এখন আমাকে তো আর সব সময় অনলাইনে থাকা সম্ভব না এখন আমি জদি জানতে পারি যে টিউনার এর টিউন সে অনলাইন এ আছে তাহলে তার কাছ থেকে তাড়াতাড়ি রিভিও পাওয়া সম্ভব ।
তাই টেকটিউনস কে অনুরোধ করা হল আনলাইন টিউনার দেখার ফিচার আপডেট করতে ।
যেমন - নিচের ছবির মত --------->
উপরের ছবি টিউনার পাতার নিচের ছবি টিউন পাতার
লাভ কি --->
লাভ হল এতে তাড়াতাড়ি সব সমস্যা রিভিও হবে । টেকটউনস আরো উন্নত হবে । আমার সাইটে এটা আমি আপডেট করেছি ।
আপনার মতামত টেকটউনস কে দিন নতুন ফিচার নিয়ে ।
আশা করি টেকটউনস বিসয় টি দেখবেন ।
আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এর পাশাপাশি facebook এর মত privet message/chat করার মত সুবিধা যোগ করা যেতে পারে . ki bolen?