Multiboot Windows USB তৈরি করুন কোন সফটওয়ার ছাড়াই

Bootable USB এর জনপ্রিয়তা বা প্রয়োজনীয়তা নিয়ে বর্তমানে আশাকরি কারো প্রশ্ন নেই। আর তা যদি হয় Windows Bootable USB তাহলে সেটা আরো দরকারী। হ্যাঁ, আমি শুধু Bootable Windows USB এর কথাই নয় বরং Multiboot Windows USB এর কথা নিয়েই বলছি। এর আগে আমি Multiboot Windows USB নিয়ে একটি পোষ্ট করেছিলাম যাতে SARDU Tool ব্যবহার করে কাজ করা হয়েছিল। আমার ঐ প্রক্রিয়াটিতে একটা Limitation হলো Windows Image (install.wim) এর সাইজ বড় হওয়া নিয়ে। যেমন ঐ পদ্ধতিতে Pendrive কে FAT32 তে Format করাটা জরুরী ছিল। আর তাতে সমস্যা ছিল- 4GB এর অধিক ফাইল পেনড্রাইভে কপি হতো না। 4GB এর অধিক ফাইল FAT32 তে কপি হয় না এইটা একটা FAT32 এর Limitation। তাই আমি ভিন্ন পদ্ধতিতে একটি Multiboot Windows USB তৈরি করবো যাতে কোন সফটওয়ারের দরকার হবে না। তবে এপদ্ধতিতে Windows XP কে যুক্ত করা যাবে না।

How to make Multiboot Windows USB:

Windows Vista পরবর্তী সব Windows এর মূল Installation File গুলো থাকে install.wim (Windows Image) ফাইলে। install.wim ফাইলটি থাকে source Folder এ। বাকি ফাইলগুলো Bootable Media হিসেবে ব্যবহৃত হয়। তাই আপনি যেই Windows Install করতে চান না কেন আপনার দরকার হবে source Folder টি। আমরা এ সুযোগটাই কাজে লাগাবো। এ পদ্ধতিতে আমি Windows 7 & 8.1 Bootable USB তৈরি করবো।
.
১। প্রথমে  MakeWindows Bootable USB With Batch File পোষ্টটি দেখে একটি Bootable Flash Drive তৈরি করুন।তারপর আপনার পছন্দমত যেকোন একটি Windows (Windows 7 or 8 or 8.1) কপি করুন। আমি এখানে Windows 7 কপি করেছি। 

২। এখন Windows 8.1 যুক্ত করবো। এ জন্য আমি কিছুক্ষণ আগে কপি করা আমার Pendrive Windows 7 এর Source Folder টি Rename করবো আমার সুবিধামত নাম দিয়ে।
৩। এবার Windows 8.1 এর Source Folder Copy করে পাঠিয়ে দেবো একই পেনড্রাইভে। 

৪। সর্বশেষ আমার পেনড্রাইভের অবস্থা হবে নিচের মত। 

এভাবে আপনার যদ খুশি Source Folder Copy দিতে পারেন। যখন যেটা ইনস্টল করা দরকার শুধু Source নামে Rename করবেন। Source ফোল্ডারটাই ইনস্টল হবে। আপনি যদি একাধিক install.wim File Merge করে AIO Disk তৈরি করেন তাহলে আরো সুবিধা হয়। আপনার সুবিধামত আপনাকেই সবকিছু করে নিতে হবে। আর হ্যাঁ, এ পদ্ধতিতে আপনি আপনার Windows Unattended টিপসটিও কাজে লাগাতে পারবেন।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক দিন পর আপনার পোস্ট পেলাম। ধন্যবাদ।

কামরুল ভাই, অনেকদিন পর আপনার লেখা পেলাম, বরাবরের মতোই কাজের টিউটোরিয়াল শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে, ধন্যবাদ।

Dhonnobad Kamrul vai. Khub kajer 1ta post korechen 😉

Level 2

সবাইকে ধন্যবাদ।

boot menu theke 1st drv removebal disk dici
kintu pc restart dile dvd r moto setup chay na keno??

    Level 2

    @sarwar sajeeb:
    পেনড্রাইভে ঐ অপশনটা নেই, ডিভিডিতে আছে। পেনড্রাইভ আর ডিভিডি আলাদা আলাদা বুটইমেজ ফাইল ব্যবহার করে যা একটি’রটি আরেকটিতে কাজ করে না।
    আপনি Boot Menu Option ব্যবহার করতে পারেন। এ জন্য বায়োসে ঢুকে প্রথমে 1st Boot হিসেবে HDD দিন। এ পিসি খোলার সময় Del, F2 এর জায়গায় F12/F10/F8 বা আপনার কার্যকর কী টি চাপুন। তাহলে একটি মেন্যু আসবে। ওটা থেকে USB সিলেক্ট করে দিন। সরাসরি পেনড্রাইভ থেকে বুট হবে। তাহলে আর পেনড্রাইভ লাগিয়ে রাখলেও তা থেকে বুট হবে না পিসি।

Level 0

Kamrul Cox Vi , ak kothay bolbo Darun hoyse……………………………..

Vi Xp ar jonno kono boot able kisu ase ki —— ja valo vabe work korbe ………………….

ami boot korse win 7 ta hoyse … kintu win 8.1 ta akhono try kori nai …………. sources file ta rename kore nilai to hobe tai na ………….?

valo thakben …………..aro basi basi kore tune koren ,,,,,,,,,,,, ai kamon kori

    Level 2

    @mithushan: এই টিপসে এক্সপি’র জন্য কিছু চিন্তা করি নি ভাই। তবে আপনি আমার দেয়া Sardu এর লিংকটা দেখতে পারেন।
    http://kamrulcox.blogspot.com/2013/12/multiboot-windows-usb-windows-xp.html
    তাছাড়া একটু বুদ্ধি করলে এ টিপসে এক্সপিও এড করা যায়। আমি অনেক দিন আগে তা করেছিলাম। তবে সময়ের অভাবে আমার ব্লগে বা এখানে পোষ্ট করা সম্ভব হয় নি।
    আর হ্যাঁ, sources Folder টা রিনেম করে আপনি যত ইচ্ছা Windows এড করতে পারেন। আমি বর্তমানে Win7, 8.1 (৩২বিট-৬৪বিট) এ পদ্ধতিতে ব্যবহার করছি। দারুন কাজ করে। ধন্যবাদ্