ফেসবুক পেজ ভেরিফাই করে কীভাবে?? আসুন জানি!!

অনেকে জানতে চান ফেসবুক পেজ ভেরিফাই করা সম্পর্কে!! আজকে আমরা এই নিয়ে বিস্তারিত জানবো।

প্রথমত প্রশ্ন হচ্ছে ভেরিফাইটা কি?

এটা দ্বারা আসলে বুঝা যায় এই ফেসবুক পেজটি ঐ ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের নিজস্ব ফেসবুক পেজ।

কারণ জনপ্রিয় ব্যক্তি বা ব্র্যান্ডের ফেসবুকে একাধিক পেজ থাকায়, কোনটা আসল এটা আসলে বোঝা কঠিন, এজন্য ফেসবুক এই ফিচার চালু করে। পেজটি ভেরিফাই কিনা বোঝার জন্য পেজটির নামের পরেই সাদা-নীল টিক চিহ্ন দেওয়া থাকে।

নিচের চিত্রে দেখুন জাফর ইকবাল স্যারের ফেসবুক পেজ; যার পাশে টিক চিহ্ন দেখেই বোঝা যায় যে-পেজটি ভেরিফাইড।

ভেরিফাই করার পদ্ধতিঃ

  • ফেসবুক পেজে অফিসিয়াল ওয়েব এড্রেস যোগ করা এবং সেই ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজের লিঙ্ক রাখা।
  • প্রোফাইলে অফিসিয়াল ওয়েবের ডোমেইনের ই-মেইল ঠিকানা যোগ করা এবং ঐ ই-মেইল ভেরিফাই করা।
  • “About The Page”  অংশটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ পূরণ করা।
  • সর্বোপরি পেজের ভিজিটর, ফলোয়ার, লাইকার অনেক বেশি থাকতে হবে।

এই পদ্ধতি অনুসরণ করলেই আপনার পেজ ভেরিফাই হবে এমন নিচ্চয়তা নয়, তবে  ফেসবুক কে জানালে তারা পর্যবেক্ষণ করে জানাবে।

(কারণ এটি বিশেষ বিশেষ পার্সনদের অফিসিয়াল পেজ চেনাতে এই সেবা-সবার জন্য না, তবে ধীরে ধীরে তারা পরিধি বাড়াবে জানায়)

ধন্যবাদ সবাইকে।

কোন জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাবেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Sheiram hoyse

    Level 2

    @sagoronline: ধন্যবাদ।

দারুন

    Level 2

    @www.bangladesh.usa.cc: ধন্যবাদ।

ধন্যবাদ। কয়েকদিন আগে প্রথম আলোতে এমন একটি লেখা পড়েছিলাম।

    Level 2

    @সুজন: তাই নাকি? ধন্যবাদ ভাই। 😀

janlam fb verify sudhu celebrate der jonno

    Level 2

    @সোহাগ: তাই না? ধন্যবাদ ভাই। 😛

ফেচবুকের টিম কে জানাবার way টা কি ?