কিছু দিন আগে আমি আপনাদের পরিবারের একজন সদস্য হয়েছিলাম কিন্তু আমি কিছুই জানি না , কিছুই পারি না কি টিউন করব ভেবে পাচ্ছিলাম না। খুব সাধারন একটা টিউন করলাম ভাল লাগলে মন্তব্য দিয়ে উতসাহিত করবেন।
কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি আর এই কাজের সময় কম্পিউটার অপারেটিং সিস্টেম কিছু গার্বেজ ফাইল তৈরী করে। যার নাম টেম্পরারী ফাইল। এই ফাইলগুলো কম্পিউটারের স্পিড কমিয়ে দেয় । আমার এই টিউনটির মাধ্যমে আপনি নিজেই একটা প্রোগ্রাম তৈরী করুন যা আপনার কম্পিউটারকে গতিশীল করতে সহায়তা করবে।
প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করে একটা New Text Document খুলুন। সেখানে নিচের কাজগুলো করুন-
১। আপনার অপারেটটিং সিস্টেম যে ড্রাইভে অর্থাৎ সি ড্রাইভে (অন্য ড্রাইভেও হতে পারে) প্রবেশ করুন এবং
tools -> folder options -> view -> show hidden files and folder
নির্বাচন করে ok দিয়ে বেরিয়ে আসুন। windows ফোল্ডারে প্রবেশ করুন সেখানে temp নামে একটা ফোল্ডার পাবেন তাতে প্রবেশ করুন।
এখন এই টেম্প ফোল্ডারের এড্রেস টুকুকে (এড্রেস বার থেকে) কপি করুন।
আপনার ডেস্কটপের New Text Document -এ গিয়ে cd লিখে একটা স্পেস দিয়ে কপি করা অংশ টুকু পেষ্ট করুন। একটা Enter চাপুন এবং নিচের লাইনে লিখুন
del *.* /f/s/q লিখে Enter চাপুন। দেখতে নিচের লাইনের মতো হতে পারে।
cd C:\WINDOWS\Temp
del *.* /f/s/q
২। তারপর আপনার windows ফোল্ডারের ভিতর Prefetch নামে একটা ফোল্ডার আছে তার ভিতর প্রবেশ করে সেই Address টাকেও কপি করে আবার Text Document টিতে cd স্পেস দিয়ে পেষ্ট করুন এবং Enter চাপুন।এবং
del *.* /f/s/q লিখে Enter চাপুন। দেখতে নিচের লাইনের মতো হতে পারে।
দেখতে নিচের মতো হতে পারে-
cd C:\WINDOWS\Prefetch
del *.* /f/s/q
৩। এবার আসুন সি ড্রাইভে Documents and Settings নামে একটা ফোল্ডার আছে তার ভিতর আপনার তৈরীকৃত ইউজার নেম আছে তার ভিতর প্রবেশ করুন আবার এর মধ্যে Local settings নামে একটা ফোল্ডার পাবেন যার ভিতর Temp নামে একটা Folder পাবেন। এখন এই Temp ফোল্ডারের Address টাকে কপি করে
Text Document টিতে cd স্পেস দিয়ে পেষ্ট করুন এবং Enter চাপুন।এবং
del *.* /f/s/q লিখে Enter চাপুন। দেখতে নিচের লাইনের মতো হতে পারে।
দেখতে নিচের মতো হতে পারে-
cd C:\Documents and Settings\Dhruba\Local Settings\Temp
del *.* /f/s/q
৪। এবার Start মেনুর Run -এ গিয়ে লিখুন Recent দেখবেন একটা ফোল্ডার খুলে গেছে সেই ফোল্ডারের Address টাকে কপি করুন এবং
Text Document টিতে cd স্পেস দিয়ে পেষ্ট করুন এবং Enter চাপুন।এবং
del *.* /f/s/q লিখে Enter চাপুন। দেখতে নিচের লাইনের মতো হতে পারে।
দেখতে নিচের মতো হতে পারে-
cd C:\Documents and Settings\Dhruba\Recent
del *.* /f/s/q
৫। তারপর text document টিতে নিচের লাইনগুলো লিখুন
cd\
c:
tree
cls
exit
৬। এখন আপনার প্রোগামটি Complete হলো এবং এটিকে যে কোন একটি নাম দিয়ে তার সাথে ডট (.) দিয়ে bat এক্সটেনশন যুক্ত করে Desktop -এর কোখাও সেভ করুন এবং প্রোগ্রামটিকে ডাবল ক্লিক করে চালু করুন তারপর দেখুন যে কাজগুলো আপনি মেনুয়ালী করতেন তা এখন আপনার তৈরী করা এই ব্যাচ প্রোগ্রামই করে দিচ্ছে।
নিচে এই প্রোগ্রামটির একটি স্ক্রিন শট দিলাম -
দুর ছাই স্ক্রীন শট দেবার কত চেষ্টা করলাম কিন্তু পারলাম না। sorry if any one please help me. I could not insert picture from my hdd.
আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ! সুন্দর টিউনের জন্য। টেকটিঊনে স্বগতন। আশা করি আরো জটিল জটিল এবং প্রয়োজনীয় টিউন পাব।