একবার চেষ্টা করেই দেখুন না …………….!

কিছু দিন আগে আমি আপনাদের পরিবারের একজন সদস্য হয়েছিলাম কিন্তু আমি কিছুই জানি না , কিছুই পারি না কি টিউন করব ভেবে পাচ্ছিলাম না। খুব সাধারন একটা টিউন করলাম ভাল লাগলে মন্তব্য দিয়ে উতসাহিত করবেন।

কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি আর এই কাজের সময় কম্পিউটার অপারেটিং সিস্টেম কিছু গার্বেজ ফাইল তৈরী করে। যার নাম টেম্পরারী ফাইল। এই ফাইলগুলো কম্পিউটারের স্পিড কমিয়ে দেয় । আমার এই টিউনটির মাধ্যমে আপনি নিজেই একটা প্রোগ্রাম তৈরী করুন যা আপনার কম্পিউটারকে গতিশীল করতে সহায়তা করবে।

প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করে একটা New Text Document খুলুন। সেখানে নিচের কাজগুলো করুন-

১। আপনার অপারেটটিং সিস্টেম যে ড্রাইভে অর্থাৎ সি ড্রাইভে (অন্য ড্রাইভেও হতে পারে) প্রবেশ করুন এবং

tools -> folder options -> view -> show hidden files and folder

নির্বাচন করে  ok  দিয়ে বেরিয়ে আসুন। windows ফোল্ডারে প্রবেশ করুন সেখানে temp নামে একটা ফোল্ডার পাবেন তাতে প্রবেশ করুন।

এখন এই টেম্প ফোল্ডারের এড্রেস টুকুকে (এড্রেস বার থেকে) কপি করুন।

আপনার ডেস্কটপের New Text Document -এ গিয়ে cd লিখে একটা স্পেস দিয়ে কপি করা অংশ টুকু পেষ্ট করুন। একটা Enter চাপুন এবং নিচের লাইনে লিখুন

del *.* /f/s/q লিখে Enter চাপুন। দেখতে নিচের লাইনের মতো হতে পারে।

cd C:\WINDOWS\Temp

del *.* /f/s/q

২। তারপর আপনার windows ফোল্ডারের ভিতর Prefetch নামে একটা ফোল্ডার আছে তার ভিতর প্রবেশ করে সেই Address টাকেও কপি করে আবার Text Document টিতে cd স্পেস দিয়ে পেষ্ট করুন এবং Enter চাপুন।এবং

del *.* /f/s/q লিখে Enter চাপুন। দেখতে নিচের লাইনের মতো হতে পারে।

দেখতে নিচের মতো হতে পারে-

cd C:\WINDOWS\Prefetch

del *.* /f/s/q

৩। এবার আসুন সি ড্রাইভে Documents and Settings নামে একটা ফোল্ডার আছে তার ভিতর আপনার তৈরীকৃত ইউজার নেম আছে তার ভিতর প্রবেশ করুন আবার এর মধ্যে Local settings নামে একটা ফোল্ডার পাবেন যার ভিতর Temp নামে একটা Folder পাবেন। এখন এই Temp ফোল্ডারের Address টাকে কপি করে

Text Document টিতে cd স্পেস দিয়ে পেষ্ট করুন এবং Enter চাপুন।এবং

del *.* /f/s/q লিখে Enter চাপুন। দেখতে নিচের লাইনের মতো হতে পারে।

দেখতে নিচের মতো হতে পারে-

cd C:\Documents and Settings\Dhruba\Local Settings\Temp

del *.* /f/s/q

৪। এবার Start মেনুর Run -এ গিয়ে লিখুন Recent দেখবেন একটা ফোল্ডার খুলে গেছে সেই ফোল্ডারের Address টাকে কপি করুন এবং

Text Document টিতে cd স্পেস দিয়ে পেষ্ট করুন এবং Enter চাপুন।এবং

del *.* /f/s/q লিখে Enter চাপুন। দেখতে নিচের লাইনের মতো হতে পারে।

দেখতে নিচের মতো হতে পারে-

cd C:\Documents and Settings\Dhruba\Recent

del *.* /f/s/q

৫। তারপর text document টিতে নিচের লাইনগুলো লিখুন

cd\

c:

tree

cls

exit

৬। এখন আপনার প্রোগামটি Complete হলো এবং এটিকে যে কোন একটি নাম দিয়ে তার সাথে ডট (.) দিয়ে bat এক্সটেনশন যুক্ত করে Desktop -এর কোখাও সেভ করুন এবং প্রোগ্রামটিকে ডাবল ক্লিক করে চালু করুন তারপর দেখুন যে কাজগুলো আপনি মেনুয়ালী করতেন তা এখন আপনার তৈরী করা এই ব্যাচ প্রোগ্রামই করে দিচ্ছে।

নিচে এই প্রোগ্রামটির একটি স্ক্রিন শট দিলাম -

দুর ছাই স্ক্রীন শট দেবার কত চেষ্টা করলাম কিন্তু পারলাম না। sorry if any one please help me. I could not insert picture from my hdd.

Level 0

আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ! সুন্দর টিউনের জন্য। টেকটিঊনে স্বগতন। আশা করি আরো জটিল জটিল এবং প্রয়োজনীয় টিউন পাব।

চালিয়ে যান………………………..

আরো ভালোভাবে করতে নিচের টেক্স্ট টি টাইপ করুন

cd %systemroot%\temp
del *.* /f/s/q
cd %systemroot%\Prefetch
del *.* /f/s/q
cd %temp%
del *.* /f/s/q
cd %USERPROFILE%\recent
del *.* /f/s/q

এখন anything.bat নামে সেভ করুন |

    Level 0

    ধন্যবাদ তানভীর ভাই,
    আমি temp এর ভিতরের folder গুলোকে delete করতে পারছি না । help করবেন কি?

    যদি কত টেমপ ফোল্ডার এ কোনো ফাইল উইজ না হতে থাকে তবে |

    cd ..
    rmdir /s /q temp
    mkdir temp

    Level 0

    Many Many Thanks for help. If you don’t mind I need another help from you.
    I have a gp edge modem. I want to use it as a broad band connection. That means When Computer boot or logon it will be detected and connected automatically.
    Till now I made such this from internet explorer Auto dialing option. But the new gpmodem takes so much time to detect after logon winxp.
    may be you realise my problem. if you can please help me.

    তানভীর আহমেদ সিদ্দিকী says:
    যদি টেমপ ফোল্ডার এ কোনো ফাইল উইজ না হতে থাকে তবে |

    টেম্প ফোল্ডারের কোন্ ফাইল কখন ইউজ হচ্ছে, তা বুঝবো কিভাবে ?

    for grameen dialer :

    start -> run > control netconnections (press enter)

    now create a dialer for gprs modem name grameen. এবার dialer properties এ গিয়া ভালো করে খেয়াল করুন general tab এ connection using : এ ঠিক মডেম টি আছে কিনা : এখন device manager থেকে modem properties এ ক্লিক করে advanced tab গিয়া extra command হিসাবে AT+CGDCONT=1,”IP”,”gpinternet” লিখে ok করে বেরিয়ে আসুন |
    now open notepad and type :

    rasdial grameen /phone:*99***1#

    save to desktop as “something.bat”

    now click start -> all programs-> startup (right click & clik all users)

    paste something.bat to startup folder

    thats it…. let try or get any problem reply here….

ভাল টিউন,চালিয়ে যান।

চালিয়ে যান……………

ধন্যবাদ চালিয়ে যান আগামীর জন্য প্রয়োজন হইবে।।।।।।।।।।।।।।।।।।।।।।।। সুন্দর হয়েছে।।।।।।।।।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ।সুন্দর টিউনের জন্য///////////////////……………../////////////////

ভাল টিউন ধন্যবাদ শেয়ার করার জন্য। চালিয়ে যান…

Level 0

স্বাগতম আপনাকে, চালিয়ে যান আমরা আছি সাথে।

প্রথম টিউনেই ছক্কা মারছেন। শুব হোক আপনার আগামীর পথ। থেমে যাবেন না যেন। টেকটিউন্সে স্বাগতম। 🙂 🙂

নিচের টিউনটি দেখুন………….
কোন প্রকার সফটওয়্যার ছাড়া, অতিসহজে অপ্রয়েজনীয় ফাইল পরিষ্কার করুন!! (Notepad-এর চমক)
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/14432/

Fine tuning…
Go on…….

Level 0

আপু, প্রথেম আপনাকে স্বাগতম,আপনার টিউনটি সাধারণ দের তালিকাই বললে আমাদের ভূল হবে, আপনার {অসাধারণ/সাধারণ } টিউনটির জন্য ধন্যবাদ……. আপনার টিউনটি দুপুরে দেখিছিলাম ,তখন কমেন্স করিনি কারণ কিভাবে টিউনে ছবি দিতে হয় তা খুজে পাইনি ।ন্নিমে কি ভাবে টিউনে ছবি দিতে হয় তার লিং দিলাম-:
http://www.mediafire.com/?wnon0mmlijz#2

cd C:\Documents and Settings\Dhruba\Local Settings\Temp

del *.* /f/s/q
এটা কাজ করে না ???

Level 0

আপু, আপনাকে ধন্যবাদ।

Level 0

GOOD,,, চলবে চলবে..

Level 0

চালিয়ে যান ……..।

বড়ই সৌন্দর্য এবং জটিল।যাইতে থাকেন।

স্বাগতম আপনাকে,টিউন ভাল হইছে চালিয়ে যান ভাল টিউন করলে সবাই আপনার সাথে থাকবে।

Level 0

তানভীর আহমেদ সিদ্দিকী ভাই আপনার কাছে আমি আসলেই কৃতজ্ঞ থাকব। আপনি আমাকে যে এত সহযোগীতা করবেন আমি তা ভাবতেও পারি নি।
তবে সব কিছু ই ঠিক আছে শুধু একটা জায়গায় সমস্যা সেটা হলো কম্পিউটার লগইন হওয়ার সাথে সাথে মডেমটি ডিটেক্ট হয় না। তাই মডেমটি ডিটেক্ট হওয়ার আগেই ব্যাচ ফাইলটি চালু হয়ে যায়। যদি এমন কোন সিষ্টেম করা যেত যে কম্পিউটার যখন বুট হবে তখন আমার মডেমটি ডিটেক্ট হবে এবং লগিন হবার পর আমি দেখা যাবে যে I am connected.
এই জন্য কি আমাকে কোন ভাবে সহযোগীতা করা যায়? পিসি আই স্লটের কি কোন ডায়াল আপ এডজ মডেম বাংলাদেশে পাওয়া যায় বা আদৌ তা আছে কি না? জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন।

Level 0

My email: [email protected]
Modem: Gp Edge new modem which is available in bdMarket.

If you Don’t Mind I want to know about you and your profession.

    Now I am the project coordinator on metroNet Itsp(Internet Telephony Service Provider)
    Any problem just mail me @ gitanjoli[at]gmail.com (only computer problem. just joking ;-))

    here is a tips for execute a process in delay
    to give the process 10 second delay write the following script if more than 10 just add more line below
    ______________________________________________________________________________________

    @cls
    @ping 127.0.0.1 -n 10 > test ||||| here 10 is for 10 sec or u can give any variable
    rasdial grameen /phone:*99***1#

    ________________________________________________
    for detail write the count down timer like below
    _________________________________________________

    @cls
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 10
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 9
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 8
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 7
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 6
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 5
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 4
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 3
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 2
    @time /T
    @ping 127.0.0.1 -n 2 > test.cfg
    @cls
    @echo 1
    @time /T
    rasdial grameen /phone:*99***1#

Level 0

আপনার প্রোগ্রামটি ভাল লেগেছে, আসলেই আপনি জিনিয়াস।
কিন্তু আমার চাওয়াটা ছিল একটু অন্য রকম। আমার সমস্যাটা আমি আপনাকে খুলেই বলি । আমার কম্পিউটারে একটা এডজ মডেম লাগানো আছে গ্রামীনের এবং তাতে আনলিমিটেড সিষ্টেম করা আছে। আমার কম্পিউটারটি একটি অনলাইন রিপোর্টিং এর কাজ করে একটা সফটওয়্যারের সাহায্যে। কিন্তু কারেন্ট গেলে কম্পিটার একাই যখন চালু হয় তখন দেখা যায় আমার সফটওয়্যার টা চালু হয়ে যায় কিন্তু মডেমটি তখনোও ডিটেক্ট করে নাই।আসলে এখন যে Edge Modem আছে তার সবগুলিই Windows চালূ হয় তারপর ডিটেক্ট করে কিন্তু সাউন্ড কার্ড বা কিবোর্ড/মাউসের মতো আগে থেকেই ডিটেক্ট হয়ে থাকলে এরকম সমস্যা হতো না। উক্ত কম্পিউটারটিতে কোন অপারেটর থাকে না, সেটা ২৪ঘন্টাই চলে, বিদ্যুৎ গেলে বন্ধ থাকে এবং আসলে আবার চালু হয় এবং প্রথম ইন্টারনেট কানেকশন তারপর রিপোর্টিং সফটওয়্যার চালূ হয়।
এখন আমার জন্য ভাল হতো যদি এই Edge Modem টির ডিটেকশন উইনডোস এক্স পি লগ ইন হওয়ার আগেই ডিটেক্ট হতো। যেমন উইনডোস ৯৮ এ Autoexec.bat ফাইলে যা হতো। এখন এই ডিটেকশনের ব্যপারটা কোন ভাবে Windows XP Log in হওয়ার আগেই করা সম্ভব কি না?
আপনাকে বার বার বিরক্ত করতে আমার খুবই লজ্জা লাগছে। কিন্তু আসলে আমি এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পরে গেছি যা আপনাকে বোঝাতে পারবো না।

    dont worry, possible. i will mail you with all detail.
    আরো সহজ একটা কাজ করতে পারেন যাতে ইন্টারনেট না পাওয়া পর্যন্ত আপনার ওই অটো রেপর্তিং সফটয়ার চালু হবে না অথবা মডেম এবং ডায়ালার টি কে সার্ভিস হিসাবে চালু করলে

    Level 0

    you can chat with me in my facebook at [email protected]

start -> run -> cmd (enter)
wmic startup > c:\startup.txt

উপরের startup.txt ফাইল টি পারলে মেইল করেন .

Level 0

mail করে দিয়েছি।

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!!!!!!