সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স – গুগল এডসেন্স থেকে টাকা তুলুন সরাসরি আপনার ব্যাংকে

গুগল এডসেন্স এখন থেকে সরাসরি ব্যাংকে টাকা দেয়ার অপশন দিয়েছে । এটি আমাদের জন্য (বিশেষ করে বাংলাদেশ)  একটা বিশাল সুখবর । কেননা আমরা সকলে জানি যে গুগল এডসেন্স এ এপ্লাই করার সময় আমরা যদি ঢাকার জিপ কোড সহ এখানকার এড্রেস ব্যবহার করি তাহলে এডসেন্স এপ্রুভের জন্য বিশেষ সুবিধা হয় । আর তাই আপরা হয়তো অনেকে ঢাকার বাহিরে থাকার পরেও বন্ধু-বান্ধবের (ঢাকায় বসবাসরত) ঠিকানা ব্যবহার করি।

সব কিছু ঠিক মত হয়ার পরে যখন টাকা চেকের মাধ্যমে তুলতে হত তখন আমরা অনেকে পরতাম বিপদে।

যেমন-

  • ঠিকানা নিয়ে দুঃচিন্তা
  • বন্ধু-বান্ধবের সাথে রিলেশনে ঘারতি
  • পোষ্ট ম্যান এর ঝামেলা

সব শেষে বড় ঝামেলা হল চেকটা কে ভাংগানো............

সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স । এখন শুধু আপনার ব্যাংক এর ইনফরমেশন সঠিক ভাবে পুরন করুন তারপর উপভোগ করুন ব্যংকে টাকা পাওয়ার মজা গুগল এডসেন্স থেকে ।

সর্ব-প্রথম আপনার গুগল এডসেন্স এ লগিন করুন তারপর "পেমেন্টস" এ ক্লিক করুন।

এবার “Payment setting” তারপর “Add a new form of payment” এ ক্লিক করুন । এবার “Wire transfer to bank account” সিলেক্ট করুন।

সব শেষে সকল ইনফরমেশন দেয়ার পর Save এ ক্লিক করুন

আমার ছোট ব্লগ-টিতে অনলাইনে আর্নিং এর কিছু পোস্ট আছে। প্রয়োজন হলে একটু নজর দিতে পারেন greatfreelancer

গুগল এডসেন্স নিয়ে আমার অন্য পোস্ট গুলো-

পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!

অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার গোপন রহস্য। কয়েক দিনের মধ্যে কাজের অফার পেতে পারেন…

সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স – গুগল এডসেন্স থেকে টাকা তুলুন সরাসরি আপনার ব্যাংকে

(উপার্জনের শীর্ষ ওয়ে) গুগল এডসেন্স পাওয়ার সহজ নিয়ম ও তার পর করণীয় (ওয়ার্ডপ্রেস-এড রিপ্লেস, প্লেস সেটাপ এর সঠিক জায়গা)

অনলাইনে উপার্জনের কিছু-কথা সহ কিছু জ্ঞান হয়তো আপনার অনলাইনের প্রথম উপার্জনের জন্য কাজে দিবে

এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন

 

Level 3

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks for posting bro

Thank u.

Level 3

WC 🙂

এটা অনেক আগে থেকে ই জানতাম, নতুনদের কাজে লাগবে, শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটি করার জন্য ……… একদম আসল সময়ে টিউনটি করেছেন।এ বিষয়ে আপনাকে আরও কিছু প্রশ্ন করিঃ (আগেই বলি আমি এ বিষয়ে একদম নতুন , আমি শুধু প্রোগ্রামিং পারি,আমি একটা অ্যাপ বানিয়েছি যেটা প্লেস্টোরে ছাড়তে চাই , কিন্তু এখানে আমার আয় করতে হলে অ্যাডসেন্স আকাউন্ত লাগবে)
১) সরাসরি ব্যাঙ্কে আনতে পেপ্যাল কিংবা পাইওনিয়ার আকাউন্ত লাগবে কিনা ?
২) কোন ব্যাঙ্কে সরাসরি আনা যাবে ?
৩)কত সময় লাগে ?
৪)সরবনিম্ন কত টাকা আনতে পারবো ?
৫)কত টাকা কাটে ।

একটু কষ্ট করে প্রশ্নের উত্তর দিয়ে আমার উপকারটা করেন প্লিজ । ধন্যবাদ ।

Level 3

১) সরাসরি ব্যাঙ্কে আনতে পেপ্যাল কিংবা পাইওনিয়ার আকাউন্ত লাগবে কিনা ?
– না … আপনার শুধু ব্যাংক একাউন্ট এই যথেষ্ট
২) কোন ব্যাঙ্কে সরাসরি আনা যাবে ?
-যে সকল ব্যাংকের Swift code আছে। যেমন ডাচ-বাংলা ব্যাংকের Swift code DBBLBDDH
৩)কত সময় লাগে ?
-আপনার একাউন্টে ১০০ ডলার হলে তবেই পে-আউটের অর্ডার করতে পারবেন
৪)সরবনিম্ন কত টাকা আনতে পারবো ?
-আপনার একাউন্টে ১০০ ডলার হলে
৫)কত টাকা কাটে ।
-এটা আসলে ব্যাংক এর উপর নির্ভর করে ।

ধন্যবাদ ভাই… ভালো থাকবেন…

ধন্যবাদ ভাই

Level 0

ঠিকানা verification করতে কোন কোড কি আসে ?

ভাই আমি পেমেন্ট নিয়া সমস্যায় আছি যদি হেল্প করতেন উপকৃত হইতাম। Google গত ০২ April 20016 তারিখ এ wire transfer মাধ্যম আমার adsense পেমেন্ট sent করে। কিন্তু আজ 18 April 2016 কিন্তু টাকা এখনো জমা হয়নি।
Wire Transfer এর মাধ্যম বাংলাদেশ এ টাকা আসতে কত দিন লাগে?
আমার একাউন্ট ব্রাক বাংক এ। এটা আমার প্রথম পেমেন্ট।
আর Adsense Payee Name: MD ROHOL AMIN
BANK Account Name MD. ROHOL AMIN
অর্থাৎ Bank account এ MD এর পর Dot (.) আছে কিন্ত adsense payee name এ MD এর পর Dot (.) নাই এর কারনে কি কোন সমস্যা হবে? দয়াকরে সাহায্য করুন।