গুগল এডসেন্স এখন থেকে সরাসরি ব্যাংকে টাকা দেয়ার অপশন দিয়েছে । এটি আমাদের জন্য (বিশেষ করে বাংলাদেশ) একটা বিশাল সুখবর । কেননা আমরা সকলে জানি যে গুগল এডসেন্স এ এপ্লাই করার সময় আমরা যদি ঢাকার জিপ কোড সহ এখানকার এড্রেস ব্যবহার করি তাহলে এডসেন্স এপ্রুভের জন্য বিশেষ সুবিধা হয় । আর তাই আপরা হয়তো অনেকে ঢাকার বাহিরে থাকার পরেও বন্ধু-বান্ধবের (ঢাকায় বসবাসরত) ঠিকানা ব্যবহার করি।
সব কিছু ঠিক মত হয়ার পরে যখন টাকা চেকের মাধ্যমে তুলতে হত তখন আমরা অনেকে পরতাম বিপদে।
যেমন-
সব শেষে বড় ঝামেলা হল চেকটা কে ভাংগানো............
সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স । এখন শুধু আপনার ব্যাংক এর ইনফরমেশন সঠিক ভাবে পুরন করুন তারপর উপভোগ করুন ব্যংকে টাকা পাওয়ার মজা গুগল এডসেন্স থেকে ।
সর্ব-প্রথম আপনার গুগল এডসেন্স এ লগিন করুন তারপর "পেমেন্টস" এ ক্লিক করুন।
এবার “Payment setting” তারপর “Add a new form of payment” এ ক্লিক করুন । এবার “Wire transfer to bank account” সিলেক্ট করুন।
সব শেষে সকল ইনফরমেশন দেয়ার পর Save এ ক্লিক করুন
আমার ছোট ব্লগ-টিতে অনলাইনে আর্নিং এর কিছু পোস্ট আছে। প্রয়োজন হলে একটু নজর দিতে পারেন greatfreelancer
গুগল এডসেন্স নিয়ে আমার অন্য পোস্ট গুলো-
পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!
অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার গোপন রহস্য। কয়েক দিনের মধ্যে কাজের অফার পেতে পারেন…
সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স – গুগল এডসেন্স থেকে টাকা তুলুন সরাসরি আপনার ব্যাংকে
অনলাইনে উপার্জনের কিছু-কথা সহ কিছু জ্ঞান হয়তো আপনার অনলাইনের প্রথম উপার্জনের জন্য কাজে দিবে
এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন
আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
thanks for posting bro