আচ্ছালামুআলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। কি আর ভালো থাকা। চারদিকে শুধু গুম আর গুমের খবর। একদম গুমেলা পরিবেশ। (ভয়ে আছি)
এই বিষয়ে কেউ আগে পোস্ট করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
ভারত সম্পর্কে জ্ঞান অর্জনের পর থেকেই আমি ভারতের প্রতি মনঃক্ষুন্ন। মাফ করবেন। আমাকে টিউবয়েল চেপেই পানি নিতে হয়। গ্রাম থেকে লিখছি। তাই চাষাবাদেও পানি আমার দরকার। আর শুষ্ক মৌসুমে আমরা পানি পাইনা। ন্যায্য তিস্তার পানি পেলে হয়তো এতটা কষ্ট হতো না। যাক সে কথা। আল্লাহ একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবেন।
আমার পিসিতে কোন ভারতীয় মুভি নেই। কিন্তু যেসব হলিউডের মুভি নিয়ে আসি সেগুলোতো ইদানিং দেখছি Dual-Audio[Eng-Hindi] প্রবণতা বেড়েই চলেছে।
তাই আসুন এই গুমেলা যুগে Hindi Audio টা গুম করে দিই। আমাদের Cyber-71 হ্যাকার গ্রুপের দেশের জন্য কাজ করা দেখে আমি এই Hindi-Audio গুম করতে মনস্থির করেছি। ভারতীয় ভাইয়েরা আপনাদের পছন্দমত ভাষাটা গুম করে দিতে পারেন।
আগেই বলে রাখি আমি কিন্তু কোন দলের না। নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। পাকিস্তানি পণ্য ক্ষতিকারক না হলেও সেগুলো বর্জনের প্রচার চলে। আর ভারতীয় সিরিয়াল ক্ষতিকারক হলেও সেগুলো বন্ধ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। এই পাকিস্তান আর ভারত এই দুটো দেশের জন্যই আজ এতো অশান্তি দেশে। যাক কাজের কথায় আসি।
১। প্রথমে নিচের লিংক থেকে Software টা Download দিয়ে Install দিয়ে Open করুন। নিচের মতো আসবে।
২। এবার যে MKV ফাইলটি থেকে Audio গুম করবেন সেটি মাউস দিয়ে টেনে এনে ওখানে ছেড়ে দিন। নিচের মতো আসবে।
৩। এবার দেখুন কোন Audio ফাইলটির (*aac,*mp3,*wav) নিচে Language এ Hindi লেখা আছে। সেটির টিক চিহ্ন তুলে দিন।
৪। এবার Start Muxing এ ক্লিক করে ১০ সেকেন্ড অপেক্ষা করুন।
৫। নতুন Window আসলে Ok করুন।
দেখবেন মুভির ওই ফোল্ডারেই আরেকটা MKV ফাইল এসে গেছে যার Size আগেরটার চেয়ে অবশ্যই কম।
আরে??? আপনিও গুম করলেন??? এবার গুমটা মনে হয় আমিই হব। অনেকেই যা চটেছেন।
ধন্যবাদ সবাইকে।
ফেসবুকে আমিঃ Sandpiper Mehedee
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
Joss….Like It