ক্যস্পারস্কি ২০১১ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এর সম্পর্কে আমি আগের টিউনে বিস্তারিত বলেছি।আগের টিউন টি দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
প্রথমে আপনাদের বলি যে update কি। প্রতিদিন হাজার হাজার ভাইরাস তৈরি হচ্ছে। এর সাথে সাথে এন্টিভাইরাস কোম্পানী গুলো ঐ সব ভাইরাসের বিরুদ্ধে প্রতিদিন data base তৈরি করছে।আমাদের পিসিতে যে সব এন্টি ভাইরাস ইন্সটল করা থাকে সেগুলো নিয়মিত online server থেকে ঐ data base গুলো নামিয়ে নিজেকে রাখে updated। আমাদের অনেকের বাসায় হয়ত বিভিন্ন কারনে নেট কানেকশন নেই কিন্তু বাইরে থেকে প্রতিদিন নেট ইউজ করতে হয়। আর আমরা যে সব এন্টিভাইরাস ইউজ করি তার বেশিরভাগ ই সরাসরি নেট থেকে update করতে হয়।কিছু এন্টিভাইরাস যেমন avast, avira ইত্যাদির offline update করা যায়। offline update হলো, অন্য নেট কানেক্টেড পিসি থেকে update ডাউনলোড করে নিজের পিসিতে সেট করা।যার ফলে নিজের পিসিতে নেট কানেকশন দরকার হয়না।
ক্যস্পারস্কি একটি ভাল এন্টিভাইরাস কিন্তু এটির সরাসরি কোন offline update system নেই। তাই যাদের বাসায় নেট কানেকশন নেই তাদের অনেকের ইচ্ছা থাকা সত্বেও ক্যস্পারস্কি ইউজ করতে পারেন না,বাধ্য হয়ে তাই তাদের avast বা avira use করতে হয়। আজ আপনাদের দেখাবো কিভাবে Kaspersky Internet Security 2011, offline update করতে হয়।
প্রথমে একটি ছোট portable software নামিয়ে নিন নিচের লিঙ্ক থেকে
এবার নিচের process গুলো follow করুন।
১.আপনার পেন ড্রাইভ (যেটিতে update নামাবেন) পিসিতে কানেক্ট করুন.
২. পেন ড্রাইভে যে কোন নামে একটি folder খুলুন।
৩. এবার software টি ঐ folder এর মধ্যে কপি করুন
৪. এবার Extract করুন
** এবার পেন ড্রাইভ টিকে অন্য নেট কানেক্টেড পিসিতে plug করুন.
৫. এবার ঐ folder এ গিয়ে KasperskyUpdater.exe ফাইল টি run করুন।
৬. এরকম একটি window আসবে।
৭.আপনি কোন ভার্সন ইউজ করছেন তা select করুন। কোন ভার্সন ইউজ করছেন তা জানতে system tray তে Kaspersky icon এর মাঝে কিছুক্ষন কারসর টি ধরে রাখুন।
৮. এবার Apply click করে Start এ click করুন। আপডেট শুরু হবে। দেখবেন ঐ folder এ "updates" নামে একটি folder তৈরি হয়েছে এবং সেখানে update, download হচ্ছে। সম্পুর্ন আপডেট download হলে পেন ড্রাইভ টি unplug করুন এবং আপনার pc তে নিয়ে আসুন।
৯. আপনার পিসিতে ক্যস্পারস্কি open করুন , settings এর update settings এ যান এবং "update source" এর settings এ click করুন
১০. "kaspersky lab update servers" এর টিক উঠান
১১. add বাটনে click করুন এবং আপনার পেন ড্রাইভের "updates" folder টি select করুন। (যেখানে আপনার update, download হয়েছে) এবং OK, click করুন
১২. OK, click করুন
১৩. Apply then OK, click করুন।
১৪. এবার Update এ গিয়ে "Run update" click করুন. দেখবেন ১ মিনিটের মাঝে Kaspersky, updated হয়ে গিয়েছে।
১৫. এখন থেকে শুধু আপনার পেন ড্রাইভ টি ৭ দিন পরপর যে কোন নেট কানেক্টেড পিসি তে connect করে আগের process অনুসরন করলে শুধু মাত্র ৭ দিনের আপডেট আগের folder এ জমা হবে। ফলে আপডেট হতে কম সময় লাগবে।প্রথম বার আপডেট হতে শুধু বেশি সময় নেবে।
১৬.পুনরায় একই process এ আপনার পিসির Kaspersky কে updated করুন।
আবারও বলছি যে ক্যস্পারস্কি নিয়ে t.tunes এ অনেক টিউন হয়েছে।বাট আমার কাছে কোনোটা গোছানো মনে হইনি।তাই অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমবার কত mb update নিবে? আর কিভাবে ভাইরাস delete করতে হয় ? virus detect করার পর কোন delete option পাইনা, একটু details জানাবেন।