আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমার ৩০০ তম টিউনের এর পর্ব ! জানিনা কিভাবে টেকটিউন্স এ আমার ৩০০ তম টিউন হয়ে গেল, আসলে আমার এখনো কিছু শিখাই হয় নাই, এখনো শিখতে আছি আমার প্রিয় টেকটিউন্স সাইট থেকে আর শিখা থেকে আজ ৩০০ তম টিউনে পা রাখলাম, সময় পেয়েছি তাই শিখতে পেরেছি, এখনো কাজের চাপের এবং কি পরিবারেরও চাপ এখন বুঝতে পেরেছি টেকটিউন্স এর টিপটিউনারদের দেখা যাচ্ছে না কেন!! এমন এক সময় আসে সবাই তখন পরিবার/নিজের কাজের জড়িয়ে পড়ে, আমার ও মনে হয় সামনে আমার একই অবস্থা হবে বুঝা যাচ্ছে! তবুও হাজারও ব্যস্ততার মাঝে উঁকি মারতে চেষ্টা করব আমার প্রিয় সাইটে। আর সকলের নিকট দোয়া রইল, যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি মানুষের খেদমত/উপকার করে যেতে পারি।
আর কথা না বাড়িয়ে আপনাদের জন্য ৩০০ তম টিউন উপক্ষ্যে নিয়ে আসলাম Autoplay menu builder নামে কাজের একটি সফট! আমাদের কম্পিউটারে এলোমেলো ভাবে অনেক সফট থাকে, কাজের প্রয়োজনে পাওয়া যায় কিন্তু আপনি যদি এই সফট দিয়ে আপনার কাজের সফট গুলো রাখতে চান এই Autoplay menu builder অনেক কাজে দিবে আপনার আমারও অনেক কাজে দিয়েছে। আশা করি আপনার অনেক ভাল লাগবে।
প্রথমে এখান থেকে Autoplay menu builder সফটটি ডাউনলোড করে নিয়ে চালু করুন।
তাহলে নিচের মত পরিবেশ দেখা যাবে।
এখন আমাদের কাজ হল টেমপেল্ট তৈরি করা আপনি যদি ফটোশপে ভাল কাজ জানেন তাহলে উপরের মাপের একটি টেমপেল্ট তৈরি করুন।
এবার আমরা আমাদের তৈরি করা এই টেম্পেল্ট কে নিতে হলে নিচের নিয়ম অনুসরণ করুন।
তাহলে নিচের মত আমাদের ডিজাইনটি শো করবে।
এবার আমাদের কাজ হল সফট এর লিংক/ লেখা দেওয়া। তাহলে অনুসরণ করুন নিচের নিয়ম গুলো।
Tool বার থেকে Hot Label বাটনে ক্লিক করে আপনার পছন্দের সফট এর লেখা লিখুন আমি KM PLAYER এর নাম লিখলাম আপ্নারা আপনাদের প্রয়োজনীয় সফট এর নাম লিখুন। আর লেখার সাইজ/ লেখার কালার চেঞ্জ করুন এই Properties বার থেকে।
এবার আমাদের কাজ হচ্ছে Action দেওয়া মানে আমরা Km player যে লিখেছে এই Km player ক্লিক করলে কি হবে তা Action এ উল্লেখ করে দিতে হবে। নিচের মত করে।
Action Type থেকে আপনার পছন্দের Action সিলেক্ট করুন
এই ভাবে নিচের মত লেখা লিখে উপরের নিয়মের মত কাজ করুন।
এবার Test বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে! সবগুলো বাটন ঠিক মত কাজ করছে নাকি!আর আমাদের ডিজাইনের মধ্যে এনিমেশন লেখা দিতে হলে Text Anamition বাটনে ক্লিক করে এনিমেশন লেখা লিখুন। তাহলে ডিজাইনের লেখাগুলো এনিমেশন হবে।
ইচ্ছা করলে আপনি আরো অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন বিভিন্ন সেভ/ইমেজ/সাউন্ড দিয়ে।
ব্যাস কাজ শেষ সেভ করে রাখুন।
৩০০ তম টিউনে আমি আর টিউনারগণঃ
টিউনারগনঃ হোছাইন ভাই আপনি তো ৩০০ তম টিউন করে ফেললেন আমাদের মিষ্টি খাওয়াবেন না!
আমিঃ এত কষ্ট করে আমি ৩০০ তম টিউন করলাম আর আমি আপনাদের মিষ্টি খাওয়াবো আপনারা আমারে মিষ্টি খাওয়াবেন! ঠিক আছে আর কিছুদিন অপেক্ষা করুন বিয়ের মিষ্টি সহ ৩০০ তম টিউনের মিষ্টি এক সাথে খাওয়াবো!
১। বর সেজে আছিঃ
২। মিষ্টি নিয়ে আসছি!
অপেক্ষা করুন!!
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
৩০০ তম টিউন আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জানি এই লম্বা পথ পাড়ি দেয়া সহজ ছিল না। এগিয়ে যান ভাই। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।