আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের নিয়ে আসলাম কাজের বাংলাতে ৩টি সফট, আশা করি এই সফট গুলো আমাদের সবার কাজে লাগবে। আমি নিজেই এই ৩টি সফট কে কাজে লাগাই,
তাহলে আর দেরি কেন নিচের লিংক গুলো থেকে সফটগুলো ডাউনলোড করে নিন।
১। English to Bangla Dictionary: এই Dictionary আমার কাছে অনেক আগে সিডি করা ছিল কিন্তু আজ হঠ্যাত সিডি বাছাই করতে গিয়ে Dictionary পেয়ে গেলাম ব্যবহার করে দেখলাম অনেক সুন্দর, আপনি যে শব্দ খুঁজবেন সে শব্দ ইংরেজীতে লিখুন এবং দেখবেন আপনাকে শব্দের অর্থ এবং ছবি দেখবে এবং কি আপনার শব্দের ভাসা চেঞ্জ করতে পারবেন। ব্যবহার করে দেখুন অনেক ভাল লাগবে। Download
২। Shuddhoshabdo: আমরা অনেকেই লেখালেখি করি MS Word এ কারন অন্যান্য সফট থেকে MS Word এ লেখা অনেক সুবিধা, আর বেশির ভাগই আমরা বাংলা টাইপ করি আর মধ্যে অনেক বাংলা ভূল থেকে যায় আপনি এই সফট টি ব্যবহার করে দেখুন আপনি আপনার বাংলা বানান শুদ্ধ করতে পারবেন। Download
৩। Age Calculator: বাংলাতে এইজ ক্যালকুলেটর আমরা অনেকে তো ইংরেজী AgeCalculator ব্যবহার করেছেন এবার বাংলা Age Calculator ব্যবহার করে দেখুন কেমন লাগে। Download
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ সুন্দর সফটওয়্যার গুলি শেয়ার করার জন্য ।