বাংলাতে ৩টি কাজের ছোট সফট (ভাল লাগবে সবার)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আজ আমি আপনাদের নিয়ে আসলাম কাজের বাংলাতে ৩টি সফট, আশা করি এই সফট গুলো আমাদের সবার কাজে লাগবে। আমি নিজেই এই ৩টি সফট কে কাজে লাগাই,

তাহলে আর দেরি কেন নিচের লিংক গুলো থেকে সফটগুলো ডাউনলোড করে নিন।

১। English to Bangla Dictionary: এই Dictionary আমার কাছে অনেক আগে সিডি করা ছিল কিন্তু আজ হঠ্যাত সিডি বাছাই করতে গিয়ে Dictionary পেয়ে গেলাম ব্যবহার করে দেখলাম অনেক সুন্দর, আপনি যে শব্দ খুঁজবেন সে শব্দ ইংরেজীতে লিখুন এবং দেখবেন আপনাকে শব্দের অর্থ এবং ছবি দেখবে এবং কি আপনার শব্দের ভাসা চেঞ্জ করতে পারবেন। ব্যবহার করে দেখুন অনেক ভাল লাগবে। Download 

২। Shuddhoshabdo: আমরা অনেকেই লেখালেখি করি MS Word এ কারন অন্যান্য সফট থেকে MS Word এ লেখা অনেক সুবিধা, আর বেশির ভাগই আমরা বাংলা টাইপ করি আর মধ্যে অনেক বাংলা ভূল থেকে যায় আপনি এই সফট টি ব্যবহার করে দেখুন আপনি আপনার বাংলা বানান শুদ্ধ করতে পারবেন। Download 

৩। Age Calculator: বাংলাতে এইজ ক্যালকুলেটর আমরা অনেকে তো ইংরেজী AgeCalculator ব্যবহার করেছেন এবার বাংলা Age Calculator ব্যবহার করে দেখুন কেমন লাগে। Download 

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ সুন্দর সফটওয়্যার গুলি শেয়ার করার জন্য ।

jossssddd

অনেক সুন্দর ! ভাল লাগলো !!

    @Mallik Galib Shahriar: প্রথমে আপনাকে চিনতে পারলাম না নাম চেঞ্জ এর কারনে- পরে প্রফাইল এ গিয়ে দেখি সে আপনি ! ধন্যবাদ আপনাকে নিজের নামটা ব্যবহার করার জন্য ।

ভাল লাগলো !! ধন্যবাদ আপনাকে

ভাই Shuddhoshabdo লিংক ঠিক করেন ।

Level 0

Samsung Android Mobile e Bangla font Install korbo kemon kore?

    @মম: আলাদা ফন্ট ব্যবহার করতে পারেন @ এই নিয়ে ১টি টিউন অধেক করলাম বাকিটা করে কিছুদিন এর মধ্যে Android মজার পর্বে পাবেন ! (ইনশাআল্লাহ) @ ধন্যবাদ মন্তব্যর জন্য ।

Level 0

Many thanks

Level 0

Nice. Thanks

হোসাইন ভাই আপনি এতো বাংলা এপস কোথায় থেকে কালেকশন করেন ? ধন্যবাদ ভাই টিউনের জন্য।

Level 0

হোছাইন আহম্মদ ভাই এই Shuddhoshabdo সফটওয়্যারটা কি Android Mobile এর জন্য হবে । প্লিজ ভাই থাকলে একটু আমায় দিবেন ।

চমৎকার সফটওয়্যার। ডাউনলোড করে দেখি, কেন লাগে?

কাজের জিনিস

ভাল লাগলো বাংলা দেখে
😀