কেমন আছেন সবাই। আশা করি মহান আল্লাহ্র রহমতে সবাই ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ্ বেশ ভাল আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি বাংলা ভিডিও টিউটোরিয়াল যেখানে আপনি দেখতে পারবেন কিভাবে Internet Download Manager সফটওয়্যারটি ফ্রীতে ফুল ভার্শন করে নিতে পারবেন।
IDM কি সেটা আশা করি সবাই জানেন। এটি হচ্ছে একটি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার যেটার সাহায্যে আপনি ইন্টারনেটের যে কোন প্রান্ত থেকে Music, Video, Audio, Photo ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। কিন্তু এটি ফ্রী না হওয়ায় অনেকেই এক মাস ফ্রী ব্যবহার করার পর আর ব্যবহার করতে পারছেন না। আবার ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যেখানে IDM ফুল ভার্শন করার টিউটোরিয়াল আছে কিন্তু সমস্যা হল- এদের মধ্যে অধিকাংশই শুধু বলে যায় যে, সিরিয়াল ফাইল আইডিএম এর ফোল্ডারে রাখলেই এটি ফুল ভার্শন হয়ে যাবে, কিন্তু কেউই একদম লাইভ এটি ফুল ভার্শন করে দেখান না। ঠিক এই জন্যই আপনাদের জন্য আজকে নিয়ে এলাম বাংলা ভিডিও টিউটোরিয়াল এবং সাথে ফুল ভার্শন আইডিএম এর ডাউনলোড লিঙ্ক। যেখানে আপনাদের সরাসরি আইডিএম ফুল ভার্শন করে দেখানো হয়েছে।
ভিডিও টিউটোরিয়ালটির ইউটিউব লিঙ্ক- ভিডিওটি ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন।
ভিডিও টিউটোরিয়ালটির ডাউনলোড লিঙ্ক- IDM Full Version করার ভিডিও টিউটোরিয়ালটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ভিডিওতে যে আইডিএম সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে সেটার ডাউনলোড লিংক- ফুল ভার্শন আইডিএম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এখানে উল্লেখ্য, উপরের ফাইলটিতে আইডিএম সফটওয়্যার এবং সিরিয়াল ফাইল থাকার কারনে এটি জিপ করে দেয়া হয়েছে। যাদের কম্পিউটারে Winrar বা, 7Zip সফটওয়্যারটি ইন্সটল করা নেই তারা এই জিপ ফাইলটি ওপেন করতে পারবেন না। কাজেই এই জিপ ফাইলটি ওপেন বা আনজিপ করতে হলে আপনাকে Winrar বা, 7Zip ডাউনলোড করতে হবে। Winrar Software ডাউনলোড করতে নিচের লিঙ্ক ফলো করুন।
Winrar Software ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে ইন্সটল করুন। এরপর আমাদের দেয়া আইডিএম এর জিপ ফাইলটির উপর রাইট ক্লিক করে "Extract Here" দিন। তাহলেই দেখবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হবে এবং আপনি আইডিএম সফটওয়্যারটি সিরিয়াল/প্যাচ সহ পেয়ে যাবেন। 😎
কোথাও কোন সমস্যা হলে কমেন্টে/ফেসবুকে জানাতে পারেন।
পোষ্টটি ভাল লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। আল্লাহ্ হাফিজ।
আমি আইটি বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো উদ্যোগ, ধন্যবাদ আইটি বাড়ি।