সবচেয়ে সহজ নিয়মে দূর করি IDM এর fake serial number এর সমস্যা

আসসালামুয়ালাইকুম।

টেকটিউনস ভাইয়েরা কেমন আছেন সবাই। আশাকরি আল্লহ তায়ালার অশেষ মহিমায় সকলে ভালই আছেন।

আজ আমি আপনাদেরকে দেখাব কি করে IDM বা Internet Download Manager এর fake serial number নটিফিকেশন কি করে দূর করতে হয় তার সবচেয়ে সহজ উপায়।

আমরা অনেকেই ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করতে IDM ব্যবহার করে থাকি কারন এতে proxy ব্যবহার করা যায় তাছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে। কিন্তু এর প্রধান অসুবিধা হল এটি ফ্রিওয়ার নয় তাই কিনে ব্যবহার করতে হয়। তাই আমরা এটা Patch ব্যবহার করে ফুল ভার্সন করে নেই। কিন্তু IDM এর গত অনেক গুলো ভার্সন কে প্যাচ করার পর ও নিচের নটিফিকেশন দেখেন নাই এমন মানুষ পাওয়া যাবে না বললে চলে।

এখন আমি দেখাব কিভাবে এই সমস্যা স্থায়ী সমাধান করার সহজ উপায়।

প্রথমেই আপনার IDM এর যে ভার্সনটি আছে তার ইন্সস্টল করে প্যাচ করে নিন। তারপর Run এর লিখুন regedit এর Enter press করুন।

Enter press করার পর HKEY_CURRENT_USER ফোল্ডারে ডাবল ক্লিক করুন।

তার নিচে অনেক গুলো সাব ফোল্ডার দেখাবে সেখানে আপনি Softwere নামক ফোল্ডারে ডাবল ক্লিক করুন।

সেই Softwere নামক ফোল্ডারের নিচে আরো অনেক সাব ফোল্ডার দেখবেন, সেখান থেকে DownloadManager নামক ফোল্ডার দেখবেন তার উপর ডাবল ক্লিক করুন।

এখন আপনি আপনার মনিটরের ডান দিকে লক্ষ্য করুন দেখবেন অনেক গুলো ফাইলের নাম দেখাচ্ছে সেখান থেকে CheckUpdtVM নামক ফাইটিতে ডাবল ক্লিক করুন সেখানে দেখবেন Edit String নামক একটি পেইজ ওপেন হয়েছে তার দুটি ঘর রয়েছে নিচের ঘর এর নাম দেখবেন Value Data: 10 দেয়া আছে আপনি তার Value: 0 করে দিয়ে Ok বাটনে ক্লিক করুন আর পরের বার Windows দেয়ার আগ পর্যন্ত IDM নিশ্চিন্তে ব্যবহার করুন।

এই বিষয় নিয়ে এর আগে অনেক টেকটিউনস তে অনেক টিউন হয়েছে কিন্তু এর একটাও কাজ করে নি। এবার দেখেন ইন্সাআল্লাহ এইবার কাজ করবেই। আর এই ছোট্ট বিষয়ে নিয়ে অতিরিক্ত লিখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এত বেশি লিখার কারন হল যাতে সবাই সহজেই বুঝতে পারে। যদি আমার এই টিউনটি ভাল লাগে তাহলে জানালে খুশি হব এবং ভবিষ্যতে টিউন করতে আরও মনোবল ও অনুপ্ররণা  পাব।

ধন্যবাদ সবাইকে

আজকের মত আল্লাহ হাফেয।

 

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি ক্রাক ফাইল ইউস করি এখন পজন্ত কোন সমস্যা পাইনি হয়তবা পরে কাজে লাগবে থ্যাংকস

অনেকের কাজে লাগবে, টিউনের জন্য ধন্যবাদ

TNXS

c/programefile theke idmgrabhelp file ta delete korlei hobe

Level 0

tnx. Vaï kaj hoïcha

hmmm আর উপায় আসে কিন্তু আইতাও আক্তা ভাল Idea

ধন্যবাদ, টিউনটি শেয়ার করার জন্য।

কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

Level 0

ডিটেইলস লেখার জন্যই ধন্যবাদ।

Level 0

অনেক অনেক ধন্যবাদ ভাই। এখন ঠিক মতো কাজ করলেই হয়।

Level 0

Thanks

কাজে লাগছে। অনেক ধন্যবাদ

Level 2

CheckUpdtVM ai lekhata pelam nato…

অনেক ধন্যবাদ

ভাই কাজটা করে রাখলাম দেখা যাক কি হয়
টি উন দেওয়ার জন্য ধনবাদ