টেকটিউনস এর বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।
ইদানিং ইন্টারনেটে Life Hacking নামে একটা নতুন টার্ম খুব জনপ্রিয় হয়েছে। লাইফ হ্যাক মানে হচ্ছে দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করে নিজের জীবনটা একটু সহজ করে তোলা। যাই হোক ব্যাপারটা আমার কাছে দারুন মনে হয়েছে, ভাবলাম টিটি-তেও শেয়ার করি...
ইমেইল এড্রেস যদি মার্কেটিং মেইল দিয়ে ভরতি হয়ে যায় তাহলে জাস্ট Unsubscribe দিয়ে ফিল্টার করুন।
এই গরমে মাত্র ১৫ মিনিটে বরফ শীতল কোল্ড ড্রিংক পেতে একটা ভেজা পেপার টিস্যু দিয়ে পানি/কোল্ড ড্রিংকের বোতলটা পেঁচিয়ে ফ্রিজে রেখে দিন।
১০-১৫ মিনিটের ভেতর বরফ শীতল হয়ে যাবে।
স্মার্ট ফোনে স্টাইলাস পেন দরকার? চিপসের প্যাকেটটা উলটিয়ে একটা কলমের মাথায় লাগান। বাকি অংশ কেটে ফেলে দিন।
আপনার পুরনো ক্যাসেটের বক্সগুলো কাজে লাগাতে পারেন স্মার্টফোন হোল্ডার হিসেবে।
পেঁয়াজ কাটার সময় কান্না-কাটি বন্ধ করতে চাইলে কাটতে কাটতে একটা চুইংগাম চিবাবেন। আরেকটা পদ্ধতি হল কাটার আগে ১৫ মিনিটের জন্য ফ্রীজে রেখে দিবেন।
ঘরে দুর্গন্ধ? আপনার টেবিলল্যাম্প বা টিউবলাইটের উপর একটু আতর কিংবা পারফিউম দিয়ে রাখবেন। দুর্গন্ধ থাকবে না।
কোন কারনে কাচ ভেঙ্গে গেলে মেঝে থেকে ভাঙ্গা কাঁচের কনাগুলো উঠাতে একটা পাউরুটির স্লাইস ব্যাবহার করুন।
A-4 পেপার দিয়ে খুব সহজে সিডির কভার বানান।
প্লাস্টিক ব্যাগের গিঁট খুলতে পারছেন না? শেষ মাথাটা পেঁচিয়ে একদম শক্ত করে ফেলুন। তারপর ভেতরের দিকে পুশ করলেই খুলে যাবে।
একটা গ্লাসের ভেতর মোবাইলটা রেখে দিন, সাউন্ড অনেক বেড়ে যাবে।
অগোছালো কর্ড গুলো বাইন্ডার ক্লিপ দিয়ে গুছিয়ে রাখুন।
বিনা খরচে ডাস্টপ্যান বানান।
গ্লাস ক্লিনার নেই? গ্লাসের দাগ উঠাতে একটা টিস্যুতে কোক ঢেলে তা দিয়ে গ্লাস পরিষ্কার করে ফেলুন। কিছুক্ষণ পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন,গ্লাস পরিষ্কার হয়ে যাবে!
ড্রয়ারে কাপড় গুলো উপর-নিচ না রেখে পাশাপাশি রাখুন, সহজে খুজে পাবেন।
কোন ভাবেই বোতলের মুখ খুলছে না? মুখটাতে ছোট্ট একটা ফুটা করুন। এইবার খুলে যাবে।
বার বার ক্যান থেকে স্ট্র উঠে যায়? ওপেনিং লিডের ভেতর দিয়ে স্ট্র ঢুকান, তাহলে আর উঠবে না।
বার বার গিট্টু লাগাতে না চাইলে এমন করুন।
কিবোর্ডের নিচের ক্লিপ ভেঙ্গে গেছে? বাইন্ডার ক্লিপ ইউজ করুন।
রঙের কৌটার মাঝখানে একটা মোটা রাবার ব্যান্ড লাগিয়ে রাখুন। তাহলে বাড়তি রঙ আর বাইরে পরবে না।
বার কিংবা কফি শপে ড্রিংক রেখে একটু বাইরে যাবেন? আপনার ড্রিংক কোস্টারটি গ্লাসের উপর রেখে নিশ্চিন্তে যেতে পারেন। কোন ওয়েটার আপনার ড্রিংক নেবে না। কিংবা কেউ ভাববেনা আপনার সিটটা খালি। এটা ইউনিভারসাল বার ল্যাঙ্গুয়েজ।
ব্যাটারি সাইজ ঠিক নেই? বাড়তি অংশটি অ্যালমুনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে পূরণ করে দিন। কাজ হয়ে যাবে।
গেম খেলতে গেলে খালি অ্যাড দেখায়? Flight/Aeroplane Mode দিয়ে খেলুন। আর অ্যাড দেখাবে না।
এবার একটা মজার ট্রিক... আশা করি কারও কাজে লাগবে না...
প্যান্টের জিপার নেমে যায়? জিপারের সাথে একটা চাবির রিং লাগান। তারপর জিপার বন্ধ করে রিংটা উপরের বাটনের সাথে আটকে দিন। ইজ্জত বাঁচবে।
আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে। সামনে আরও নতুন পর্ব নিয়ে আসছি।
সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।
আমি তারিক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In three words I can sum up everything I've learned about life : it goes on...
khub moja pylam