মাত্র ৫ সেকেন্ডেই চেক করুন যেকোন রিমোর্ট!!!!!!!!!!!!!!!!

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন টেকটিউনের বন্ধুরা। আশা করি সাবাই ভালই আছেন।

আজ আমি আপনাদের মাঝে একটু নতুন মজার ও দারুন টিউন নিয়ে হাজির হলাম।

বর্তমান প্রযুক্তির যুগে আমরা যে সকল ইলেট্রিক ও ইলেট্রনিক্স ডিভাইস ব্যবহার করি তার বেশির ভাগই রিমোর্ট চালিত। আমরা মাঝে মাঝে সেই রিমোর্ট নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাই যে এটা কি নষ্ট হয়ে গেল নাকি।

আজ আমি আপনাদের জানাব কিভাবে সবচেয়ে সহযে আপানার ব্যবহারিত রিমোট কন্ট্রোলটি ভাল না খারাপ অথবা রিমোর্ট কিনতে গেলে সেটা ভাল কিনা তা দেখার উপায় বলে দিচ্ছি।

এটা করার জন্য প্রয়োজন হবে একটা ক্যামেরা। আমাদের মোটামোটি সবার ব্যবহারিত মোবাইল ফোনে যেকোন মানের একটা ক্যামেরা লাগানো থাকে। প্রথমে সেই ক্যামেরাটি অন করে আপনার রিমোর্টটির LED বাল্বটি ক্যামেরার লেন্স বরাবর রেখে রিমোর্টের যেকোন একটি বাটন প্রেস করেন। যদি রিমোর্টটি ভাল হয় তাহলে ক্যামেরার ডিসপ্লেতে সাদা আলো দেখতে পাবেন। আর যদি নষ্ট হয় বা ব্যটারী শেষ হয়ে যায় তাহলে কোন আলো জ্বলবে না।

সবাই ভাল থাকবেন

আশা করি ভবিষতে অন্য কোন নতুন বিষয় নিয়ে হাজির হতে পারব।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই রিমোটে LED বাল্ব ইউজ হয় এইটা জানতাম না…!!! ☺
যতদূর জানি ইনফ্রারেড বাল্ব ইউজ করা হয়।

    @তারিক আহমেদ: ফিরে যাই 3 Idiot মুভির সেই বিখ্যাত সংলাপে। আপনার ভাই আহ্‌সান ভাষা পছন্দ হয় নি বোধ হয়।

Level 0

দারুন মজার একটা জিনিস শিখলাম কিন্তু কারন টা বুজলামনা খালি চখে দেখা যায় না কিন্তু মোবাইলের ডিসপ্লেতে দেখা যায়

    @skynet: সাধারন আলোর চেয়ে ইনফ্রারেড লাইটের electromagnetic radiation বেশি তরঙ্গ দৈর্ঘের হয়ে থাকে। যা খালি চোখে দেখা যায় না। কিন্তু ক্যামেরা এই আলোক তরঙ্গ দৈর্ঘ দেখতে পায়। এইটাই নাইট ভিশন ক্যামেরার প্রধান প্রক্রিয়া।

onek age e niya tune hoicilo mone hoy
jana chilo
tarpor o tnx

@ Skynet: আমার যত টুকু জানি মানুষের চোখের লেন্স যে পক্রিয়ার আলো গ্রহন করে ক্যামেরার লেন্স তার বিপরীত প্রক্রিয়ায় আলো গ্রহন করে। সম্ভবত এই কারনে খালি চোখে আমরা এটা দেখতে পাইনা।
আর কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

@sarwar sajeeb: এই টিউনটি আগেও করা হয়েছে কিনা তা আমার জানা ছিল না। আপনি জানিয়ে দেয়ার জন্য আপনাকের ধন্যবাদ।

Level 0

Agei ase

ভাই আজব জিনিস শিক্ষা দিলেন। ধন্যবাদ

Level 0

techtunes er puraton post abar natun kore? Valoe thanks for this.

অনেক আগের জিনিশ ভাই, ছোট কালে শিখছিলাম, আজকে আপনি আবার মনে করাইয়া দিলেন। 😀

sundor jinis vaijan

অসাধারন নতুন কিছু ।

ভাই, জিনিসটা রিমোট কন্ট্রোলার । রিমোর্ট না।

    @মুন্তাসির আর রাহী: ভাই আমি যেটা বুঝাইতে চাই তা তো নিশ্চই বুঝতে পারছেন। এবার একটু নিজ গুন কষ্ট করে বুঝে নিবেন রিমোর্ট না রিমোট কন্ট্রোলার।

নতুন কিছু শিখতে পারলে ভাল লাগতো ঠিক যে জন্য টেকটিউনস এ আশি ।