আমরা কি সকলেই প্রপার হেল্প পাই অনলাইনে উপার্জনের জন্য । অনলাইনে উপার্জনের পথ খুজতে গিয়ে কখনো অনেকে পড়েন খাদে আবার কেউ বা পড়েন প্যারায়। তাহলে আপনাদের কি করা উচিত। হ্যা আপনাদের নিজের বিবেক কে কাজে লাগানো উচিন । অনেক সময় উপার্জনের পথ খুজতে গিয়ে দেখা যায় ইনভেস্ট এর প্রয়োজন পড়ে , আবার অনেক সময় অনলাইনে করার কাজ দেয়ার জন্য বাড়ীতে -বাড়ীতে আসে । কেউ ধরা খায় কেউ বা তার থেকেও বেশি কিছু খায় । কারন একটাই ইনভেস্ট । আরে ভাইয়া আপনি আপনার নিজেকে প্রশ্ন করলেই তো সমস্যার সমাধান পাওয়ার কথা । মানুষের দোষ দেন কি জন্য । কোন জববে ঢুকতে কি ইনভেষ্ট করার প্রয়োজন আছে আপনার মেম্বারশীপের জন্য। কোন প্রয়োজন নাই । অতয়েব , এড়িয়ে চলুন সকল অন্যায় , মানে ইনভেস্ট।
ভালো মার্কেট প্লেসে যেমন - অডেস্ক, ইল্যান্স, ফ্রী-ল্যান্সার এ ট্রাই করার পাশাপাশি নিজের ব্যাকাপ রাখার জন্য অন্য কাজ করুন যা আপনি পারবেন ।
-আপনি যদি এসব ওয়ে না জানেন খোজার চেস্টা কুরুন । আপনার ভালো-মন্দ অন্যের উপর না ছেড়ে দিয়ে গুগল কে সাথে নিয়ে নিজের বিবেক এর উপড় ছেড়ে দিন। ছট-পট বা ঝট-বট বড় হয়ার সপ্ন বা ইচ্ছা ছেড়ে দিন ।
-একটা ডিসিপ্লিনের মধ্যে আসুন যেটা চরম দরকার অনলাইনের কোনো কাজের জন্য।
- নানা রকম ওয়েব-সাইট বা ফোরামে এসব বেপারে পড়াশুনা করুন , যার ট্রাস্টেট এবং টপ লেভেলের অনলাইনের মার্কেট প্লেস কে নিয়ে কথা বলে । যেনন - greatfreelancer
-আপনি টপ মার্কেট প্লেসে চেস্টার পাশা-পাশি আপনার ব্যাকাপ হিসেবে নানা রকম এফিলিয়েট প্রোগ্রামের কাজ করতে পারেন । এটা খুবেই ভালো উপার্জনের খাত । আপনাকে শুধু অনলাইনে মার্কেটিং করলেই চলবে । ফেসবুক , টুইটার , স্কাইপি এর মত নিত্য প্রয়োজনীয় সোশাল মিডিয়াতেও এর মার্কেটিং করতে পারেন । নানা রকম এফিলিয়েট প্রগ্রামের মধ্যে যেমন ইবে, সিজে , এমাজন এর মত সাইটে ১০০% ট্রাস্টেড । কারো কোন ব্যাপারে বলার থাকলে সরাসরি প্রশ্ন করতে পারেন এই পোষ্টে।
গুগল এডসেন্স নিয়ে আমার অন্য পোস্ট গুলো-
এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন
অনলাইনে উপার্জনের কিছু-কথা সহ কিছু জ্ঞান হয়তো আপনার অনলাইনের প্রথম উপার্জনের জন্য কাজে দিবে
আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ami commison junction e banner links pai na 🙁 keno janen ????