এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন, এই টাইপের লেখা মানে যে ফেরিওয়ালা আপনার জন্য গুগল এডসেন্স এর এপ্রুভাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে । মেবি এতটা সোজা না এই গুগোল এডসেন্স এর এপ্রুভাল নেয়া । আবার অপর দিকে এটাও বলা যায় যে, গুগল এডসেন্স নেয়া পানির থেকেও সোজা , যদি আপনি আমার কথা গুলো অনুসরন করেন তবেই এই সোনার হরিন মেবি আপনার কাছে অনেকটা পানির মত হয়ে যাবে । আমার বাস্তব লাইফের প্রত্যেকটা পোষ্টের আড়ালে হয়তো কিছু লেখা থাকে , যেটা আপনি প্রত্যেকটা জায়গায় প্রয়োগ করতে পারেন । তবে মেবি এই পোষ্ট এ এরকম কিছুই লিখব না।
গুগল এডসেন্সঃ বছরের পর বছর যাবে কিন্তু ধরা দিবে না যদি আপনি জাস্ট ডিজাইন করতে ভালো-বাসেন আর ডেভলপে ভয় পান বা এড়িয়ে জান । আগের এই দুই লাইনেই বেশ কিছু বোঝার আছে , একটু চেষ্টা করুন । কারন, এখানে আমি আমার পোষ্ট খুব বেশি বড় করলে অনেকে এটাকে পড়ার ভয়ে এড়িয়ে যেতে পাড়েন ।
গুগল চায়, শুধু কোয়ালিটি । আপনার ওয়েব-সাইট টিকে সুন্দর করুন সিম্পিল করে । মানে চেষ্টা করুন যতটা রঙ তামাশা মুক্ত রাখা যায় । এবার আসি পরের কোয়ালিটি - কাট কপি পেষ্ট করলে গুগল আপনাকেও ঠিক সেইম ভাবে কাট- কপি পেষ্ট কইরা এডসেন্স এর এডমিন প্যানেল এর বাহিরে পাঠায় দিবে । একটু ধর্য ধরে নিজে চেষ্টা করে লিখুন । বেশি না ভালো কন্টেন্ট লিখতে পারলে হয়তো-বা মাত্র দুইটা পোষ্ট সুন্দর ভাবে লিখলেই আপনাকে এপ্রুভ করবে। বিশবাস হয় না ? মাত্র ২ টা পোষ্ট ! ভাই কি আর কবো ...।।... কিচ্ছু করার নাই বাজ্ঞালী ... আমি নিজে মাত্র দুইটা পোষ্ট করে এর এপ্রুভাল হাতে পেছি ।
এপ্রুভের আগে করণীয়ঃ আপনার ব্লগ/ সাইট টিকে গুগলের সকল সার্ভিসের আওতায় নিয়ে নিন যেন গুগোল খুব সহজেই আপনাকে ভেরিফাই করতে পারে । সাইট-ম্যাপ, ফেবি-আইকন সহ ছোট, ছোট ভুল গুলোর সংশোধন করে নিন এপ্রুভের জন্য আবেদনের আগেই।
আপনাদের উৎসাহ পেলে সময় করে আপনাদের কে আমার পোষ্ট উপহার দেয়ার চেষ্টা করব... ভালো থাকবেন সবাই ।
আমি নিজে মাত্র দুইটা পোষ্ট করে এর এপ্রুভাল হাতে পেছি এবং কিভাবে আপনার ওয়েব-সাইট টি তৈরী করবেন আই মিন কতটা সিম্পিল করবেন তার ডেমোটা দেখে নিতে পারেন আর আপনিও এডসেন্স এর জন্য মাঠে নামতে পারেন- ক্লিক করুন
গুগল এডসেন্স নিয়ে আমার অন্য পোস্ট গুলো-
এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন
অনলাইনে উপার্জনের কিছু-কথা সহ কিছু জ্ঞান হয়তো আপনার অনলাইনের প্রথম উপার্জনের জন্য কাজে দিবে
আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খুব ভালো আসলে কি ২ টা ভালো মানের পোস্ট করে পাওয়া যাই।