এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন

এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন, এই টাইপের লেখা মানে যে ফেরিওয়ালা আপনার জন্য গুগল এডসেন্স এর এপ্রুভাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে । মেবি এতটা সোজা না এই গুগোল এডসেন্স এর এপ্রুভাল নেয়া । আবার অপর দিকে এটাও বলা যায় যে, গুগল এডসেন্স নেয়া পানির থেকেও সোজা , যদি আপনি আমার কথা গুলো অনুসরন করেন তবেই এই সোনার হরিন মেবি আপনার কাছে অনেকটা পানির মত হয়ে যাবে । আমার বাস্তব লাইফের প্রত্যেকটা পোষ্টের আড়ালে হয়তো কিছু লেখা থাকে , যেটা আপনি প্রত্যেকটা জায়গায় প্রয়োগ করতে পারেন । তবে মেবি এই পোষ্ট এ এরকম কিছুই লিখব না।

গুগল এডসেন্সঃ বছরের পর বছর যাবে কিন্তু ধরা দিবে না যদি আপনি জাস্ট ডিজাইন করতে ভালো-বাসেন আর ডেভলপে ভয় পান বা এড়িয়ে জান । আগের এই দুই লাইনেই বেশ কিছু বোঝার আছে , একটু চেষ্টা করুন । কারন, এখানে আমি আমার পোষ্ট খুব বেশি বড় করলে অনেকে এটাকে পড়ার ভয়ে এড়িয়ে যেতে পাড়েন ।

গুগল চায়, শুধু কোয়ালিটি । আপনার ওয়েব-সাইট টিকে সুন্দর করুন সিম্পিল করে । মানে চেষ্টা করুন যতটা রঙ তামাশা মুক্ত রাখা যায় । এবার আসি পরের কোয়ালিটি - কাট কপি পেষ্ট করলে গুগল আপনাকেও ঠিক সেইম ভাবে কাট- কপি পেষ্ট কইরা এডসেন্স এর এডমিন প্যানেল এর বাহিরে পাঠায় দিবে । একটু ধর্য ধরে নিজে চেষ্টা করে লিখুন । বেশি না ভালো কন্টেন্ট লিখতে পারলে হয়তো-বা মাত্র দুইটা পোষ্ট সুন্দর ভাবে লিখলেই আপনাকে এপ্রুভ করবে। বিশবাস হয় না ? মাত্র ২ টা পোষ্ট ! ভাই কি আর কবো ...।।... কিচ্ছু করার নাই বাজ্ঞালী ... আমি নিজে মাত্র দুইটা পোষ্ট করে এর এপ্রুভাল হাতে পেছি ।

এপ্রুভের আগে করণীয়ঃ আপনার ব্লগ/ সাইট টিকে গুগলের সকল সার্ভিসের আওতায় নিয়ে নিন যেন গুগোল খুব সহজেই আপনাকে ভেরিফাই করতে পারে । সাইট-ম্যাপ, ফেবি-আইকন সহ ছোট, ছোট ভুল গুলোর সংশোধন করে নিন এপ্রুভের জন্য আবেদনের আগেই।

আপনাদের উৎসাহ পেলে সময় করে আপনাদের কে আমার পোষ্ট উপহার দেয়ার চেষ্টা করব... ভালো থাকবেন সবাই ।

আমি নিজে মাত্র দুইটা পোষ্ট করে এর এপ্রুভাল হাতে পেছি এবং কিভাবে আপনার ওয়েব-সাইট টি তৈরী করবেন আই মিন কতটা সিম্পিল করবেন তার ডেমোটা দেখে নিতে পারেন আর আপনিও এডসেন্স এর জন্য মাঠে নামতে পারেন- ক্লিক করুন

 

গুগল এডসেন্স নিয়ে আমার অন্য পোস্ট গুলো-

এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন

অনলাইনে উপার্জনের কিছু-কথা সহ কিছু জ্ঞান হয়তো আপনার অনলাইনের প্রথম উপার্জনের জন্য কাজে দিবে

(উপার্জনের শীর্ষ ওয়ে) গুগল এডসেন্স পাওয়ার সহজ নিয়ম ও তার পর করণীয় (ওয়ার্ডপ্রেস-এড রিপ্লেস প্লেস, সেটাপ এর সঠিক জায়গা)

Level 2

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভালো আসলে কি ২ টা ভালো মানের পোস্ট করে পাওয়া যাই।

Level 2

আরে ভাইয়া @কেকে বয় , আমি স্টিল পেয়েছি এবং এখনও আমি এই দুইটার বেশি পোষ্ট করিই নাই 🙂 একটু ঘুরে আসুন http://www.greatfreelancer.com/ আর দেখুন Latest post এ মাত্র দুইটা পোষ্ট দেখতে পাবেন । এখনও এই দুইটার বেশি লেখার সময় পাইনি । তবে হয়তো আজ কালকেই এটাকে বাড়াবো…

ভালো হয়েছে। নতুন কিছু জানতে পারলাম

Level 2

শুনে ভালো লাগলো @Sajid Noman 🙂

Level 0

ভাল লাগলো আপনার পোষ্টটি পরে….
একটি কথা না বললেই নয়। গুগল এডসেন্স নিয়ে অনেকের মুখে এবং অনেক ব্লগ সাইডে অনেক জলপনা কল্পনার কথা শুনেছি এবং পরেছি। সব দিধা দন্দ ছাড়িয়ে মাত্র 7-8টি পোষ্ট দিয়েই পেয়েছি গুগল এডসেন্স। তবে হ্যা এখন কথা দাড়িয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। পেয়েছিতো কিন্তু কিছু প্রশ্ন মাথায় বাসা বেধেছে ।
https://www.techtunes.io/help-ask/tune-id/283006
এই লিংকে প্রশ্নগুলো দিয়েছিলাম।
এখন জানি না কতদিন টিকিয়ে রাখতে পারবে। আর ভাইজানরা আমি মনে করি এটা পাইতে বেশি খর কাঠ পুরাতে হয় না ওদের রুলগুলো ফলো করে ইউনিক টাইপের কিছু হইলেই হয়।

ধন্যবাদ।

মেবি 😀 আপনার পোস্ট তা ভালো হইছে। কিন্তু ভাই = বিশবাস= এই শব্দ টার মানে বুজতে পারি নাই। 😀

Level 2

বিশবাস= বিশের মধ্যে যে বাস … 🙂 ধন্যবাদ সন্ধ্যাবেলায় আমার মুখে এক-বিন্দু হাসি ফোটানোর জন্য 🙂

    @shuvonill: টিউন করলেন আপনি হাসি ফোটালাম আমি !!! তো এখন আমাকে কি খাওয়াবেন বলেন। 😀

Level 2

আমি আমার ওয়েবসাইটের জন এডসেন্স নিতে চাচ্ছি. আমাকে কি করতে হবে? আমার ওয়েবসাইট https://bestsocialplan.com

kii ar bolbo vaii sobaii adsense paai amii paii naa. amar e jagote beche theke r laav naiii chollam sob kichur dayii hobe “Google”

Level 2

চেস্টা করুন ইনশাল্লাহ পাবেন @onlinesaumen ভাই। দেখুন এটা আপনার কোন কাজে দেয় কিনা- https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/283098

চেষ্টা এক সময় করছি কিন্তু পাই নাই।