যে কোন গান থেকে Vocal রিমুভ করে শিল্পি হয়ে যান আপনি ও !!! কি বিশ্বাস হল না তো? আসুন তাহলে আমার পোস্টে…! :D

আসসালামুয়ালিকুম ! সরাসরি পোস্টে...

পুরাতন হেডফোনটা নষ্ট হয়ে গেল, নতুন কিনতে গেলে দেখা যায়  Just Instrumental Play হয় ! :O  তাই ভাবছিলাম কি করে গান সত্যি সত্যি গান থেকে Vocal রিমুভ করা যায় o.O যেই ভাবা সেই কাজ 😀 কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন টেকটিউন্স অ্যান্ড দয়াল বাবা That Means গুগল এ সার্চ দিয়ে শুধু বার বার একটা Software এর  নাম আসছিল 😛 সফটওয়্যারটার নাম  "audacity" !

কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, অই audacity দিয়ে ৬০-৭০ টা গান Try করলে একটার Vocal রিমুভ হয়, তা ও খুব ই নিম্নমানের... আর Bass তো একদম হারিয়ে যায়ই ! Bass এর কথা বলে ই বা কি লাভ, আগে গান তো Support হউক, কিন্তু Stereo Format এ না হলে audacity তে গান Support করে না ! যদিও দয়াল বাবা গেটে Wav To Stereo তে নেবার অনেক পন্থা পেলাম, সেটা audacity তে ও আছে, কিন্তু Vocal কি সত্যি ভালভাবে রিমুভ হয় ?  কারন আমি নিজে পারলাম না, একেবারে হয় না বলব না, হয়... তবে ৬০-৭০ টা গান Try করার পর একটা হলেও হতে পারে বা হয় 😀 এমনকি আমি Vocal Remove নিয়ে টেকটিউন এর পোস্টগুলার সব কমেন্ট পড়লাম, প্রায় ৭০% এর আন্স এল- ভাই হয় না 🙁

সরাসরি পোস্ট এ বলে ও পোস্টে যাইনি, ধান ভাঙ্গতে গিয়ে শিবের গীত টিকই গাইলাম 😀 Anyway, এখন পোস্টে যাই তাহলে, দেখি আমি পারি কি না Vocal Remove করে দেখাতে 😀

আমি audacity ছাড়া আরও প্রায় ৭-৮ টা Software Download করে দেখলাম, Than মনের মত একটা পেলাম, আর সেটা নিয়েই আমার আজকের বকবক... Software টার নাম Cool Edit (Pro). Adobe কোম্পানির সফটওয়্যার, So বুঝতেই পারছেন...

কাজ শুরু । প্রথমে যে কোন একটা গান Open করুন ।

এবার মেনু থেকে Edit> amplitude> Channel Mixer এ যান

Channel Mixer এর Window ওপেন হবে, সেখান থেকে Vocal Cut Select করে "Bypass" এ একটা  ক্লিক করে Ok তে ক্লিক করুন ।

এখন কিন্তু আপনার গান থেকে Vocal Remove হয়ে গেছে, কিন্তু মন দিয়ে পড়ুন...

আপনি এখন প্লে করলে দেখবেন আপনার গানের Vocal রিমুভ হয়ে গেছে, কিন্তু সাথে সাথে Bass ও নিখোঁজ হয়ে গেছে...
তাই আমরা bass ও ফিরিয়ে আনব একটু কষ্ট করে 😀
যত টুকু কাজ হল, মানে Vocal Remove হল, তা আমরা Copy করে নিব । কি-বোডে Ctrl+C অথবা মেনুতে Edit>Copy !
এবার গানের প্রথম অবস্থায় ফিরে যাব, মানে কি-বোডে Ctrl+Z চাপুন, অথবা মেনু থেকে Edit>Undo !

এখন আসল কাজ, মানে Bass নিয়ে 😀
মেনু থেকে Effect> Filters> FFT Filters এ যান, নতুন Window Open হবে ।

নতুন Window তে "Only The Subwoofar" select করে ছবিতে দেখানো গ্রাফ এর মত মাউস দিয়ে ড্রাগ করুন ।

okay করে বেরিয়ে আসুন ।

এখন Play করলে কিন্তু জাস্ট Bass শুনতে পাবেন । কিছু এ শুনার Need নাই, আপনি কষ্ট করে কি-বোডে Ctrl+Shift+V অথবা মেনু থেকে Edit> Mix Paste ক্লিক করুন 😀 WoooW.... কাজ খতম 😀 এখন Play করে দেখুন... Vocal নাই, শুধু Instrumental 😀 😀 ♫♫♫♫ এবার save করে এই Software দিয়েই আপনার Vocal টা Add করে আপনি ও গায়ক হয়ে যান...

তবে আপনি বলতে পারেন অল্প অল্প ভোকাল তো শুনা যাচ্ছে, আরে ভাই... আপনি এই Instrumental এর সাথে গান গেয়ে দেখুন, দেখবেন সেই অল্প Vocal আর শুনা যাচ্ছে না 😀 😀 😀

[আন্তরিক ভাবে দুঃখিত Software টা আমি সরাসরি দিতে পারলাম না, কারন ২দিন আগে আমার Windows ইন্সটল দিয়েছি, তাই Dropbox Sync হতেই ৪-৫ ঘণ্টা লাগবে দেখাচ্ছে... আর Mediafire এ upload দিলে delete করে দিচ্ছে । আর  অন্য কোনটাতে সাহস হয় না... Sloooooow....! একটু কষ্ট করে দয়াল বাবা গুগল থেকে Creck সহ Download করে নিন ]

আজকের মত বিদায়... ভাল থাকবেন ।

Level 2

আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ডাউনলোড লিঙ্ক কই ? না দিলে সফট টা ব্যবহার করব কি করে ? প্লিজ ডাউনলোড লিঙ্ক দেন।

    @রাহাতুল ইসলাম: দেখুন, আমি সব শেষে বলেছি কেন লিঙ্ক দিতে পারি নি । এখান থেকে Try করুন http://goo.gl/MNb1Un

ভাই কন্ঠ মিক্স করার নিয়মটা একটু দেখাবেন?

    @উল্লাস: ভাই Vocal Remove হয়ে গেলে কি-বোড এ F12 prass করুন, দেখবেন Track আলাদা আলাদা ভাবে Open হয়েছে 😀 প্রথম track এ আপনার Removed Vocal Track… এখন Record Icon এ ক্লিক করে আপনার গান টা Mix করে নিন 😀

কিরে ভাই আপ দিলেন না ।

    @আব্দুল মোমিন শিববাটি: কেন Upload দিতে পারলাম না, সেটা তো বললাম… এখান থেকে ভাল একটা লিঙ্ক দেখে Download করে নিন > http://goo.gl/MNb1Un

Level 0

eta puraton naam..akhon ei soft er naam change hoye ‘adobe audition’ hoye gese…eta motamoti valoi.

    @ashiq: exactly… টিক ধরেছেন । 😀 প্রমাণ পেলাম এটার সাথে আপনার যোগসূত্র অনেক দিনের 😀 😀

serial keygen pabo koiii?

    @onlinesaumen: Serial/Kyegen এ কাজ হবে না 😀 দয়াল বাবা Google এ সার্চ দিয়ে Crack টা নামিয়ে নিন… অথবা এই লিঙ্ক থেকে ভাল দেখে একটা সাইট থেকে নামিয়ে নিন > http://goo.gl/MNb1Un

Audacity diye to kora jay. coll edit to 4year purono software

dhur! step by step korlam kono kaaj hoy naa

    @onlinesaumen: একটা গান ও মিসটেক হয় নি আজ পর্যন্ত… আর আপনি সরাসরি বলে দিলেন কাজ হয় না ?

    Vocal Cut Select করে Bypass এ টিক বসিয়েচিলেন তো ?

ভাই, আমার ঠিক উলটাটা দরকার। মানে গান থাকবে কিন্তু মিউজিক অফ থাকবে যাকে বলা হয় Acapella। যদি কষ্ট করে Acapella করার উপায়টা বলেন তাহলে খুবই উপকার হবে।

    @অনিক সরকার: অবশ্যই পারবেন… এই কাজ আপনি audacity অথবা Cool Edit Pro দিয়ে ও করতে পারবেন 😀 Chack Here> http://goo.gl/2GZNvy

Level 0

ভাল টিউন এটাই খুজ ছিলাম অনেক দিন দরে

    @skynet: খুঁজছিলেন, So পেয়ে গেলেন 😀

Level 0

vai britha chests korlam. 50% vocal theke jae. r ektu develope dorkar. thanks for post.

    @azad3353: ৫০% বলতে পারেন, তবে আমার মতে ২৫% থাকে… আর যত পারসেন্টই থাকুক না কেন, আপনি গান গেয়ে add করে করে ভাল DJ কোন software দিয়ে গান টা mix করলে সেই পুরোনু vocal আর শুনা যায় না। 😀

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমিও ব্যাবহার করতাম। কিন্তু ওইটা দিয়ে শুধু কারাওকের সাথে voice add করা যেতো।

sorry. Audacity ullekh korte vule gechi.

    @নূর মোহাম্মদ: তাই বলে Sorry বলতে হয় 😀 স্বাগতম 😀 😀

soft টা upload করে link দেন please। এই সাইটে upload করতে পারেন।www.ge.tt

ok.thanks kaj hoiche

    @Syber Fighter: থ্যাংকস কেন ভাই 😉 আমার কাছে তো ওয়েলকাম নাই হা হা হা

    You’re Most Welcome ভাই…

নতুন Window তে “Only The Subwoofar” select করে ছবিতে দেখানো গ্রাফ এর মত মাউস দিয়ে ড্রাগ করুন . ভাই এই পয়েন্ট টা ভালো করে বুজি নাই। আমি BUSS পুরাপুরি ফেরত আনতে পারি না। ক্লিয়ার সাউন্ড হয় না। আর vocal ও মোটামুটি জোরে শুনা যায়।

    @নূর মোহাম্মদ: আপনি “Only The Subwoofar” select করে ছবিতে দেখানো গ্রাফ এর মত করে করুন, মানে ৭/৪ ঘর… আপনার আরও বেশী BASS এর প্রয়োজন হলে সেটা আরও বাড়িয়ে নিতে পারেন 😀

nice tune..keep it up for music…but fl studio diya aro bettar hoy..so oita niya akta tune kore felen

    @IT lover Bappy: Thank You 😀

    ভাই FL Studio বিশাল একটা সফটওয়্যার 😀 মনে হয় মিউজিক এর সাগর… হা হা হা অটা নিয়ে টিউন করার সাহস আমার নেই 😀

cool edit pro v2.0
Download Cool Edit Pro 2.0
http://www.mediafire.com/?75dmql7d0trb6qk
Downlaod Patch and Registry File
http://www.mediafire.com/?6ttyooa54p6km90
serial
Name: Peter Quistgard
Kay: 200-00-37YQOQ7L

    meybe আমার অন্য টিউন এর বিষয় বস্তু… হা হা হা !