আসসালামুয়ালিকুম ! সরাসরি পোস্টে...
পুরাতন হেডফোনটা নষ্ট হয়ে গেল, নতুন কিনতে গেলে দেখা যায় Just Instrumental Play হয় ! :O তাই ভাবছিলাম কি করে গান সত্যি সত্যি গান থেকে Vocal রিমুভ করা যায় o.O যেই ভাবা সেই কাজ 😀 কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন টেকটিউন্স অ্যান্ড দয়াল বাবা That Means গুগল এ সার্চ দিয়ে শুধু বার বার একটা Software এর নাম আসছিল 😛 সফটওয়্যারটার নাম "audacity" !
কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, অই audacity দিয়ে ৬০-৭০ টা গান Try করলে একটার Vocal রিমুভ হয়, তা ও খুব ই নিম্নমানের... আর Bass তো একদম হারিয়ে যায়ই ! Bass এর কথা বলে ই বা কি লাভ, আগে গান তো Support হউক, কিন্তু Stereo Format এ না হলে audacity তে গান Support করে না ! যদিও দয়াল বাবা গেটে Wav To Stereo তে নেবার অনেক পন্থা পেলাম, সেটা audacity তে ও আছে, কিন্তু Vocal কি সত্যি ভালভাবে রিমুভ হয় ? কারন আমি নিজে পারলাম না, একেবারে হয় না বলব না, হয়... তবে ৬০-৭০ টা গান Try করার পর একটা হলেও হতে পারে বা হয় 😀 এমনকি আমি Vocal Remove নিয়ে টেকটিউন এর পোস্টগুলার সব কমেন্ট পড়লাম, প্রায় ৭০% এর আন্স এল- ভাই হয় না 🙁
সরাসরি পোস্ট এ বলে ও পোস্টে যাইনি, ধান ভাঙ্গতে গিয়ে শিবের গীত টিকই গাইলাম 😀 Anyway, এখন পোস্টে যাই তাহলে, দেখি আমি পারি কি না Vocal Remove করে দেখাতে 😀
আমি audacity ছাড়া আরও প্রায় ৭-৮ টা Software Download করে দেখলাম, Than মনের মত একটা পেলাম, আর সেটা নিয়েই আমার আজকের বকবক... Software টার নাম Cool Edit (Pro). Adobe কোম্পানির সফটওয়্যার, So বুঝতেই পারছেন...
কাজ শুরু । প্রথমে যে কোন একটা গান Open করুন ।
এবার মেনু থেকে Edit> amplitude> Channel Mixer এ যান
Channel Mixer এর Window ওপেন হবে, সেখান থেকে Vocal Cut Select করে "Bypass" এ একটা ক্লিক করে Ok তে ক্লিক করুন ।
এখন কিন্তু আপনার গান থেকে Vocal Remove হয়ে গেছে, কিন্তু মন দিয়ে পড়ুন...
আপনি এখন প্লে করলে দেখবেন আপনার গানের Vocal রিমুভ হয়ে গেছে, কিন্তু সাথে সাথে Bass ও নিখোঁজ হয়ে গেছে...
তাই আমরা bass ও ফিরিয়ে আনব একটু কষ্ট করে 😀
যত টুকু কাজ হল, মানে Vocal Remove হল, তা আমরা Copy করে নিব । কি-বোডে Ctrl+C অথবা মেনুতে Edit>Copy !
এবার গানের প্রথম অবস্থায় ফিরে যাব, মানে কি-বোডে Ctrl+Z চাপুন, অথবা মেনু থেকে Edit>Undo !
এখন আসল কাজ, মানে Bass নিয়ে 😀
মেনু থেকে Effect> Filters> FFT Filters এ যান, নতুন Window Open হবে ।
নতুন Window তে "Only The Subwoofar" select করে ছবিতে দেখানো গ্রাফ এর মত মাউস দিয়ে ড্রাগ করুন ।
okay করে বেরিয়ে আসুন ।
এখন Play করলে কিন্তু জাস্ট Bass শুনতে পাবেন । কিছু এ শুনার Need নাই, আপনি কষ্ট করে কি-বোডে Ctrl+Shift+V অথবা মেনু থেকে Edit> Mix Paste ক্লিক করুন 😀 WoooW.... কাজ খতম 😀 এখন Play করে দেখুন... Vocal নাই, শুধু Instrumental 😀 😀 ♫♫♫♫ এবার save করে এই Software দিয়েই আপনার Vocal টা Add করে আপনি ও গায়ক হয়ে যান...
তবে আপনি বলতে পারেন অল্প অল্প ভোকাল তো শুনা যাচ্ছে, আরে ভাই... আপনি এই Instrumental এর সাথে গান গেয়ে দেখুন, দেখবেন সেই অল্প Vocal আর শুনা যাচ্ছে না 😀 😀 😀
[আন্তরিক ভাবে দুঃখিত Software টা আমি সরাসরি দিতে পারলাম না, কারন ২দিন আগে আমার Windows ইন্সটল দিয়েছি, তাই Dropbox Sync হতেই ৪-৫ ঘণ্টা লাগবে দেখাচ্ছে... আর Mediafire এ upload দিলে delete করে দিচ্ছে । আর অন্য কোনটাতে সাহস হয় না... Sloooooow....! একটু কষ্ট করে দয়াল বাবা গুগল থেকে Creck সহ Download করে নিন ]
আজকের মত বিদায়... ভাল থাকবেন ।
আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D
ভাই ডাউনলোড লিঙ্ক কই ? না দিলে সফট টা ব্যবহার করব কি করে ? প্লিজ ডাউনলোড লিঙ্ক দেন।