ফেসবুকের প্রত্যেক ইউজার এর একটি ডাইরেক্ট লিঙ্ক থাকে যেমন আমার - https://facebook.com/motaleb248
এই লিঙ্ক এ “ motaleb248 ” এটি আমার User Name এবং ফেসবুক এটি শুধুমাত্র একবার পরিবর্তন করতে দিবে। যদি কোন ভুল হয় তা হলে শেষ, এটি আর পরিবর্তন করতে দিবে না। ফেসবুক User Name টা আসলে কি অনেকে তা জানে না। যারা জানে না তারা তাদের User Name টি কখনও পরিবর্তন করে নি। এখন তারা পোস্ট দেখে বলবে ! “ কই আমি তো দেওয়ার সাথে সাথে পাল্টে গেছে ” । এখন আমি বলব আবার করেন, বলবে হচ্ছে না। আমি আজকে আপনাদেরকে দেখাব সুধু মাত্র আপনার ফেসবুক আইডির User Name পরিবর্তন, পেজ এর না।
এটি করার জন্য আপনাকে আগে একটি ফ্যানপেজ তৈরি করতে হবে এবং পেজ এ ২৫টা লাইক থাকতে হবে। লাইক পাওয়া টা খুব কষ্ট? তা হলে এই লিঙ্ক এ যান। বাকিটা আপনারা বুঝে নিন। কারন ২৫ লাইক ছাড়া আপনাকে পেজ User Name পরিবর্তন করতে দিবে না। ২৫টা লাইক হলে এবার কাজে নেমে পরেন। আপনার পেজ এ ২৫টি লাইক হলে এবার User Name পরিবর্তন করুন। এটি পরিবর্তন করতে পেজ এ গিয়েঃ-
এখানে আপনার আইডির User Name টি বসিয়ে Check Availability ক্লিক করুন পরের পেজ এ আসলে Transfer Username এ ক্লিক করুন। কাজ শেষ এবার দেখেন আপনার আইডির User Name নেই সেটি পেজ এ চলে গেছে। এখন আপনি আপানার আইডিতে যেকোন একটি পছন্দ মত User Name দিতে পারবেন। পেজটি না লাগলে ডিলিট করে দিতে পারেন। কারন পেজ এর আর কোন কাজ নেই। কাজটা যদি আমি সংক্ষেপে বলি তা হলে হবেঃ- একটা পেজ Create করুন ২৫টা লাইক জোগাড় করুন। পেজ এর User Name Edit করুন এবং আপনার আইডির User Name টি বসিয়ে দিন। আপনাকে Transfer করতে বলবে করুন। এবার আপনার আইডির User Name খালি হয়ে গেছে। নতুন করে User Name বসান ব্যাস কাজ শেষ। এখানে কাজ একটাই Transfer করা আর কিছু না।
তার পরও যদি কিছু না বুঝেন তা হলে ভিডিও টিওটোরিয়াল টি দেখে নিন।আসা করি বুঝে জাবেন।না বুঝলে আমার আর কিছু করার নাই।
ফেসবুকে আমি - Abdul Motaleb
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো, ধন্যবাদ ভাই।