CDবা DVD ডিস্ক ঠিকমত সংরক্ষণ না করলে অনেকসময় নষ্ট হয়ে যায়। ডিস্কে কোন কারনে স্ক্র্যচ পরলে তা থেকে Data উদ্ধার করা কষ্টকর হয়ে পরে। আবার কখনও দোকান থেকে নতুন CD বা DVD কেনার পর বাসায় এসে দেখা যায় সেটি ভালভাবে চলছে না। যাদের CD বা DVD রাইটার আছে তারা অনেক সময় HDD এর জায়গা বাঁচাতে কিছু ফাইল DVD তে রাইট করে রাখে। আজেবাজে ডিস্ক ব্যবহার করলে দেখা যায় কয়েক বছর পর এগুলো আর কাজ করে না।
এই বিরক্তিকর সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে মাত্র 702KB এর একটি এপ্লিকেশন। এটি ডাউনলোড করতেএখানে ক্লিক করুন। এটি ব্যবহার করা খুব ই সহজ। মাত্র তিন ধাপে এটি কাজ করবে।
১. উৎস নির্বাচন
২. লক্ষ্য নির্বাচন
৩. অনুলিপন
(বাংলা লিখতে ভাল লাগছে, তাই বাংলা ই ব্যবহার করলাম!)
টেকটিউনস এ এটি আমার প্রথম লেখা। আশা করি, কোন ভুল হলে সহজভাবে নেবেন। টিউনটি আগেই কেউ করে থাকলে জ়ানাবেন। ভাল কিংবা খারাপ যা ই হোক, কমেন্ট করতে ভুলবেন না।
আমি শোভন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 290 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান শোভন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল (Civil & Environmental Engineering) বিভাগে পড়াশোনা করছি।
দেখি চেষ্টা করে।