মোবাইল কেনার আগে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত। (মেগা টিউন)

কাউকে যদি বলা হয়, কোনটা ছাড়া আপনি চলতে পারবেন না। সে যদি মোটামুটি ৩-৪ টার কথা বলে, তার মধ্যে অবশ্যই মোবাইল ফোন থাকবে, আমার মনে হয়। কারণ মোবাইল ফোন ছাড়া আসলেই বর্তমান যুগে আমাদের চলা অসম্ভব।

তাহলে সেই মোবাইল ফোন কেনার আগে একটু বাচ-বিচার করা লাগে কিনা? আসুন দেখি কোন বিষয়গুলো মোবাইল ফোন কেনার আগে আমাদের ভেবে দেখা উচিত।

১. বাজেটঃ মোবাইল কেনার আগে আমার মনে হয়, সবার বাজেটটা আগে ভাবা উচিত। কারণ একজন বাজেটের উপর ভর করেই-দেখতে পারে, ঐ বাজেটের মধ্যে কোন কোন ফোন তার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে।

২. স্ক্রিনঃ কেউ বড় স্ক্রিন ব্যবহার করতে পছন্দ করে, আবার কেউবা ছোট। সেহেতু আপনার পছন্দ অনুসারে আগেই ভেবে রাখুন ৩.৫” নাকি ৫” স্ক্রিনের ফোন আপনি নিবেন। তবে ৩.৫ থেকে ৪” হল স্ট্যান্ডার্ড স্ক্রিন। কারণ স্ক্রিন যত বড় হবে আপনার ফোনের চার্জও কিন্তু কম থাকবে।

৩. ব্যাটারিঃ একটা ফোনের জন্য ব্যাটারি খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি বাইরে থাকলে বা ভ্রমনে গেলে এটা আপনাকে ভোগাতে পারে। সেহেতু ব্যাটারি যেন খুব ভালো স্থায়ী হয় এটা খেয়াল করবেন।

৪. কীবোর্ডঃ অনেকে টাচে কাজ করে মজা পান না, আবার অনেকে কীবোর্ড চুজ করেন না। এক্ষেত্রে আগে ভেবে নিবেন, কোনটা আপনি চান। কারণ এটা খুব জরুরী।

৫. ক্যামেরাঃ ফোনে ভালো ক্যামেরা সবাই এখন পছন্দ করেন। কারণ ক্যামেরা হল আপনার সৃতির ফ্রেম। আবার আলাদা ক্যামেরা নিয়ে ঘোরা অনেক ঝামেলা। সেহেতু আপনি এটা ভেবে দেখবেন, ক্যামেরা কতো মেগা-পিক্সেল হলে, আপনি আপনার কাজ মেটাতে পারবেন। তবে মিনিমাম ৫ মেগার নিচে হলে ক্যামেরা ভালো হয় না।

৬. ইন্টারনেটঃ আপনার ফোনে ২জি, ৩জি নাকি ৪জি চান, এগুলো দেখে নিবেন। কারণ যারা ফোনে নেট ইউজ করতে চান, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া ওয়াই-ফাই ও আছে কিনা দেখা উচিত।

৭. মেমোরিঃ আপনার ফোনের RAM  কতো, ইন্টারনাল মেমোরি কত এগুলো অবশ্যই দেখবেন; বিশেষ করে যারা স্মার্ট-ফোন কিনবেন। কারন  RAM স্মার্ট-ফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এক্সটারনাল কত জিবি ব্যবহার করতে পারবেন, তাও দেখে নিবেন।

৮. ভার্সনঃ যে ফোনটা কিনবেন, তা লেটেস্ট ভার্সনে কিনা দেখে নিবেন। কারণ লেটেস্ট ভার্সনে সুবিধা বেশি থাকে। যেমন অ্যানড্রয়েড হলে সেটা জেলিবিন নাকি কিটক্যাঁট নাকি সেই ওল্ড ভার্সন স্যান্ডউইচ-আইচক্রিম নাকি জিনজার-বার্ড দেওয়া।

৯. ব্লু-টুথঃ  ব্লু-টুথ আছে কিনা থাকলে কোন ভার্সনে দেখতে হবে।

১০. USB:  অনেক ফোনে USB পোর্ট থাকে না। এটা অনেক ঝামেলা করে, সেহেতু এটা দেখে নিবেন, যে USB আছে কি নাই।

১১. ওয়ারেন্টীঃ ওয়ারেন্টী কত বছরের এটা অবশ্যই খেয়াল করবেন এবং ওয়ারেন্টী কার্ড ভালভাবে দেখে নিবেন।

১২. প্রসেসরঃ স্মার্টফোন হলে কোন প্রসেসরে চলে সেটা অবশ্যই  দেখবেন। স্পিডটা কত সেটাও দেখতে হবে।

সর্বোপরি ভিডিও কোয়ালিটি কেমন, নেটওয়ার্ক ভালো পাই কিনা, GPS আছে কিনা, E-MAIL করা যায় কিনা, টকটাইম বেশি আছে কিনা, FM RADIO আছে কিনা এগুলো দেখে কেনা উচিত।

সবশেষে কোনটা দেখতে কেমন, কালার কোনটা নিবেন এগুলো দেখেশুনে কিনা উচিত।

যাইহোক আমার মনে হয়, আপনাদের ফোন কিনতে আর অসুবিধা বা দ্বিধাদ্বন্দ্ব হবে না। ভালো লাগলে কমেন্ট করবেন। যোগাযোগের জন্য ফেসবুকে আমি।

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা রইলো। আপনাদের নতুন বছর সুন্দর ও সাফল্যময় হোক এই কামনায় আজ এই পর্যন্ত।

ধন্যবাদ।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভেবে রাখছি, দেখে রাখছি, এখন বলেন আর কি কি বিষয় জেনে রাখব ??? 😀

    Level 2

    @জুয়েল: আপনি হইত, মোবাইল সম্পর্কে অনেক কিছু জানেন, এজন্য নতুন কিছু পাচ্ছেন না, তবে সবাই কিন্তু জানে না। আমার বন্ধুদের মধ্যে আমি দেখছি, এই বিষয়ে অনেকে অজ্ঞ। ধন্যবাদ। 😀

vaii ‘Sony Xperia M’ Set ta kemon hobe?

    Level 2

    @onlinesaumen: ভালো, আমি দেখছি। নিতে পারেন। ধন্যবাদ।

আপনাকে ধম্যবাদ, এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা রইলো।

    Level 2

    @রিয়াদ হাসান: আপনাকেও ভাই।

হা ভাই খুব ভাল লিখসেন

    Level 2

    @IHK শাওন: ধন্যবাদ।

@it.sardar: সরদার ভাই “মোবাইল কেনার আগে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত” এই বিষয় নিয়ে খুব সুন্দর লিখছেন। ধন্যবাদ সরদার ভাই।

    Level 2

    @রাহাতুল ইসলাম: ভাই ধন্যবাদ।

Level New

ভাই, টিউনের আপনাকে অনেক ধন্যবাদ। computer এ যা যা করা যায় যেমন-ms word, exel, graphic design, photoshop ইত্যাদি smart phone তথা android phone এ করা যাবে কি?

    Level 2

    @taher bahari: সব সুবিধা তো সমান ভাবে ফোনে পাওয়া যাবে না, তবে ভালো কনফিগারেশন হলে মোটামুটি পাওয়া যায়। ধন্যবাদ।

Level 0

bro apnar tuner er jonno dhonnobad………. jodi o agulo khub savabik bisoy…….. apni ki kindly amake agulo somporke bolte parben……. >>>TFT capacitive touchscreen, ~186 ppi pixel density, DLNA,Geo-tagging,IPS 2 capacitive touchscreen,FHD,Touch recognize with Glove and wet hands, panorama, HDR, BSI Sensors, Blue Glass v3, f/2.2 aperture, CMOS sensors ,Keyless wakeup <<< agulo ki n agulor kaj ki? jodi bolten khub e upokrito hotam, apnake dhonnobad 🙂 @it.sardar

Level 0

thank you very much…… but oikhane just songa dewa………. ami ektu bistarito sohoj banglay chacchilam, 🙂 asa korchi apni a niya ekti sundor tune korben….. sei asatei roilam @it.sardar 🙂

    Level 2

    @dipu.n.1: আচ্ছা ভাই, অন্য সময়। ধন্যবাদ।