আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
পদ্ধতি ০১: অনেক সময় ইন্টারনেট এ ঘুরতে ঘুরতে কিছু সাইটের কিছু লেখা পছন্দ হয়ে যায় কিন্তু আপসোস এর বিষয় দেখা যায় যে কিছুই কপি করা যায় না নিদিষ্ট সাইট থেকে। না কোনো লেখা না কোনো ছবি।, তখন হয়ে যায় মাথা গরম!
এখন থেকে আপনার আর মাথা গরম হবে না এবার যে কোন সাইট থেকে আপনি ছবি অথবা লেখা কপি করে রাখতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে, যে ওয়েব সাইটের লেখা কপি হচ্ছে না সে ওয়েব সাইটে প্রবেশ করুন। যেমন আমি ছবির দোকান ওয়েব সাইট থেকে কিছু লেখা কপি করব! এই সাইটে প্রবেশ করলাম!
এখব দেখবেন এই সাইট থেকে কিছুই কপি করা যাচ্ছে না! এখন আমাদের কপি করতে হলে, ফায়ারফক্স মেনুবার থেকে Tools > Options এ ক্লিক করুন।
এবার Content অপশনে ক্লিক করে Enable JavaScript এর মার্ক তুলে দিয়ে OK করুন।
ব্যাস কাজ শেষ এবার আরাম চেয়ে যে কোন Protect ওয়েব সাইট থেকে লেখা/ছবি কপি করুন ।
পদ্ধতি ০২: যে ওয়েব সাইট কে কপি করবেন সে ওয়েব সাইট কে পুরো কপি করে সেভ করুন নিচের মত করে।
এবার MS WORD এর খুলুন Text File টি দেখুন কি সুন্দর লেখাগুলো কে কপি করা যাচ্ছে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।