AutoRun কে আমরা অনেকে ভাইরাস হিসেবে জানি এটি আশাকরি বুঝেছেন না বুঝলে কিছু করার নাই। ঠিক তেমনি ভাইরাস গুলকে একসাথে চালু রাখার জন্য autorun.inf তৈরি হয়। autorun.inf ফাইল ডিলেট করে দিলেই ভাইরাস এর কাজ বন্ধ হয়ে যাবে। এবং AntiVirus ভাইরাস টিকে সহজে ডিলেট করতে পারবে। এখন সমস্যা হচ্ছে AutoRun ডিলেট করলে আবার চলে আসে। তাই আজকে আপনাদেরকে দেখাব কি ভাবে AutoRun কে পুরোপুরি ভাবে ডিলেট করে দিতে পারি। প্রথমে এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। সেটআপ দিন। তারপর :-
এবং নিচের চিত্র দেখে অপশন গুলর টিক উঠিয়ে দিন।
দেখবেন ড্রাইভের যত হাইড ফাইল আছে দেখা যাচ্ছে। এখন “ autorun.inf ” খুঁজে বের করুন। ফাইল এর উপর রাইট মাউস ক্লিক করুন। Context Menu তে IObit Unlocker এ ক্লিক করুন এবং Unlock & Delete দিয়ে Ok দিন কাজ শেষ। এবাবে প্রত্যেক ড্রাইভ এ গিয়ে সব ডিলিট করুন।
ডিলিট করা শেষ হলে AntiVirus দিয়ে Scan দিন। এবং সব শেষ আবার (Control Panel > Folder Options > View) গিয়ে টিক গুলো দিয়ে দিন। না দিলে আপনার উইন্ডোজ এর ফাইল কেউ বা আপনি নিজেও ডিলিট করে দেওয়ার সম্বাবনা আছে।
যদি বুঝতে আপনাদের কোন সমস্যা হয় তা হলে এই ভিডিও Tutorial টি দেখে নিন।
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরাস নিয়ে আগে খুব টেনশনে ছিলাম, কিন্তু এখন ভাইরাস টাইরাস নিয়ে মোটেও চিন্তা করি না। ধন্যবাদ আপনার পোস্টের জন্য।