AutoRun ভাইরাস ডিলিট হচ্ছে না? বা ডিলিট হচ্ছে আবার চলে আশাকরি।

AutoRun কে আমরা অনেকে ভাইরাস হিসেবে জানি এটি আশাকরি বুঝেছেন না বুঝলে কিছু করার নাই। ঠিক তেমনি ভাইরাস গুলকে একসাথে চালু রাখার জন্য autorun.inf তৈরি হয়। autorun.inf ফাইল ডিলেট করে দিলেই ভাইরাস এর কাজ বন্ধ হয়ে যাবে। এবং AntiVirus ভাইরাস টিকে সহজে ডিলেট করতে পারবে। এখন সমস্যা হচ্ছে AutoRun ডিলেট করলে আবার চলে আসে। তাই আজকে আপনাদেরকে দেখাব কি ভাবে AutoRun কে পুরোপুরি ভাবে ডিলেট করে দিতে পারি। প্রথমে এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। সেটআপ দিন। তারপর :-

Control Panel > Folder Options > View

এবং নিচের চিত্র দেখে অপশন গুলর টিক উঠিয়ে দিন।

Folder Option
দেখবেন ড্রাইভের যত হাইড ফাইল আছে দেখা যাচ্ছে। এখন “ autorun.inf ” খুঁজে বের করুন। ফাইল এর উপর রাইট মাউস ক্লিক করুন। Context Menu তে IObit Unlocker এ ক্লিক করুন এবং Unlock & Delete দিয়ে Ok দিন কাজ শেষ। এবাবে প্রত্যেক ড্রাইভ এ গিয়ে সব ডিলিট করুন।

AutoRun virus delete

ডিলিট করা শেষ হলে AntiVirus দিয়ে Scan দিন। এবং সব শেষ আবার (Control Panel > Folder Options > View) গিয়ে টিক গুলো দিয়ে দিন। না দিলে আপনার উইন্ডোজ এর ফাইল কেউ বা আপনি নিজেও ডিলিট করে দেওয়ার সম্বাবনা আছে।

যদি বুঝতে আপনাদের কোন সমস্যা হয় তা হলে এই ভিডিও Tutorial টি দেখে নিন।

Level 0

আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরাস নিয়ে আগে খুব টেনশনে ছিলাম, কিন্তু এখন ভাইরাস টাইরাস নিয়ে মোটেও চিন্তা করি না। ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

    @রাহাতুল ইসলাম:ভাই ভাইরাস টা আসলে তেমন কিছু না। সেটা আমিও জানি কিন্তু অনেক মানুষ আছে এখন ভয় পায়। বিশেষ করে AutoRun কে নিয়ে।

T H A N K S B R O

কষ্ট করে লিখার জন্য Thanx 😀

Level 0

ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

tnx

Level 0

Vai, amr pc pendrive dukale copy of sortcut name 4 ta sortcut hoy. er kono solution ase????????????

    @Zaheer: ভাই Folder option show করে সব ড্রাইভ এ দেখেন “System Volume Information” ছাড়া আর কোন হাইড ফাইল আছে কিনা। থাকলে ডিলিট করে দিন। সুধু C ড্রাইভ ছাড়া । এবং পেনড্রাইভ ও দেখেন। না হলে উইন্ডোজ দিয়ে দেন। উইন্ডোজ দেওয়ার আগে সব ড্রাইভ আন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিয়েন।

      Level 0

      @Abdul Motaleb: sortcut delete hoy na. windows dile thik hoy. ami another way khujsilam…….

Level 0

ভাই the disk is write protected এ সমস্যার কোন সমাধান আপনার কাছে আছে??? আমি নিচের দুটি লিঙ্ক ফলো করেছি কোন সমাধান পাইনি। যদি আপনার কাছে পরীক্ষিত কোন সমাধান থাকে তাহলে আমাকে শেয়ার করবেন।
http://www.wikihow.com/Disable-Write-Protection
http://www.pcadvisor.co.uk/how-to/storage/3456666/how-format-write-protected-flash-drive/

    @Hit Regan:” AOMEI Partition Assistant Pro Edition 5.0 Portable ” সফটওয়্যার টি গুগল থেকে খুজে বের করুন । ফ্ল্যাশ ড্রাইভ এর Partition ডিলিট করুন apply দিন।ফ্ল্যাশ ড্রাইভ খুলে আবার লাগান। এবং আবার fat 32 Partition create করে দেখতে পারেন। আমি আসলে পুরোপুরি জানি না। তবে দেখতে পারেন।

      Level 0

      @Abdul Motaleb: ভাই কাজ হয় নাই ধন্যবাদ কষ্ট করার জন্য।

Level 0

Link e software nai .

ভাই কোন সাইটে সফটয়্যারটা আপলোড করেছেন….? পারলে মিডিয়িা ফায়ার বা অন্য কোন সাইটে আপলোড করুন তাতে অন্যদের মঙ্গল হবে।