বিসমিল্লাহির রহমানির রহিম
সবাইকে সালাম জানিয়ে আজকের টিউনটি শুরু করছি।
আইকন, কার্সর, এনিমেটেড কার্সর, জিফ এনিমেশন ইত্যাদি তৈরির প্রক্রিয়া একই। তাই একটি তৈরি করতে শিখলে অন্যগুলো তৈরি করা একদম সহজ।
আইকন তৈরির জন্য দুটি সফটওয়্যার প্রয়োজন। একটি ফটোশপ এবং আরেকটি জিফ মুভি গিয়ার। এর সাইজ মাত্র ৯৪১.৭১ কেবি। ফটোসপ প্রায় সবার কাছে আছে। তাই এর লিঙ্ক দিলাম না। আর জিফ মুভি গিয়ার এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।
আইকন তৈরির জন্য প্রথমে ফটোশপে ১২৮ X ১২৮ সাইজের পেজ নিতে হবে। এতে আইকনের জন্য একটি ছবি আকতে হবে। এবার ছবিটি Icon128 নামে PNG ফরমেটে সেভ করুন। এবার ছবিটির সাইজ পরিবর্তক করে ৯৬ X ৯৬ করুন এবং Save As এর মাধ্যমে Icon96 নামে PNG ফরমেটে সেভ করুন। সাইজ পরিবর্তন করতে ফটোশপের image মেনু থেকে Image size... ক্লিক করুন এবং Width ও Height বক্সে ৯৬ লিখুন। একই পদ্ধতিতে ছবিটিকে আবার যথাক্রমে ৭২ X ৭২, ৬৪ X ৬৪, ৪৮ X ৪৮, ৩২ X ৩২, ২৪ X ২৪, ১৬ X ১৬ সাইজে পরিবর্তন করে যথাক্রমে Icon72, Icon64, Icon48, Icon32, Icon24, Icon16 নামে PNG ফরমেটে সেভ করুন। ফটোসপের কাজ শেষ। এবার কাজ করতে হবে জিফ মুভি গিয়ার দিয়ে। জিফ মুভি গিয়ার চালু করুন। ফটোসপে আকা ছবি গুলো একত্রে ওপেন করুন। এরপর File মেনু থেকে Save GIF Aimation As… ক্লিক করুন। Save as type থেকে Windows icon(.ico) সিলেক্ট করুন এবং পছন্দমত নাম দিয়ে সেভ করুন।ব্যাস আইকন তৈরি হয়ে গেল। এবার জিফ মুভি গিয়ার সফটওয়্যারটির একটু বর্ননা দেই। এর সাইজ ছোট হলেও আনেক কাজের জিনিস।GIF Movie Gear সফটওয়্যারটি দিয়ে কার্সর, এনিমেটেড কার্সর, জিফ এনিমেশন, ফ্ল্যাস এনিমেশন, এভিআই এনিমেশন ইত্যাদিও তৈরি করা যায়। এর জন্য উপরের কাজ গুলোই করতে হবে। শুধু Save GIF animation as… ডায়লগবক্সে Save as type থেকে প্রয়োজনীয় ফরমেট সিলেক্ট করলেই হয়।
এর প্রত্যেক ফরমেটের কাজ নিচে দেয়া হলঃ
GIF animation/image(s) (.gif) - জিফ এনিমেশন তৈরির জন্য।
AVI animation (.avi) - এভিআই এনিমেশন তৈরির জন্য।
Macromedia Flash (SWF) animation (.swf) - ফ্ল্যাস এনিমেশন তৈরির জন্য।
BMP image(s) (.bmp) – বিটম্যাপ পিকচার তৈরির জন্য।
JPEG image(s) (.jpg) – জেপিইজি পিকচার তৈরির জন্য।
Photoshop PSD image (.psd) – ফটোশপের নিজস্ব ফরমেট তৈরির জন্য।
PNG image(s) (.png) – পিএনজি পিকচার তৈরির জন্য।
Windows cursor (.cur) – কার্সার তৈরির জন্য।
Windows icon (.ico) - আইকন তৈরির জন্য।
Windows animated cursor (.ani) – এনিমেটেড কার্সার তৈরির জন্য।
আশা করি সফটওয়্যারটি কাজে লাগবে।
বোনাসঃ
আপনার ওয়ের সাইটে নিচের মত ফ্ল্রাসে তৈরি ঘড়ি দেয়ার জন্য এখানে ক্লিক করুন। সাইটিতে আরও সুন্দর সুন্দর ফ্ল্যাসে তৈরি ঘড়ি পাবেন। এ ঘড়ি গুলো একদম ফ্রী।
আমার টিউনটি ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ।
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
খুব ভাল একটা কাজ শিখালেন। ধন্যবাদ শেয়ার করার জন্য ।