ফেসবুক এবং ইউটিউব দুটি জনপ্রিয় সাইট। ইউটিউব ভিডিও শেয়ারিং সাইট, তাছাড়া ফেসবুকেও অনেক তথ্যবহুল ও মজার কিছু ভিডিও দেখা যায়। যা অনেক সময় আমরা ডাউনলোড করতে চাই। কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে কোন ডাউনলোড অপশন না থাকায় আমরা খুব ঝামেলায় পড়ি।
এজন্য আমরা সফটওয়্যার, IDM, ADD ON ইত্যাদি ব্যবহার করি, কিন্তু এগুলিতেও অনেক ঝামেলা হয় অনেক সময়। তাহলে আমরা কিভাবে সহজে সফটওয়্যার ছাড়া ফেসবুক এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করবো আসুন দেখি।
ফেসবুকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান, তার ব্রাউজার থেকে লিংকটা কপি করে, www এর পরিবর্তে শুধু m লিখে লিংকটা ওপেন করুন।
ডটটা দিছেন কিনা খেয়াল রাখবেন।
নিচের ছবির মতো, দেখে করুন-
তারপর ভিডিও টা প্লে করে, ভিডিও এর উপর মাউসের রাইট ক্লিক করে Save Video as… এ ক্লিক করুন। এবার দেখেন মজা। ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে।
তারপর ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একইভাবে ভিডিওটির ওয়েব এড্রেসটা কপি করে www . এর পরে শুধু ss লিখে ইন্টার প্রেস করুন। নিচের ছবির মতো-
তারপর যে পেজটা আসবে সেখান থেকে যে ফরমেটে ডাউনলোড করতে চান-তার উপর ক্লিক করলে, ভিডিওটি সেই ফরমেটে ডাউনলোড হতে থাকবে।
নিচের মতো পেজ আসবে-
আজ এই পর্যন্ত, দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে। আশা করি বুঝতে সমস্যা হবে না.
সমস্যা হলে আমাকে কমেন্টে জানান। ফেসবুক এই পেজে লাইক দিয়ে সব সময় আপডেট থাকুন। আমার ব্লগে পাবেন দারুণ সব ব্লগিং টিপস। 🙂
ধন্যবাদ।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
facebook এর তা নতুন জানলাম thanks dude 😀