চোখ বন্ধ করে বলে দিন ৩৬৫ দিনের নাম- সাথে ইংরেজি সন ও তারিখ থেকে বাংলা সন, মাস, তারিখ ও বারের নাম বের করার অন্যোন্য কৌশল। (বৈশাখী উপহার)

সামনে পহেলা বৈশাখ। বৈশাখকে সামনে রেখে আপনাদের জন্য আমার এই ছোট্ট উপহার। এক ডোজই যথেষ্ট।

আজকে আমার আলোচ্য বিষয়, কোন একটি তারিখ শুনে বারের নাম বলার কৌশল। অর্থাৎ ৩৬৫ দিনের বারের নাম বলার কৌশল। বিষয়টা বড় মনে হলেও কৌশলটা একেবারে সোজা।  প্রথমে আমি আপনাদের ইংরেজি তারিখ থেকে বারের নাম বলার কৌশল উপস্থাপন করব। এর পর ইংরেজি সাল হতে বাংলা সাল এবং ইংরেজি তারিখ হতে বাংলা তারিখ মাসের নাম ও বারের নাম বের করার কৌশল উপস্থাপন করব। তাই কৌশলগুলো মনোযোগ সহকারে পড়ুন, কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করুন। আর  আপনার ব্যারেইনে  যদি যোগ বিয়োগ করার ক্ষেত্রে ক্যালকুলেটর গতি থাকে , তাহলে আমার বলার কিছু নাই। সব জনতাই বলবে।  হ্যা বিষয়টি আয়ত্ত করার মাধ্যমে আপনি যে কাউকে চমকে দিতে পারেন আর বন্ধুদেরকে কৌশলগত ভাবে বারের নাম উপস্থাপন করে  যা ইচ্ছা খেতে পারেন।  আমারটা কিন্তু আপনাদের কাছে পাওনা রইল। পহেলা বৈশাখে পান্তা আর ইলিশ খাওয়াইতে ভুল্লেইনা কিন্তু।

বুঝতে পারছি। খাওয়ানোর কথা বললে মাথা গরম হয়ে যায়। আচ্ছা বাবা সবুর করেন। শুরু করছি।

নিচের নিয়মটি সঠিক ভাবে অনুসরণ করুন।আপনাকে শুধু দুইটি জিনিস জানতে হবে।

  • একটি মাসের কোড।
  • অপরটি বারের কোড।

২০১৪  সালের বার মাসের জন্য কোডটা হল

  • “চার, শূন্য, শূন্য, তিন, পাঁচ, এক, তিন, ছয়, দুই, চার, শূন্য, দুই”
  • সংক্ষেপে “চা শু শু, তি পা এ, তি ছ দু, চা শু দু”
  • অথবা   “৪০০, ৩৫১, ৩৬২, ৪০২” এই সংখ্যাগুলো হল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রতিটি মাসের কোড। অর্থাৎ জানুয়ারি হলে “৪” ফেব্রুয়ারি হলে “০” এভাবে ডিসেম্বর পর্যন্ত।

এবার বারের কোড জানার পালা। একদম সোজা।

শনিবার থেকে ধারাবাহিক ভাবে শুক্রবার পর্যন্ত বারের কোড নাম্বার হল ১ থেকে ৭। অর্থাৎ ১ হলে শনিবার, ২ হলে রবিবার এভাবে শুক্রবার পর্যন্ত।

এবার আসল কাজ। যে মাসের যে তারিখের নাম জানতে চাওয়া হবে, সে মাসের তারিখের সাথে সে মাসের বারের কোড যোগ করুন। যোগফল ১- ৭ এর মধ্যে হলে বারের কোড অনুসারে বারের নাম বলে দিন। ব্যাস খালাস। বুঝতে পারেন নাই। উদাহরণ দিচ্ছি সহজে বুঝতে পারবে।

২০১৪ সালের এপ্রিলের ২ তারিখ কি বার?

এপ্রিল  মাসের কোড  তিন(৩)।

মাসের কোড + তারিখ

৩+২=৫

বারের কোড অনুসারে ১ শনিবার হলে ৫ হয় বুধবার। অর্থাৎ এপ্রিলের ২ তারিখ বুধবার।

ক্যাল্লা ফাতে। শিখে ফেলেছেন? আরে না। আসল কথাইতো বলিনাই। যদি যোগফল ৭ এর বেশি হয় তাহলে-

চিন্তা করার কিছু নাই।  প্রথমে উক্ত যোগফলকে ৭ দিয়ে ভাগ দিন। অবশিষ্ট ভাগশেষটা হল বারের কোড। ভাগশেষ শূন্য হলে শুক্রবার। মনে করুন, যোগফল যদি ১৩ হয়  ৭ দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে ৬ । ৬ মানে বৃহস্পতিবার।

মানে

৭)১৩(১

>>>৭

-----------

>>>৬

উদাহরণঃ ২০১৪ সালের জানুয়ারির ১৫ তারিখ কি বার?

নিয়ম অনুসারে জানুয়ারি মাসের কোড “৪”। মাসের কোড+ তারিখ

৪+১৫= ১৯ (যোগফল ৭  এর চেয়ে বড়)

১৯/৭ ভাগশেষ ৫। বারের কোড অনুসারে ৫ হল বুধবার। অর্থাৎ জানুয়ারির ১৫ তারিখ বুধবার।

৭)১৯(২

>>১৪

----------

>>>৫

এবার আপনাদের পরীক্ষা নিবঃ

২০১৪ সালের অক্টোবরের ২৪ তারিখ কি বার ?

২০১৪ সালের  ফেব্রুয়ারির ২৫ তারিখ কি বার?

 শুক্রবার আর মঙ্গলবার আপনার উত্তর হলে বুঝতে হবে আপনি কৌশলটি বুঝতে পেরেছেন। এখন মাঠে নামার আগে নিজে নিজে কয়েকটা তারিখ নিয়ে প্র্যাকটিস করুন। ব্যাস। আপনি এখন ৩৬৫ দিনের নাম জানেন। আরে ভাই আপনি কৌশলটা শিখে ফেলেছেন। বন্ধুদের সাথে বাজি ধরে খাওয়ার ফন্দিও আটতেছেন নাকি। দেখবেন কিন্তু?
এবার বাংলাটা বের করব। প্রথমে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার পালা।
নিয়মঃ  ইংরেজি সাল  থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন বাংলা সাল।
তাহলে বলেন তো এখন বাংলা কত সাল। হ্যা এখন ২০১৪-৫৯৩ = ১৪২১ বঙ্গাব্দ(১৪ এপ্রিল থেকে)।
এবার বাংলা মাসের নাম ও তারিখ জানার পালা।
বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে। ১৯৯৬ সালের পর থেকে এপ্রিল মাসের ১৪ তারিখকে বাংলা ১লা বৈশাখ হিসাবে উদযাপন করা হয়।
মনে রাখবেন বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই পাঁচ মাস ৩১ দিনের হয় আর বাকি সব মাস ৩০ দিনের হয়।
এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়। ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসের শুরু হয়।  যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে তাই শুরুর ১ বাদ দিয়ে বার ডিজিটের কোড টি মনে রাখুন।
কোডটিহলঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫
কোডটি এপ্রিল থেকে ধারাবাহিক ভাবে মার্চ এবং বাংলা বৈশাখ থেকে ধারাবাহিকভাবে চৈত্র মাস পর্যন্ত। অর্থাৎ
বৈশাখ
জ্যৈষ্ঠ
আষাঢ়
শ্রাবণ
ভাদ্র
আশ্বিন
April
May
June
July
august
September
14
15
15
16
16
16
কার্তিক
অগ্রাহায়ন
পৌষ
মাঘ
ফাল্গুন
চৈত্র
October
November
December
January
February
March
16
15
15
14
13
15
এবার আসল কাজ। আমি সরাসরি উদাহরণ দিয়ে উপস্থাপন করছি। ভালভাবে খেয়াল করুণ।
২০১৪ সালের এপ্রিলের ২৮ তারিখ বাংলা কি মাস ও কত তারিখ কি বার?
প্রথমে ২০১৪সাল মানে ২০১৪-৫৯৩= ১৪২১ বঙ্গাব্দ। আর বারের নাম আগের নিয়মে। অর্থাৎ ২৮ এপ্রিল হল ৩+২৮=৩১/৭= ৩ (অবশিষ্ট থাকে)। অর্থাৎ সোমবার।
এবার বাংলা মাসের নাম ও তারিখ বের করার পালা। দেখুন আমাদের বাংলা মাসের কোড শুরু হয়েছে ইংরেজি এপ্রিল মাস  থেকে। এপ্রিলের ১৪ তারিখ ১ বৈশাখ। মাসের নাম বের হয়ে গেলে তারিখ বের করার জন্য নিচের নিয়মটি মনে রাখুন।
তারিখ থেকে মাসের কোড বাদ দিন সাথে ১ যোগ করুন।
২৮-১৪= ১৪+১ =১৫ বৈশাখ। তাহলে ২০১৪ সালের ২৮ এপ্রিল হল ১৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ রোজ সোমবার।
আশা করি বুঝবার পারছেন।
এবার নিজেকে যাচাই করুন নিচের তারিখটির সমাধান বের করে
কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯ সালের ২৫ মে জন্ম গ্রহণ করেন। আপনাদেরকে বলতে হবে এই বছর কাজী নজরুল ইসলামের কত তম জন্মদিন, বাংলা কোন মাসের কত তারিখ ও কি বার।
????????????????????????????????????????????????????????????????????????????????????????????
বিঃ দ্রঃ অতিমাত্রায় চালাকদের থেকে সাবধান।  আপনাকে জিজ্ঞেস করতে পারে ফেব্রুয়ারির ৩০ তারিখ কিংবা জুনের ৩১ তারিখ কি বার। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নবেম্বর এই চার মাস কখনো ৩১শা হয় না। অপর পক্ষে ফেব্রুয়ারি কখনো ৩০শা হয় না। খেয়াল রাখবেন কিন্তু।
পোস্টটি প্রথম প্রকাশিত করেছি এখানে 
আমার আরও কিছু পোস্টঃ
আগামী পোস্টে আপনাদের জন্য থাকছে ফেইসবুক পেইজের এডমিন কে জানার কৌশল। সাথে থাকুন।

আজ এই পর্যন্ত। ভাল থাকবেন।

Level 2

আমি মোঃ তারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল হইসে ভাই 😀

জি ভাই ভাল কিছু জানানোর চেষ্টা করছি। সাথে থাকেন। ধন্যবাদ।

    @মোঃ তারিফুল ইসলাম: ভাইজান আপনি তো আমার আগেই এই টিউনটা করে ফেললেন। আমি এই টিউনটি করার জন্য লিখে রেখেছিলাম কিন্তু বিদ্যুৎ নাই তাই পোষ্ট করতে পারিনি আর আপনি তার আগেই পোষ্টটি করে ফেললেন। তারপরও আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে।

      @শহিদুল ইসলাম ভাই, ভাই আপনার লিখায় মনে হচ্ছে আমি আপনার লিখা কপি করেছি। আপনি কি পদ্ধতিতে বারের নাম বের করেন তা আমার জানা নেই। তবে আমার দেওয়া পদ্ধতির সাথে যদি আপনার পদ্ধতি মিলে যায় তাহলে বলব, আপনি শুধু শুধু কেডিট নেওয়ার চেষ্টা করছেন। কারণ এই লিখার কোন অংশ কোথাও থেকে কপি করি নাই। ইংরেজি সাল থেকে বাংলা সাল তারিখ, মাসের নাম, বারের নাম বের করার উপায়টি সম্পূর্ণ আমার নিজস্ব আবিষ্কার। তাই যে কোন পোস্ট দেখলে নিজের করে নেওয়ার চেষ্টা করবেন না।

ভালো লাগলো, কিন্তু ভাই আমার কাছে একটু জটিল মনে হইলো। মনে রাখতে পারবো কি না জানি না!!! 😀

    প্রথমে ইংরেজি তারিখ থেকে বারের নাম বলার প্র্যাকটিস করুন। এর পর বাংলাটা প্র্যাকটিস করুন। পুরুটা একসাথে আয়ত্তে আনা একটু কঠিন। ধয্য ধরে কয়েবার প্র্যাকটিস করন। অবশ্যই মনে থাকবে। ধন্যবাদ।

হে হে মামা ৩০৩২ সালের মে জুন মাসের ২৯ তারিখ কি বার আর বাংলা কত তারিখ ? 😛 😆

    মামা আপনার গতি তো খরগোশেরে ছাড়াই গেছে। ২০১৫ না ১৬ না একেবারে ৩০৩২ সাল । আমি মামা কচ্ছপের সাথে আছি। আর যদি কই মাছের প্রাণ পাই তবে আপনার লগে দেখা করুম।

    পোস্টটা আরেকবার পড়ে দেখবেন। আশা করি “মে জুন” সমস্যার সমাধান পাবেন। ধন্যবাদ।

nice tune bro !!

যোগফল যদি ১৩ হয় ৭ দিয়ে ভাগ দিলে ভাগফল থাকে ৪

এর মানে কি ভাই ?

    bro এটা ভাগশেষ হবে। ধন্যবাদ…

      @মোঃ তারিফুল ইসলাম: ৬ হওয়ার কথা ছিল না ??

        একদম সাধারণ ক্যালকুলেশন। আপনাদের মনোযোগের পরীক্ষা নিলাম। আপনি সেইরাম ভাবে উত্তীর্ণ হয়েছেন। ৬ ই হবে। ধন্যবাদ।

Level 0

বেশ বেশ।
চালিয়ে যান।

১৩/৭=৪ কিন্তু আমার পিসির calculator এ তো ১.৮ আসতেছে, বুঝিয়ে বলবেন প্লিজ 🙁

Level 0

@Hamde Noyon
vai apnake to keo result ber korte bole ni. Bolese vagses ber korte.

2014 সাল ছাড়া অন্য সালগুলোর জন্য কি ব্যবস্থা বস

    যে কোন সালের মাসের কোড বের করতে নিচের নিয়মটি অনুসরণ করুনঃ
    যে কোন মাসের ১ তারিখ যে বার থাকে সে বারের নিচের কোড নাম্বারটা হল মাসের কোড। যে কোন সালের যে কোন মাসের কোড, নিচের অপরিবর্তনীয় কোড নাম্বার গুলো দিয়ে বের করতে পারবেন।
    শনিবার(০), রবিবার(১), সোমবার(২), মঙ্গলবার (৩), বুধবার(৪), বৃহস্পতিবার(৫), শুক্রবার(৬)
    যেমন ২০১৪ সালের জানুয়ারি মাসের ১ তারিখ বুধবার। আর বুধবারের কোড (৪)। অর্থাৎ জানুয়ারি মাসের কোড ৪। আর বাকি সব নিয়ম (বারের নাম বের করা এবং অন্যান্য বিষয়) আগের মত।
    ২০১৫ সালের জানুয়ারির ১ তারিখ বৃহস্পতিবার(৫)। অর্থাৎ ২০১৫ সালের জানুয়ারি মাসের কোড ৫ এভাবে ২০১৫ সালের সব গুলো মাসের কোড বের করুন। আর আমার সাথে মিলিয়ে নিন।

    ৫১১ ৪৬২ ৪০৩ ৫১৩
    আশা করি বুঝতে পেরেছেন। এর পর ও যদি কোন সমস্যা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজে ম্যাসেইজ দিন।

Level 0

Vai december maserta 2 na. Ota hobe 1. Miliye dekhen.

    ২০১৪ সালের ডিসেম্বর মাসের ১ তারিখ সোমবার। বারের কোড অনুসারে ৩ নাম্বার হল সোমবার।
    মাসের কোড + তারিখ = বারের কোড (ডিসেম্বর মাসের কোড ২)
    ২+১=৩
    অতএব কোড এ কোন ভুল নেই। দুই-ই হবে।

br 23 septembor 2011 tao mile na.5 july 1987 tao mile na.ami valo vabe chk korei bolsi?ki karbo bro?

    ভাই টিউনটিতে শুধু ২০১৪ সালের মাসের কোড দেওয়া আছে। আর সেটা দিয়ে তো আপনি ২০১১ কিংবা ১৯৮৭ সালের বারের নাম বের করতে পারবেন না। কারণ প্রতিটি বছরের মাসের কোড আলাদা। তবে আপনি ইচ্ছা করলে যে কোন সালের মাসের কোড বের করতে পারেন। তার জন্য নিচের নিয়মটি ভালোভাবে পড়ুন। আর টিউনটি ও ভালোভাবে পড়বেন। আশা করি সব মিলে যাবে।

    যে কোন মাসের ১ তারিখ যে বার থাকে সে বারের নিচের কোড নাম্বারটা হল মাসের কোড। যে কোন সালের যে কোন মাসের কোড, নিচের অপরিবর্তনীয় কোড নাম্বার গুলো দিয়ে বের করতে পারবেন।
    শনিবার(০), রবিবার(১), সোমবার(২), মঙ্গলবার (৩), বুধবার(৪), বৃহস্পতিবার(৫), শুক্রবার(৬)
    যেমন ২০১৪ সালের জানুয়ারি মাসের ১ তারিখ বুধবার। আর বুধবারের কোড (৪)। অর্থাৎ জানুয়ারি মাসের কোড ৪। আর বাকি সব নিয়ম (বারের নাম বের করা এবং অন্যান্য বিষয়) আগের মত।
    ২০১৫ সালের জানুয়ারির ১ তারিখ বৃহস্পতিবার(৫)। অর্থাৎ ২০১৫ সালের জানুয়ারি মাসের কোড ৫ এভাবে ২০১৫ সালের সব গুলো মাসের কোড বের করুন। আর আমার সাথে মিলিয়ে নিন।

    ৫১১ ৪৬২ ৪০৩ ৫১৩
    আশা করি বুঝতে পেরেছেন। এর পর ও যদি কোন সমস্যা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজে ম্যাসেইজ দিন।

Level 0

vai sob mash to mela na……

    টিউনটি ভালভাবে খেয়াল করে পড়েন। সব মাসই মিলবে। টিউনে শুধু ২০১৪ সালের বারের নাম বের করা নিয়ে -আলোচনা করেছি। অন্য যে কোন সালের বারের নাম কিভাবে বের করবেন তা মিরাজ ভাইকে বা রাসেল পটুয়াখালী ভাইকে দেওয়া রিপ্লাই কমেন্টে দেখেন।

চমৎকার ভাই।অনেক সুন্দর।

বৈশাখী ভালোবাসা আপনার জন্য ,অন্য কিছু না।

Level 0

Nice tune bro !

Level 0

জটিল

আপনার আবিষ্কারকে সাধুবাদ জানাই…