নিয়ে নিন ৩ গিগাবাইট হোষ্টি সহ ফ্রি ওয়েবসাইট!!! (আজীবনের জন্য)

ফ্রি ওয়েবসাইট খুলতে চান? তাহলে আজ আমি আপনাদেরকে ফ্রি এর আসল অর্থ বুঝিয়ে দেব!

আমরা টিউনাররা আমাদের মন প্রাণ সবকিছু দিয়েই আপনাদের জন্য ব্লগিং করি বা টিউন লিখি। এখন আমাদের দেশে প্রচলিত পন্থা হলো, টিচার ছাত্রদের শিখাবে। কিন্তু টিচার যতটুকু জানেন তার সবটুকু কিন্তু শিখাবেন না, ধরুন টিচারের জ্ঞানের ৮০% তার ছাত্রদের শিখাচ্ছেন। আর তার ছাত্ররা ভবিষ্যৎতে টিচার হচ্ছে এবং তাদের ছাত্রদের ৮০% শিখাচ্ছে। তাহলে দেখা যায় যে, এভাবে জ্ঞানের পরিসর আস্তে আস্তে কমতে থাকে।

কিন্তু আমারা ব্লগাররা মানে সত্যিকারের ব্লগাররা আমরা যতটুকু জানি সেটাতো শিখাই বরং আমরা যা জানি না তাও শেখাতে চেষ্টা করি। যেমন আজ, আপনারা জানেন যে আমার এই ওয়েবসাইট বিল্ডিং বিষয়ে কোনো জ্ঞান নেই। কিন্তু আজ এই টিউনটি পড়ার পর কি তা আপনাদের মনে হবে।??

আপনারা তো শুধু টিউন নিশ্চুপে পড়ে চলে যান। আর কেউ কেউ কমেন্ট রেখে যান আমাদের জন্য। আপনারা হয়তো জানেন না, আপনাদের এই কমেন্টসগুলোই আমাদের ব্লগারদের মূল প্রেরণা ব্লগিং এর জন্য। খারাপ কমেন্টের জন্য হয়তো কেউ ব্লগিংই ছেড়ে দিয়েছে। কিন্তু আমি?? বিশ্বাস করবেন না গেমস জোনের শুরু দিকে প্রচুর খারাপ কমেন্ট পেয়েছি। কিন্তু আমি একদমই আলাদা। যাই হোক টিউনে আসি,

নতুন একটি সাইট চালু হয়েছে হোষ্টYD। এবং তাদের বেটা সংস্করণের জন্য ৩ গিগাবাইট হোষ্টি সহ ফ্রি ডোমেইন দিচ্ছে তাদের ইউজারদের জন্য। তবে আমি বুদ্ধি করে আপনাদের জন্য আনলিমিটেড ফ্রি হোষ্টি পন্থা বের করেছি তাহলো যদি আপনারা আমার লিংক হতে সাইটটিতে সাইন আপ করেন । যাই হোক সেটা আপনাদের ব্যাপার চলুন টিউনে চলে যাই।

ধাপসমূহঃ

  • প্রথমে এই লিংকে যান:

http://api.hostyd.com/redir/5241074

  • যেই সাইটটি আসবে সেখান থেকে অর্ডার নাও (Order Now) বাটনে ক্লিক করুন

  •  এবার ফর্মটি পূরণ করুন এবং আপনার ইমেইল টি চেক করে একাউন্ট টি ভেলিড করে নিন
  •  এবার hostyd.com/login এই লিংকে যান এবং আপনার ইউজার নেম এবং পাসওর্য়াডটি দিয়ে লগ ইন করুন

  • আপনার প্রোফাইল তৈরি এবং হোষ্টিও রেডি। এবার শুধু ডোমেইন লাগবে।
  • এখন আপনার আগে থেকেই যদি কোনো পেইড ডোমেইন রেজিষ্টেশন করা থাকে তাহলে Domain Checker অপশনে গিয়ে আপনার ডোমেইনটি এখানে আনতে পারেন।

  • এই পেজ হতে Transfer Domain বাটনে ক্লিক করুন যদি আপনি আপনার পেইড ডোমেইনটি এই হোষ্টিংয়ে আনতে চান তবে। আর রেজিস্টার নিউ বাটনে ক্লিক করুন যদি নতুন পেইড ডোমেইন খুলতে চান তবে।

  • পেইড ডোমেইন কেনার টাকা নেই অথবা ফ্রি ওয়েবসাইট খুলতে চান? তাহলে Hosting বাটনে ক্লিক করুন এবং Create New Account বাটনে ক্লিক করুন।
  • হোষ্টিং প্ল্যান হতে Free নির্বাচন করুন এবং Select বাটনে ক্লিক করুন।

  •  নতুন পেজে Subdomain অপশনটি টিক রেখে আপনার পছন্দ অনুযায়ী সাইট তৈরি করুন। প্রয়োজনীয় তথ্যাদি দেওয়া হয়ে গেলে Create বাটনে ক্লিক করুন।

  • এবার আবারো হোষ্টি বাটনে ক্লিক করুন আর আপনার নতুন তৈরি কৃত সাইটটিতে Switch বাটনে ক্লিক করে আপনার সাইটের Cplanel এ যান।
  •  আপনার Cplanel পেইজে অনেক অপশন পাবেন। যেগুলো বুঝেন সেগুলোকেই সাজিয়ে নিন আপনার মতো । তবে যেগুলো না বুঝেন সেগুলোতে হাত না দেওয়াই ভালো।

  •  এবার Website অপশন হতে Auto Installer বাটনে ক্লিক করুন।
  •  এবার আপনার সাইটি কি রকমের সাইট বানাতে চান তা লিষ্ট হতে সিলেক্ট করুন।

  •  যেমন আমি ফোরাম সাইট খুলতে চাই তাই ফোরাম লিষ্ট থেকে আমার পছন্দ মতো phpBB ধাঁচটি সিলেক্ট করলাম।

  • এবার পরবর্তী পেইজে আপনার সাইটের ইউজার নাম আর পাস দিয়ে ফোরামটি ইন্সটল করুন। মনে রাখবেন, পাস এবং ইউজার নেম দিয়েই আপনি আপনার ফোরামে লগ ইন করতে পারবেন ।

  •  এবার আপনার সাইটে যান। ফোরাম ইন্সটল হয়েছে!!

ফ্রি ডোমেইনঃ

আর কত .wordpress.com / blogspot.com বা .tk ডোমেইন ব্যবহার করবেন বলুন??? ডোমেইনে ভিন্ন স্বাদ আনুন মামা!!

নিচে আপনার পছন্দ মতো যেকোনো একটি ডোমেইন সাইটে গিয়ে আপনার পছন্দমত ফ্রি ডোমেইন আইডি খুলে ফেলুন:

সকল ফ্রি ডোমেইন লিষ্ট পেতে http://www.getfreedomain.name/ এই সাইটে যান।

এবার নতুন ডোমেইন কে আপনার হোষ্টিং এর সাথে মিলিয়ে নিন DNS সিস্টেম করে!!

আশা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, গেমস জোনের নতুন সাইট http://www.gamewala.ga

অবশ্যই ঘুরে আসবেন একবার সময় পেলে!!

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jotil post. thanks

হাহাহা বেফক মজা দিলেন ভাই নিয়ম তো একি আর এই নিয়ম এই তো কাজ করতে হবে ! আপনি যে আলাদা কি দিলেন ফর সারাজিবন মেয়াদ এর জন্য সেইটা বুঝলাম নাহ ! লল ! তারপর ও ধন্যবাদ এতো কষ্ট করে বুঝাই দেওয়ার জন্য কিন্তু এই রকম পোস্ট অনেক পাবেন টিটি তে একটু খুজলেই 🙂

অনেক ধন্যবাদ ভাই । এমন একটা জটিল বিষই খুজছিলাম অনেক দিন ধরে ।আচ্ছা ভাই , যদি সাব ডোমেইন এর জায়গায় ডোেইন সিলেক্ট করি তাহলে কী হবে ? একটু জানাবেন ।

    @অরিন্দম পাল: সাব ডোমেইন এর জাইগায় ডোমেইন সিলেক্ট করলে আপনার আগের ডোমেইন এর নাম দিতে হবে ! আর যদি আপনার কন ডোমেইন কিনা না থাকে আগে তাইলে আপনি প্রথম এ সাব ডোমেইন দিয়া রেজিস্ট্রেশন করতে পারবেন ! এইতাই আর কিছুই না !

ধন্যবাদ ভাই । ভাল লাগলো টিউনটি পড়ে ।

Level 2

কাজের টিউন। কুব ভালো হইছে। ভাই ধন্যবাদ।

Level 0

Nice post

ভাই, যে যা বলুক ! আপনার আমার মতে খুব ভালো লিখছেন, চালিয়ে যান।

গেমওয়ালা Vai ami WordPress install deoer por Dashboard khoje pacchi na

    আপনার সাইটে গিয়ে wp-admin এটা লাগিয়ে দিন সাইটের নামের পরে। তাহলে পাবেন 🙂

Level 0

এক টা সাইট http://WWW.BANGLADESH.USA.CC

অনেক সুন্দর করে লিখেছেন, সুন্দর টিউন । ধন্যবাদ ।।।

গেমওয়ালা ভাই, যে যা বলুক না কেন, আমি বলবো অসাধারণ একটি টিউন করেছেন আপনি। আপনি সুন্দর করে ব্যাপারগুলো উপস্থাপন করেছেন। আপনার প্রয়াস আসলেই প্রশংসণীয়। অনেক ধন্যবাদ। আশা করি আপনার gamewala.ga সাইটটাকে শিগগিরই অনলাইন পাবো।

    @ধূপছায়া: ভাই আপনি যে ৩জিবির কথা বলেছেন, সেটা কি সার্ভারে স্পেস নাকি টোটাল ব্যান্ডউইথ?

      এটা সার্ভার স্পেস। আর এক বছর পর ২০ গিগাতে উন্নতি হবে।

      আর টোটাল ব্যান্ড উইথ হলো ১৫০ গিগা

Level 0

অনেক সুন্দর টিউন ।
আপনার affi id তে রেজিস্ট্রেশন করলে আনলিমিটেড হোস্টিং পাবো?

✿•..(¯`♥´¯)(¯`♥´¯)(¯`♥´¯)¸•✿
……….`•(¯`♥´¯)(¯`♥´¯)¸.♥.´
…………….`•(¯`♥´¯)¸.•´
…………………`•.¸.•❤~☀
gŕéát jőb áńd wé éxpéćt mőŕé śúćh týpéś őf túńé fŕőm ýőú
সুন্দর করে গুছিয়ে আমাদের বোঝানোর জন্য ধন্যবাদ

ভাল্লাগছে ভাইজান…

free mane notun domain take dns er sathe kivabe milabo

Very nice post

ভাই আমিত পারছি না। আমার ইমেইল এ কোন মেল আসছে না।

vai domain khulte gele invaild domain dekhai

ভাই parked domain এ গিয়ে আপনি ডোমেইন দন্স সাথে মিলাই নিতে পারবেন কিন্তু আমি তো ফ্রী ডোমেইন এই নিতে পারতাসি না register করতেগেলে invailed domain দেখাই