আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই কমবেশি ফাইল আপলোড করার জন্য copy.com সাইটটি ব্যাবহার করেছেন। এছাড়াও অনেকে box.com, dropbox, googledrive ব্যাবহার করেছেন। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার copy.com অ্যাকাউন্টে box.com, dropbox, googledrive ইত্যাদি সাইটের ফাইলগুলো কপি করতে পারবেন নতুন করে আপলোড করার ঝামেলা ছাড়াই ।
প্রথমে copy.com এই সাইটে একটি অ্যাকাউন্ট খুলুন।
আর যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করুন এখান থেকে copy.com
লগিন হওয়ার পর Menu থেকে migrate from Another service এ ক্লিক করুন
এবার নিম্মেরমত স্ক্রীন পাবেন। এখান থেকে Get Started এ ক্লিক করুন
এবার যে সাইট থেকে ফাইল কপি করবেন সেটি সিলেক্ট করুন নিম্মেরমত করে
এবার Allow বাটনে ক্লিক করুন নিম্মেরমত করে
এবার আপনি যে সাইট থেকে ফাইল কপি করবেন সেখানে সাইন ইন করতে হবে। আমি googledrive দিয়ে দেখালাম
এবার নিম্মেরমত স্ক্রীন আসলে Accept বাটনে ক্লিক করুন
এবার নিম্মেরমত স্ক্রীন আসবে
এবার নিম্মেরমত একটি স্ক্রীন আসবে। এখান থেকে আপনি সোর্স এবং ডেসটিনেশন সিলেক্ট করুন।আপনি সরাসরি ড্রাইভে নিবেন নাকি কোন ফোল্ডারে নিবেন তা সিলেক্ট করুন। চাইলে নিউ ফোল্ডার তৈরি করে তা দেখিয়ে দিতে পারবেন। আপনি চাইলে সব ফাইল একসাথে জিপ করে নিতে পারবেন।
Transfer Now বাটনে ক্লিক করলে নিম্মেরমত স্ক্রীন পাবেন
এবার নিম্মেরমত স্ক্রীন আসলে Run this transfer now বাটনে ক্লিক করুন
এবার নিম্মেরমত একটা স্ক্রীন পাবেন। এখানে source হল আপনি যেখান থেকে কপি করছেন সে সাইট। status এ দেখাবে আপনার প্রোজেক্ট on going or queued or success অবস্থায় আছে। Refresh এ ক্লিক করলে আপডেট দেখাবে। এছাড়া all, active, successful, errors এ আপনি আপনার প্রোজেক্টের অবস্থা দেখতে পারবেন।
Status এ Success দেখালে ব্রাউজারের ট্যাবটি ক্লোজ করে দিন। কাজ শেষ।
সুতরাং যাদের অন্যান্য অ্যাকাউন্ট আছে সেগুলোতে শেয়ার লিঙ্ক কাজ না করলে এই পদ্ধতি অনুসরন করুন।
আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................
এখানে আমার রেফারেল লিঙ্ক আছে।এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আমি এবং আপনি এক্সট্রা ৫ জিবি স্পেস পাবো
https://copy.com?r=qsyCJJ